কৌণিক বাতাস

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: রবি, ২৮/০৯/২০০৮ - ৭:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকালে বেরিয়েছিলেম বাইরে।
একটু বাতাস ছিল, সামান্য কনকণে ঠান্ডা- গতকালের মতোই,
তেমন বেশী নয়, একটু রোদও ছিল কুয়াশার ফাঁকে।
কিন্তু সহসাই সে বাতাস কৌণিক হয়ে স্পর্শ করলো শরীরে,
আর তাতেই হঠাৎ শিরশিরিয়ে উঠলো বুকের ভেতরটা,
ছড়িয়ে পড়লো সমস্ত শরীরে, প্রতিটি কোষের ভাজে ভাজে,
যে ব্যথা জন্ম নিল শরীরে, একেবারে চেনা নয় অনুভবে।

এমনি হয়! সহসাই সময় গতি বদলে কালো জলে সরিসৃপ হয়।
কালো কালো কৌনিক চোখের সরিসৃপ-
রন্ধ্রে রন্ধ্রে বিস্তারিত বাসস্থান গড়ে নিজের,
আলো আর আঁধারের গায়ে মমতাহীন, অচেনা তুলির পোঁচ।
ক্ষয়ে ক্ষয়ে, শেষ হয়ে ঝড়ে পড়ে এক একটি শুকনো শীর্ণ পাতা।
এক একটি শিশির হয় কারো কারো চোখ।

তারপর একে একে শেষ হয় সংলাপ, পদ্য আর ভালোবাসার মহড়া,
পৃথিবীর গায়ে শেষ আচড়টি টেনে শেষ আলোটুকুও নেভে,
আড়ংএর বাতিগুলো দোল খায় অন্ধকারে সমুদ্র ঢেউএর এক একটি শ্বাসে
বিশাল মোহনায় আমাদেরও শেষ হয় পাড়ি।

জুবায়ের ভাই এর গায়ে কি বাতাসের এমন ই কৌণিক স্পর্শ ছিল
ক’দিন আগে?


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো লাগল। কৌণিক শব্দটার প্রতি আপনার বেশ টান আছে মনে হয়।

তীরন্দাজ এর ছবি

মাঝে মাঝেই একেকটা শব্দের প্রতি টান বেড়ে যায়। হয়তো সে শব্দের আড়ালে নিজেকেই খুঁজে পাই। আপনাকে ধন্যবাদ।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রণদীপম বসু এর ছবি

জুবায়ের ভাই এর গায়ে কি বাতাসের এমন ই কৌণিক স্পর্শ ছিল
ক’দিন আগে?

না হলে হয়তো কৌণিক আলোয় উদ্ভাসিত হয়ে ওঠেছিলেন তিনি। প্রত্যেক মানুষই শেষবার যাবার আগে এভাবে উদ্ভাসিত হয়ে ওঠেন হয়তো ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তীরন্দাজ এর ছবি

এমনই হবে হয়তো! মনটা ভালো নেই...!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতন্দ্র প্রহরী এর ছবি

তীরুদা, এমন বাতাস হয়ত সময়ে-অসময়ে আমাদের সবাইকেই স্পর্শ করে। আজকাল এত অনিয়মিত যে! খুব ব্যস্ত থাকেন বুঝি?
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

তীরন্দাজ এর ছবি

আসলেই খুব ব্যাস্ত ভাই। লেখাও আসছে না তেমন মনযোগের অভাবে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মাহবুব লীলেন এর ছবি

বাতাসেও জ্যামিতি খোঁজেন...

সিদ্ধান্ত নিয়েছিলাম জুবায়ের ভাইকে নিয়ে লেখা আর কোনো পোস্ট পড়ব না

কিন্তু খুলে দেখলাম ভুলিয়ে ভালিয়ে আপনি আবার জুবায়ের ভাইয়ের সামনেই দাঁড় করিয়ে দিলেন

তীরন্দাজ এর ছবি

মাহবুব লীনেন, আমি নিজের অজান্তেই সেখানে গিয়ে দাঁড়িয়েই অবাক হয়েছি নিজেও। কেন এমন হলো... কে জানে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

স্বপ্নাহত এর ছবি

কবিতা নিয়ে কিছু বলবোনা। চারপাশে শুধু মন খারাপের লেখা। মন খারাপ

তীরুদা, ভাল আছেন? ইদানীং আপনাকে মিস করছি।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

তীরন্দাজ এর ছবি

ভাল আছি ভাই। আবার ফেরার চেষ্টা করছি ব্লগে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।