জিলিপি

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: মঙ্গল, ১৮/১১/২০০৮ - ১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বলল, বাজারে যাবে! হাত তো নিত্যদিনই ফুটো হয়ে থাকে! যাবার জো কোথায়? অথচ এটা কিনতে, ওটা খেতে বারবারই উসখুন করে মন। বুড়ো বয়েসে এতোটা খাই খাই ভালো না! বলে অনেকেই, জোয়ান ছেলেটাও বলে। বৌমার গলাতো আরো বেশী উঁচু। কিন্তু কে শোনে কার কথা!

কুয়োর পাশটা জল জমে জমে পিছলে হয়ে আছে। বড়বাড়ীতে নিত্যদিন জোগালী খেটে খেটে কতটুকুই বা সময় থাকে হাতে! বাপকে তাই একটা দু'টো ইট বিছিয়ে দিতে বলেছিল ছেলে। বাড়ী থেকে সামান্য দূরেই ছেলেমেয়েদের স্কুল।ঘরে বসে চেঁচামেচি শোনা যায়। সেখান থেকে নিয়ে এলে কেইবা দেখবে! কিন্তু সেদিকে নজর দেবার সময় কোথায় বুড়োর। পা টিপেটিপে সেখানে কোনভাবে গা ধুয়ে ছুটলো বাজারে। সবই দেখলো বৌমা। কিন্তু বলার কি আছে? একটু বাড়ীর বার হলেই শান্তি! নইলে এটা খাই, ওটা খাই বলে সারাদিন অস্থির করে তোলে।

বিশাল এক মাঠ পেরিয়ে বাজারের শুরু।তার আগের বাড়ীর মোড়ের গোড়াতেই নিজাম মোল্লার মুখোমুখি। একেবারে নাছোড়বান্দা মানুষটা। একবার পেছনে লাগলে একেবারেই ছাড়তে চায়না। ছেলে সৌদীতে গতর খেটে পয়সা করেছে। বাপকে পাঠায়ও মাসকাবারে। কিন্তু তাতে কি কিপটামো কমে? এখরও কড়ায় গন্ডায় লোভ। দেখেই বলল,
- কই যাও মতি মিয়া?
- বাজারে যাতিছি। দেখতেই পাচ্ছ!
- মনার দোকানে জিলিপি ভাজিছে। খাবে নাকি?
- তুমি খাওয়াতি পারলে খাবো। আমার পকেটে পয়সা নাই।

পকেটে পয়সা নেই, শুনতে চায় কি কেউ? দুদ্দুরির পুকুরে বাচ্চাদের হল্লা। গেলো, গেলো বলে চেঁচাতে চেঁচাতে নিজাম মোল্লা সেদিকেই ছুটলো। তারপর ছাতা মাথায় কেটে পড়লো একদিকে।সেদিকে এক পলক তাকিয়ে মতি মিয়া বাঁশঝাড়টা পাশ কাটালো।

মনার দোকানের জিলিপিতে বেশ একটা মৌমৌ গন্ধ। এত ভাল জিলিপি আর কোথাও হয় না আর। মনার হাত আছে বটে! বিয়ের সময় ছেলের শ্বশুড় জিলিপি এনেছিল একবার। তার টক,বাসী গন্ধ লেগে আছে মুখে। লেগে থাকলেই বা কি! এই খাই খাই করেই কেটে গেল সারাটি জীবন। নিজের বাপ যতটুকুই বা রেখে গিয়েছিল, ছেলের জন্যে তার কুটোটিও রেখে যেতে পারে নি। বউটি রাঁধতো ভালো, দুদিন পরপরই বাড়ীতে বিশাল আয়োজন। এই নিজাম মোল্লাই কতোবার পাত ফেলেছে। এখন পয়সা নেই শুনে হন্যে হয়ে পালিয়েছে। বউটা মরে গেল আর পেটের মায়াতেই যেন টিকে রইল সে।

ছেড়া পাস্জাবীর পকেটে দুটাকার একটি নোট। টের পেলেও কি আর বাপকে সন্দেহ করবে ছেলে? মনা তাচ্ছিল্যে দুটাকায় চারটে মাত্র জিলিপী দিল। মতি মিয়া তাতেই খুশী। এই মঙ্গার দিনে এর বেশী আর কি দেবে?

একটি আমগাছের ছায়ায় আরামে বসে জিলিপির ঠোঙ্গাটি খুললো মতি মিয়া। একটি কামড় বসাতেই তৃপ্তিতে ভরে উঠলো শরীর। কিন্তু বাগড়া বাঁধালো হারন মাঝির ছোটো ছেলেটা। ব্যাটা মাঝি মরলেও ছেলেপুলোগুলান রেখেই মরেছে।খালি কড়াইএর মতো পাতলা পেট নিয়ে দূর থেকে হাভাতের মতো মতির দিকে তাকিয়ে রইল।
মতি মিয়া ছেলেটির কাছে গিয়ে ঠোঙ্গাটি এগিয়ে দিয়ে বললো,নে, খা!


মন্তব্য

পুতুল এর ছবি

গল্পটা ভাল লাগলো তীরুদা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ, পুতুল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তীরন্দাজ এর ছবি

ধুসর, আপনাদের উলম, মিউনিখ যাত্রার দিনক্ষণ ঠিক করেছেন কি?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ধুসর গোধূলি এর ছবি

- আমি বোধহয় এযাত্রা পারছিনা তীরুদা। পরবর্তী সুযোগের অপেক্ষায় থাকতে হচ্ছে তাই। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তীরন্দাজ এর ছবি

মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপ
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বড়োই মানবিক গল্প।
খুবই ভালো লাগলো "খালি কড়াইএর মতো পাতলা পেট" উপমাটি।

পুনশ্চ. আমি জিলিপি খাবো!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তীরন্দাজ এর ছবি

নিজের লেখার ধাচ পাল্টানোর একটা চেষ্টা করেছিলাম।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পান্থ রহমান রেজা এর ছবি

খাওয়ার বাতিক নিয়ে গল্প হলেও গল্পটা শেষপর্যন্ত আসলে একটি মানবিক গল্পই। যেখানে আছে সর্বগ্রাসী ক্ষুধার রাজত্ব।

তীরন্দাজ এর ছবি

আমারও সেদিকেই লক্ষ ছিল। আপনাকে ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সাইফুল আকবর খান এর ছবি

খুবই সুন্দর লাগলো।
জিলিপি'র মতো প্যাঁচালো জিনিস মলাটে রেখে এত সহজ সুন্দর অন্দর! মুগ্ধ হ'লাম তীরক্ষেপণের নিপুণ দক্ষতায়।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তীরন্দাজ এর ছবি

আপনার মন্তব্যটুকু আমার গল্পের চেয়েও ভালো লাগলো। তাতে লেখার ইচ্ছে বেড়ে যায় আরো, আরো ভাল লিখতে ইচ্ছে হয়...। অনেক ধন্যবাদ আপনাকে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সাইফুল আকবর খান এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকেও।
আর, সুস্বাগতম।
ভালো লিখেছেন আপনি। লিখবেনও আরো। লিখুন না! লেখার ইচ্ছে আরো বাড়ানোর জন্যই তো বললাম এমন যত্ন নিয়ে। হাসি
ভালো থাকেন। দেখা হবে।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

অদ্ভুত সুন্দর লিখেছেন তীরুদা।
খুব ভালো লাগলো খুব!! চলুক
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ এর ছবি

শুনে খুশী হলাম খুব। ভালো থাকবেন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

খেকশিয়াল এর ছবি

জিলিপি অতীব উপাদেয় হইয়াছে ! অনেকদিন পর তীরুদার গল্প !
আছেন কেমন তীরুদা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তীরন্দাজ এর ছবি

ভালো আছি ভাই। তবে ভয়ঙকর ব্যাস্ত। কাজের চাপে বাড়ীছাড়া। শুধুমাত্র ইচ্ছেটুকু প্রবল বলেই লিখে যাই। আপনার জন্যে শুভকামনা।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চমতকার !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ শিমুল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দেবোত্তম দাশ এর ছবি

সত্যিই ভালো, ভাবায় আপনার লেখা
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

তীরন্দাজ এর ছবি

একটু ভাবাতে পেরে নিজেকে স্বার্থক মনে হচ্ছে। ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

স্নিগ্ধা এর ছবি

ভালো লাগলো!!

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ ও শুভকামনা জানাই আপনাকে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নিবিড় এর ছবি

হুম...... তীরু দা ভাল লাগিল ।

তীরন্দাজ এর ছবি

আপনাকেও আমার এখানে দেখে নিবিড় ভাবেই ভালো লেগে যায়।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শামীম এর ছবি

(বিপ্লব)... সাথে জিলাপি
auto
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

ধুসর গোধূলি এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুন!!!

নির্বাক এর ছবি

ভালো লাগলো বিশেষ করে গল্পটার মূল বক্তব্যের জন্যে।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্দান্ত লাগল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।