যোগসুত্র অনড় আর অদ্বিতীয়-
তোমার আর আমার বড় বেশী নিবিড় বাঁধন!
অস্টেপৃষ্ঠে চৌপ্রহর
বড় বেশী পাংসুটে ধুসর-আলো-দিন!
অস্থির আর অনিয়ন্ত্রিত যুদ্ধদিনে
অনেকেই পেরিয়ে গেলো পথ,
ছায়া কায়া কুয়াশা আর
মোহনায় যতিক্লান্তনিকষআধার!
অথচ তখন দিন ছিল, রাত ছিল,
কারো কারো বোধও ছিল।
কৃষ্ণচুড়োর স্তরে স্তরে জমে ছিল পরাজিত
সারিবদ্ধ পিপড়ের দল।
তারই একপাশে তুমি আর আমি-
বিবমিষা, অসীম উন্মাদনার বাঁশী হাতে
পাণ করি বিষধর দিন।
একদিন হাতে ধরি,
মাটি আর পন্জিকার কাঙ্খিত পাতা।
যোগসুত্র আজও একই রয়ে গেল
প্রেম, প্রীতি, ভালোবাসা নয়,
একুশ কিংবা একাত্তুরও নয়।
তোমার আর নিবিড় যোগাযোগ, আজও
নির্ভরতা, সাহস কিংবা ভালোবাসারও নয়।
যোগসুত্র আজও-
নিতান্তই নিরঙ্কুশ, কঠিন আত্মপ্রেমের!
মন্তব্য
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কবিতা খুব একটা বুঝি না। তারপরও এই কবিতাটি কেন যেন ভালো লেগে গেলো।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
হা, এমনই হয়!
কবিতা ভাল্লাগছে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শেষ প্যারাটা বেশি ভাল লাগল।
মুগ্ধতা শুধুই অবাক করা মুগ্ধতা . . .
নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ...!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
নতুন মন্তব্য করুন