অণুগল্প এক
খুব সূচারু নিপুনতায় মানুষকে তৈরী করলেন ইশ্বর। প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ যোগ করলেন অসীম যত্নের সাথে। বুদ্ধিবৃত্তিক বৈশিষ্টআর মনন প্রদান করলেন নিজস্ব চিন্তাশীলতার আলোকে। তারপর সামান্য পিছিয়ে নিজের সৃষ্টিকে পর্যবেক্ষণ করে সে সৃষ্টির পরিপূর্ণতায় নিজেই অবাক আর আনন্দিত হলেন। প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সেভাবেই কাজ করছে, যেভাবে চেয়েছিলেন তিনি। বুদ্ধির বিকাশেও এই সৃষ্টি তার অন্যান্য সৃষ্টিকে অনেক অনেক ছাড়িয়ে।
ইশ্বরের সুষ্টি প্রথম মানুষটি হাসি আর আনন্দের মাঝে দিন কাটাতে লাগলো। স্বর্গের সুস্বাদু ফল আর খাবার দাবারে তার আগ্রহ দেখে খুব খুশী হলেন ইশ্বর। তাঁর সৃষ্টি এই বিশ্বব্রন্মান্ডে এই মানুষ যে খুব তাড়াতাড়িই বেড়ে উঠবে, এ বিষয়ে তাঁর কোন সন্দেহ রইলো না।
কিন্তু কিছুদিন পরই একটি সমস্যা দেখা দিল। পেটের ব্যাথায় ছটফট করতে লাগলো মানুষটি। খাবার দাবারের দিকেও নজর কমে গেলো তার। চোখে মুখে প্রতিদিন যে আনন্দের আলোক দেখে অসীম শান্তি পেতেন ইশ্বর, সেটাও ধীরে ধীরে মিলিয়ে বেদনা আর কস্টের কালিমায় ছেয়ে গেলো ।
অন্য কোন উপায় না খুঁজে পেয়ে ইশ্বর তার সৃষ্টির প্রথম মানুষটিকে উপুর করে এক ধারালো ছুরি নিয়ে শরীরের মাঝামাঝি থেকে কিছুটা নীচ অবধি একটি গভীর ক্ষত তৈরী করে দিলেন।
অণুগল্প দুই
এই একটি প্রশ্নের উপরেই তোমার বাঁচামরা নির্ভর করছে! তাই ভালো করে শুনে নিও প্রশ্নটি।
খুব ঠান্ডা স্বরে বললো একজন হাইজ্যাকার তার জিম্মিকে। কথার সাথে সাথে তার চেহারায় যে শীতলতার ছবি ফুটে উঠলো, সেটা দেখে জিম্মিয় ভয় আরো বেশী বেড়ে গেল।
তোমার উত্তর যদি ঠিক হয়, তাহলে সাথে সাথেই মুক্তি পাবে। আর যদি ভুল উত্তর দাও, তাহলে এই পিস্তলের একটি গুলিই ঢুকবে তোমার মাথার কোন এক মোক্ষম স্থানে।
ঠিক আছে! ভয়ে কাঁপতে কাঁপতে জানালো জিম্মি।
একটি হাতি একটি ইঁদুরের চেয়ে ছোট। কথাটি ঠিক না ভুল?
ভুল। জিম্মি কাঠের মতো শুকনো গলা ফুড়ে কোনক্রমে বেরিয়ে এলো উত্তরটি।
আগেই বলেছিলাম, ভালো করে শুনে নিও প্রশ্নটি।
বলতে বলতে গুলি চালালো হাইজ্যাকার।
(সংগ্রীহিত ও অনুদিত)
মন্তব্য
দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফাড়া!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ধন্যবাদ, মাপটা আমার এতো বিশদ জানা ছিলনা।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
দ্বিতীয়টি মাথার উপরে দিয়ে গ্যালো
শব্দ-উচ্চরণটাই মুখ্য এখানে। জিম্মি যে "ভুল" শব্দটি উচ্চারণ করলো, আর তাতেই তার মরণ নিহিত! এখন বুঝেছেন?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
প্রথমে বুঝিনাই আবার দ্বিতীয়বার পড়ে বুঝলাম হাহাহা
দ্বিতীয় গল্পটাও মজার =D
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আমিও মজাই করলাম মুশফিকা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
দ্বিতীয়টা বেশি ভালো লেগেছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ধন্যবাদ! আমার কাছে প্রথমটি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
দুটোই দুর্দান্ত। তবে আমার ভোট দ্বিতীয়টিতে...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
জবর! ২টাই!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
দুইটাই ভাল লাগল অনেক। দ্বিতীয়টা প্রথমে বুঝিনি। পরে আপনার মন্তব্য পড়ে বুঝলাম আসল ব্যাপারটা।
ঈশ্বরের নিষ্ঠুরতা দেখলাম, বেশ শৈলী ঈশ্বরের!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
মারহাবা..মারহাবা..
কী ভয়ঙ্কর!
মানুষ বাক্সের মতন ছিলো নাকি?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
লগইন করতেই হলো।
প্রথমটা পড়ে আরেকটু হলেই হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম।
হেব্বি হইসে তীরন্দাজ ভাই...
প্রথমটাই বেশি ভালো লাগলো...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
দ্বিতীয়টা স্রেফ দূর্দান্ত... তাশকিত হইলাম... ব্যাপক লেখা হইছে দুইটাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খুশী হইলাম নজরুল ভাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
দুটোই দারুণ। দ্বিতীয়টি আগে শুনেছি। প্রথমটা বেশি ভাল লেগেছে, তবে আগে না শুনলে দ্বিতীয়টাকেই আগে রাখতাম হয়তো।
দ্বিতীয়টা কি হত্যাকারির সাথে দ্বিমতের জন্য শাস্তি হলো? যদিও আপনি উপরে উত্তর দিয়েছেন তবুও ঠিক বুঝতে পারিনি। (আমি আবার সবকিছু একটু দেরিতে বুঝি আর তাড়াতাড়ি ভুলি)
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
তোমার উত্তর যদি ঠিক হয়, তাহলে সাথে সাথেই মুক্তি পাবে। আর যদি ভুল উত্তর দাও, তাহলে এই পিস্তলের একটি গুলিই ঢুকবে তোমার মাথার কোন এক মোক্ষম স্থানে।
তারপর জিম্মি কি উত্তর দিল? বললো ভুল
উত্তরটির অর্থ না খুঁজে আক্ষরিকভাবে ধরুন, তাহলেই ঠিক বুঝতে পারবেন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হায় হায় প্রকৃতিপ্রেমিক ভাই আপনি এইটা বুঝলেন না, ইভেন আমি বুঝতে পারসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আমিও তো দ্বিতীয়টা ধরতে পারলাম না। আমার বুদ্ধিসুদ্ধি একটু কম-ই!
আমিও পারলাম না, বার বার ঘুরে ফিরে আসছি, যদি বুঝতে পারি এই আশায়।
তোমার উত্তর যদি ঠিক হয়, তাহলে সাথে সাথেই মুক্তি পাবে। আর যদি ভুল উত্তর দাও, তাহলে এই পিস্তলের একটি গুলিই ঢুকবে তোমার মাথার কোন এক মোক্ষম স্থানে।
তারপর জিম্মি কি উত্তর দিল? বললো ভুল
উত্তরটির অর্থ না খুঁজে আক্ষরিকভাবে ধরুন, তাহলেই ঠিক বুঝতে পারবেন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
কি আর বলব পান্থ ভাই, আমি প্রথম বারেই বুঝতে পারলাম আর আপনি পারলেন না, কি দিন আসল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ডেঞ্জারাস!
চটকনা মার্কা ট্যুইস্ট।
বহুদিন পরে এমন দুইটা ছোট্ট জিনিস প'ড়ে এমন বড় চটকনা খাইলাম!
অনেক ভালো জিনিস, তীরুদা।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আমিও মজা পাইসি সাইফুল! ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
দ্বিতীয়টা অসাধারণ, ধরতে একটু টাইম লাগলো যদিও।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
একটু টাইম লাগাতে পেরেইতো মজা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আমিও তুলিরেখার সাথে একমত!!!!! কী ভয়ঙ্কর - মানুষ বাক্সের মতো ছিলো নাকি? তাহলে তো বলতেই হয়, এমনকি ঈশ্বরও মাঝে মাঝে বুদ্ধিমানের মতো কাজ করে ফেলেন!!!
হা হা হা
ভাগ্যিস লেখাটা অনেক পরে পড়লাম।
দুই নম্বরটা নিয়ে আপনার দ্বিতীয় ব্যাখ্যার আগে আমিও বুঝিনি।
আমিও মুমু...
প্রথমটা মজার লাগলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নতুন মন্তব্য করুন