১) উল্টোরথ!
মনটা ভালো ছিল না একেবারেই। একদিকে কাঠফাটা রোদের নির্মম কামড়, অন্যদিকে নিজের পকেটের করুন অবস্থা। এরই মাঝে মোটরসাইকেলওয়ালা একজন পুলিশের সার্জেন্ট যখন এক হতদরিদ্র রিক্সাওয়ালার কাছ থেকে দশ টাকা ঘুষ নিতে দেখলাম, আরো বেশী বিক্ষিপ্ত হয়ে উঠলো মেজাজটি।
পাশের পার্কের একটি বেঞ্চে গিয়ে বসলাম। বিশাল এক ইউক্যালিপটাসের ছায়াতেও দরদরিয়ে ঘাম ছুটলো শরীরে। সুমনার কথা মনে হলো। এইতো, এক সপ্তাহ আগে বিয়ে হয়ে গেলো তার! দুজনের পথ এক রেখায় মেলাতে পারলাম না আমরা। এখন থেকে উল্টো পথে চলা শুরু হলো আমাদের।
পাশে একটি লোক এসে বসলেন। চেহারায় শিশুর সারল্য। আমার দিকে তাকিয়ে একগাল হেসে নানা কথা বলা শুরু করলেন। কারো সঙ্গ পেয়ে ভালো লাগলেও তার কথার একবিন্দুও বোধগম্য হলো না আমার। দেখে তো বিদেশী বলেও মনে হচ্ছে না! পাগল নাকি? পোষাকআশাকেও সেরকম নয়! একসময় তাই জিজ্ঞেস করলাম,
- আপনি কোন দেশের?
- নজকএ ইরশেদেএ!
বলে উত্তর দিলে ভদ্রলোক।
২) উড়োপথ
আমি এখন উড়তে পারি। সত্যিই উড়তে পারি আমি। গাছপালা, শহর, পাহাড়, নদীবন্দরের উপর দিয়ে উড়ে যাই আমি। প্রকৃতির অমোঘ আকর্ষণকে উপেক্ষা করে, সমস্ত যুদ্ধবিগ্রহকে আড়ালে রেখে উড়ে যাই আমি। পাখীদের ছড়িয়েও মেঘের সাথে পাল্লা দিয়ে নীচের দিকে চোখ রাখি। এক দৃশ্য পেরিয়ে আরেক দৃশ্যের বৈচিত্রতায় শিহরিত হই।
মানুষ হয়ে জন্ম নিলেও এখন মনে হচ্ছে উড়তেই বেশী ভালোবাসি আমি। তারপরও জানি, এই উড়ন্ত সময়ের ব্যাপ্তি কমাতে বাধ্য হবো খুব তাড়াতাড়িই। কেরোসিনের মুল্য বেড়ে যাওয়াতে উড়োজাহাজের টিকিটের দামও বেড়ে এখন আকাশচুম্বি!
মন্তব্য
দুইটাই ফাটাফাটি।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
খুশী হইলাম!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
!ন্তর্দাদু
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অনেক ধন্যবাদ সাইফুল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ছেয়েহ কপব্যা।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
দবান্যধ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
মাঝখানে কিছুদিন আপনার অণুগল্পগুলো পড়া হয় নি - এই দু'টো আপনার আগেরগুলোর চাইতে কিছুটা অন্যরকম মনে হলো! চমৎকার 'অণু'গল্প, দারুণ মেসেজ!
একটু মজা করার জন্যে লিখেছি। একটি সিরিয়াস ধরনের (পাশবিক) গল্প বেশ চাপের মাঝে ছিলাম। অনুগল্পগুলো নিজেকে চাপমুক্ত করার প্রয়াস। ধন্যবাদ আপনাকে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অসাধারণ! দুটোই। আরো অণুগল্প লিখুন তীরুদা।
ধন্যবাদ, লিখবো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
নাহ্! আপনার অনু গল্পের উপর থেকে সব অনূযোগ তুলে নিলাম। লিখতে থাকুন হাত খুলে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
হাত খুললে কি দিয়ে লিখবো?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
বুঝতে বেশ ভালোই সময় লেগেছে...
এবং তারপর ফাটাফাটি লেগেছে...!!!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
খুশী হলাম জেনে ভাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
কাব্যময় শব্দ আর বোধের ভেতরে যেতে ভালই লাগলো ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
ধন্যবাদ শাহীন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
এদেশেরই একজন !
---------
বেশ রচনা।
---------------
আমোঘ = অমোঘ হবে শব্দটা।
---------------
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
পরিশুদ্ধির জন্যে অনেক ধন্যবাদ। এক্ষুনি ঠিক করে নিচ্ছি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
উল্টোরথ-উড়োপথ উত্তম হয়েছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন