চারপাশে এতো বেশী কচু, ঘেচু দেখে ঘাবড়ে গেছি বেশ! তাই মানকচু কাব্যের মহড়া শুরু করলাম। কোন না কোনভাবে টিকে থাকা তো কর্তব্যই বটে!
বেড়াইতে বাইর হইলো 'হ্যা',
পথে দেখল 'না'।
তোমার করুন বদনখানা,
ভালা ঠেকছে না।
'না' কইল কাইন্দা কাইট্টা,
হগ্গলেই কয় 'হ্যা',
আমার কতা কোন হালায়
মনেই করে না!
'না' এর শইলে হাত বুলাইয়া,
মধুর হাসল 'হ্যা'
আমার কতা হুন মিয়া-
মন, খারাপ কইর না।
'হ্যা' কইলে 'না' ও কইব
'না' কইলেও 'হ্যা'!
তোমার আমার কতা ছাড়া
হিসাবই মিলে না!
মন্তব্য
বাহ্ !
কোবতের নাম মানকচু হইলেও গলা চুলকাইলো না।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অনেক ধন্যবাদ ভাই!
যারা একজনের কথা আরেকজনকে বলে, তাদের নাকি গলা চুলকায়। আমরা তো কারো কথা কাউকে বলছি না। বদহজম হলেও চোখ পটকে ঘুমের ভান করে পরে আছি চুপচাপ। আমেদের গলাও চুলকাবে না।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হা হা হা
বেশ মজার লাগলো তো, তীরুদা !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
খুশী হলাম এই মন্দার দিনেও! ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
খুব মজারু
আমার মনের ভেতর কিন্তু খোঁচা দিচ্ছে ভয়ঙ্কর এক সজারু!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরু দা' কি শেষ পর্যন্ত কচুকাটা শুরু করলেন !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
না ভাই, সে ক্ষমতা কোথায়! সাধারন এক মানুষ আমি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
বালকবেলার ঝালঝাল কচুভাজার কথা মনে পড়িলো।
আহা! ঝাল ঝাল! একটু হলেও সীমানার বাইরে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হ্যাঁ বুঝতারছি, পুরাই মাথার উপ্রে দিয়া গেল গা ।
...
...
...
না না খাড়ান, এইবার মনে হয় বুঝতারতাছি এট্টু এট্টু
...
...
...
হ্যাঁ, ঠিকি আছে, উপর দিয়াই গেছে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
বেঁচে গেলেন আপাতত!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
নতুন মন্তব্য করুন