তীরুদা,
সরাসরি বললে ভাল লাগত। তবে প্রায় চার বছরের মত আপনার সাথে সেই ব্লগারের পরিচয়। কখনই কিছু হয় নাই। কেন বলেন তো?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
১১ | লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ০৬/০৫/২০০৯ - ২:২১পূর্বাহ্ন)
মাহবুব মোর্শেদ:
আমি যতটুকু জানি, সচলায়তনের প্রথম পাতায় এধরণের বিতর্ক নিয়ে আলোচনা করা একেবারেই কাম্য নয়। তাই আমাকে তীরের পথ বেছে নিতে হয়েছে। তীরন্দাজ যে তীর ছুড়বে, এটাই স্বাভাবিক।
তবে এই আলোচনার নিষেধাজ্ঞার বিষয়টি আমাকে পীড়া দিয়েছে সবচেয়ে বেশী। অন্য ব্লগে এ সুযোগ নিয়ে সচলায়তনের শ্রাদ্ধ করা হচ্ছে। একটিমাত্র কমেন্ট তুলে ধরা হয়ে, যা অরূপের বিপক্ষে যায়। আর আমরা এখানে ধামা ধরে বসে আছি, যেনো কিছুই হয়নি। কেনো? আমরা সচলরা কি গর্দভের দল? আমি তো আমাদের সবাইকে প্রগতিশীল ও সুবুদ্ধিসম্পন্ন বলে মনে করি। আমাদের কি ক্ষমতা নেই, আজ একটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা বা তর্ক করা, পরদিন অন্য আরেকটি ইস্যুতে সবাই একসাথে মিলে ঝাপিয়ে পড়া? অনেকসময় বাইরের লোকেরা কি ভাববে, এ কথাটি তুলে ধরা হয়। আমরা যদি বিতর্কিত বিষয় নিয়ে তর্ক করি ও পরে আবার একাত্ম হতে পারি, তাহলে বাইরের লোকের কথায় আমাদের কী আসে যায়? আসরা কি এতোই শক্তিহীন।
আমার এ সমস্যা নেই। আমি আজ মডারেটার অরূপকে (ব্লগার অরুপ নয়) তীর ছুড়েছি, কাল অন্য কোন ইস্যুতে তার সাথে একাত্ব হতে আমার সামান্যও দ্বিধা থাকবে না। আর আমাদের ভেতরে ট্র্যানস্পরেন্সি যদি থাকতো তাহলে আগেই জেনে যেতাম, ফারুক ওয়াসিফও বদকথা বলেছেন অরূপকে। তাহলে হয়তো তীরটি ছোড়ারও দরকার হতো না। সচলায়তনকে ভালোবাসি বলেই এই আলোচনার প্রয়োজনীয়তা আমার কাছে খুব দরকারী বলে মনে হয়েছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
না ভাই অরূপ, আধ্বেকটা শুনেই তীর ছুড়িনি। ঘটনার পর বাইরের লোকেদের লম্ফঝম্প মুখ বন্ধ করে শুনেছি। কষ্ট পেয়েছি। ফারুক ওয়াসিফের পোষ্ট পড়ে তার জন্যও কষ্ট পেয়েছি। দুদিন অপেক্ষা করেছি, সচলায়তনের তরফ থেকে বা মডারেটার অরূপের কাছে থেকে কোন বক্তব্য আসে কি না। অরূপের কাছ থেকে গল্পের একটি আরেকটি অংশের কোন আভাসই পেলাম না।
আসেনি, একেবারেই আসে নি। মনে হলো যেন কিছুই হয়নি। তখন আমারই অনুবাদ করা হাইরিখ ব্যোলের, "আমার অসুখী চেহারার কথা মনে হয়ে গেল"। কষ্ট আরো বেশী বেড়ে গেল। একটু অবিশ্বাসও তৈরী হলো (নিজেওতো সবলতা, দূর্বলতা মিলিয়ে মানুষ!)। তাই তীরন্দাজ হিসেবে তীর ছুড়লাম, গুরুজন হিসেবে একেবারেই নয়। এ অধিকার নিয়ে গত চার বছরে কখনো চেয়েছি কিছু?
কষ্ট পেলে দু:খিত। তবে আমি ভুলে যাব, যাবার চেষ্ট করবো, কারন ব্লগার অরূপকে আমি ঠিকই পছন্দ করি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
১৮ | লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ০৬/০৫/২০০৯ - ২:৩১পূর্বাহ্ন)
আমার কাছে কথাটি ঠিকই মনে হয়েছে। মোর্শেদ যা বলতে চেয়েছেন, তাতে যাতে কোন ভুলবোঝাবুঝির অবকাশ না থাকে, সেজন্যেই এই অতিরিক্ত সতর্কতা তাঁর। আমি এখানে হাস্যকর কিছু দেখি না।
তীরুদা
হাস্যকর আর হাসির মনে হয় দুটো ভিন্ন শব্দ। আপনি হিউমারটা ধরতে পারেননি বলে দুঃখিত। অন্য একটা পোস্টে কেবলি এই সাজেশনটা এসছে যে মডুরা ব্যক্তি-পরিচয় থেকে মডু-পরিচয় আলাদা করার জন্য মডারেশনের সময় ভিন্ন নিক ব্যবহার করবে।
ছোটোবেলায় একবচন বহুবচন পড়ছিলাম।
বই-বইগুলো, কলম-কলমগুলো, শিক্ষক-শিক্ষকদিগ এরকম নিয়মের বাইরে কিছু ছিল ব্যাপক কঠিন, 'পর্বত-পর্বতমালা, তারকা-তারকাপুঞ্জি, গ্রহ-গ্রহমালা...'
উপরিউক্ত কবিতায় - 'ব্লগারের পাল' দেখে এসব মনে পড়ে গেল।
তীরন্দাজকে কিছু বলার নেই। ব্লগজীবনের ১ম থেকে, প্রায় ৩ বছরের মতো, তাঁর লেখা মন দিয়ে পড়ি, মুগ্ধতা নিয়ে। ...তীরু'দাও ডাকি।
ব্লগ দুনিয়াতে, যতো কিছু আছে, যতো কিছু সুন্দর,
অর্ধেক তার ব্লগিয়াছে নারী, অর্ধেক তার নর।
তীরুদা, মিথ্যে কথা বলেন কেনু? আমাদের এই ব্লগে মোটেও অর্ধেক নারী নাই
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
মন্তব্য
কচু লইয়া লিমেরিক! বাহা বাহা!
ঠিকাছে। কাইব্ব পসন্দ হইছে।
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কে সেই ব্লগেশ্বর? তীরুদা একেবারে ঠিক জায়গায় তীর ছুঁড়েছে।
-
কোবি কোবতে করে কাস্টমাইজ,
(এইখানে আর ছন্দ মিলাইতে পারতেছিনা)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কোবি কোবতে করে কাস্টমাইজ,
আমার ছন্দের নাই কো সাইজ!
ধুর!.....
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আরে তীরুবস,
ফাটিয়ে দিয়েছেন----
(ভাল কথা 'ব্লগেশ্বর' বলতে 'কোবি' এখানে অনিকেত কে বুঝাইয়াছেন )
ভাই কইয়েন না। নিজেরকে ফাটাতে কষ্ট লাগে খুব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আরো কি জানি বলতে চাইসিলাম--এখন ভুইলা গেসি--
হে হে হে ---
হা হা হা। মজা পেলাম।
তীরুদা,
সরাসরি বললে ভাল লাগত। তবে প্রায় চার বছরের মত আপনার সাথে সেই ব্লগারের পরিচয়। কখনই কিছু হয় নাই। কেন বলেন তো?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
মাহবুব মোর্শেদ:
আমি যতটুকু জানি, সচলায়তনের প্রথম পাতায় এধরণের বিতর্ক নিয়ে আলোচনা করা একেবারেই কাম্য নয়। তাই আমাকে তীরের পথ বেছে নিতে হয়েছে। তীরন্দাজ যে তীর ছুড়বে, এটাই স্বাভাবিক।
তবে এই আলোচনার নিষেধাজ্ঞার বিষয়টি আমাকে পীড়া দিয়েছে সবচেয়ে বেশী। অন্য ব্লগে এ সুযোগ নিয়ে সচলায়তনের শ্রাদ্ধ করা হচ্ছে। একটিমাত্র কমেন্ট তুলে ধরা হয়ে, যা অরূপের বিপক্ষে যায়। আর আমরা এখানে ধামা ধরে বসে আছি, যেনো কিছুই হয়নি। কেনো? আমরা সচলরা কি গর্দভের দল? আমি তো আমাদের সবাইকে প্রগতিশীল ও সুবুদ্ধিসম্পন্ন বলে মনে করি। আমাদের কি ক্ষমতা নেই, আজ একটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা বা তর্ক করা, পরদিন অন্য আরেকটি ইস্যুতে সবাই একসাথে মিলে ঝাপিয়ে পড়া? অনেকসময় বাইরের লোকেরা কি ভাববে, এ কথাটি তুলে ধরা হয়। আমরা যদি বিতর্কিত বিষয় নিয়ে তর্ক করি ও পরে আবার একাত্ম হতে পারি, তাহলে বাইরের লোকের কথায় আমাদের কী আসে যায়? আসরা কি এতোই শক্তিহীন।
আমার এ সমস্যা নেই। আমি আজ মডারেটার অরূপকে (ব্লগার অরুপ নয়) তীর ছুড়েছি, কাল অন্য কোন ইস্যুতে তার সাথে একাত্ব হতে আমার সামান্যও দ্বিধা থাকবে না। আর আমাদের ভেতরে ট্র্যানস্পরেন্সি যদি থাকতো তাহলে আগেই জেনে যেতাম, ফারুক ওয়াসিফও বদকথা বলেছেন অরূপকে। তাহলে হয়তো তীরটি ছোড়ারও দরকার হতো না। সচলায়তনকে ভালোবাসি বলেই এই আলোচনার প্রয়োজনীয়তা আমার কাছে খুব দরকারী বলে মনে হয়েছে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আপনার সাথে একমত। অনেক ধন্যবাদ আপনাকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
না ভাই অরূপ, আধ্বেকটা শুনেই তীর ছুড়িনি। ঘটনার পর বাইরের লোকেদের লম্ফঝম্প মুখ বন্ধ করে শুনেছি। কষ্ট পেয়েছি। ফারুক ওয়াসিফের পোষ্ট পড়ে তার জন্যও কষ্ট পেয়েছি। দুদিন অপেক্ষা করেছি, সচলায়তনের তরফ থেকে বা মডারেটার অরূপের কাছে থেকে কোন বক্তব্য আসে কি না। অরূপের কাছ থেকে গল্পের একটি আরেকটি অংশের কোন আভাসই পেলাম না।
আসেনি, একেবারেই আসে নি। মনে হলো যেন কিছুই হয়নি। তখন আমারই অনুবাদ করা হাইরিখ ব্যোলের, "আমার অসুখী চেহারার কথা মনে হয়ে গেল"। কষ্ট আরো বেশী বেড়ে গেল। একটু অবিশ্বাসও তৈরী হলো (নিজেওতো সবলতা, দূর্বলতা মিলিয়ে মানুষ!)। তাই তীরন্দাজ হিসেবে তীর ছুড়লাম, গুরুজন হিসেবে একেবারেই নয়। এ অধিকার নিয়ে গত চার বছরে কখনো চেয়েছি কিছু?
কষ্ট পেলে দু:খিত। তবে আমি ভুলে যাব, যাবার চেষ্ট করবো, কারন ব্লগার অরূপকে আমি ঠিকই পছন্দ করি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
এই উৎকণ্ঠার সময়েও দম ফাটিয়ে হাসলাম কতক্ষণ...
হাসেন, হাসা সাস্থ্যকরা। তবে আমরা যদি শক্তিমান হই, তাহলে উৎকণ্ঠার কিছুই নেই।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আমার কাছে কথাটি ঠিকই মনে হয়েছে। মোর্শেদ যা বলতে চেয়েছেন, তাতে যাতে কোন ভুলবোঝাবুঝির অবকাশ না থাকে, সেজন্যেই এই অতিরিক্ত সতর্কতা তাঁর। আমি এখানে হাস্যকর কিছু দেখি না।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদা
হাস্যকর আর হাসির মনে হয় দুটো ভিন্ন শব্দ। আপনি হিউমারটা ধরতে পারেননি বলে দুঃখিত। অন্য একটা পোস্টে কেবলি এই সাজেশনটা এসছে যে মডুরা ব্যক্তি-পরিচয় থেকে মডু-পরিচয় আলাদা করার জন্য মডারেশনের সময় ভিন্ন নিক ব্যবহার করবে।
তাতে কি হয়েছে? এখন বুঝলাম কি বলতে চেয়েছেন। তাই দু:খ ভুলো যাবার আহব্বান জানাচ্ছি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ছোটোবেলায় একবচন বহুবচন পড়ছিলাম।
বই-বইগুলো, কলম-কলমগুলো, শিক্ষক-শিক্ষকদিগ এরকম নিয়মের বাইরে কিছু ছিল ব্যাপক কঠিন, 'পর্বত-পর্বতমালা, তারকা-তারকাপুঞ্জি, গ্রহ-গ্রহমালা...'
উপরিউক্ত কবিতায় - 'ব্লগারের পাল' দেখে এসব মনে পড়ে গেল।
তীরন্দাজকে কিছু বলার নেই। ব্লগজীবনের ১ম থেকে, প্রায় ৩ বছরের মতো, তাঁর লেখা মন দিয়ে পড়ি, মুগ্ধতা নিয়ে। ...তীরু'দাও ডাকি।
ব্লগারের পাল হতে চাইনা বলেই এই কথার অবতারনা। আমিও আপনাদেরকে ভালোবাসি এ তীরুদা ডাকে আদ্র হই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদা, মিথ্যে কথা বলেন কেনু? আমাদের এই ব্লগে মোটেও অর্ধেক নারী নাই
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ছন্দের জন্য কতো কিছু করতে হয়! আর এটা তো কোন ছাড়! তবে অভিযোগটি মেনে নেয়া হলো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হুমমমমমমমমমমম সচলে কিছু উদ্দাম উচ্ছল তরুণী দরকার ... তরুণীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করলে কেমন হয়?
উদ্দাম উচ্ছল তরুণীদের দশ খুন মাফ... এইটা বড় কইরা ঘোষণা দিয়া দেন তো...
তয় খেয়াল কইরা, হিমু নিক থেকা দিয়েন না, সন্দেশ বা সচলায়তন নিক থেকা দিয়েন।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ফারুক ওয়সিফের পোস্টে মন্তব্যগুলো মুছে দেয়া ভুল হয়েছে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
নতুন মন্তব্য করুন