ছোটগল্প: কোমা

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ১৬/০৯/২০০৯ - ১১:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সপ্তাহের সাতটি দিনের মাঝে সোমবারটিই সবচেয়ে বেশী বিরক্তিকর। দিনটি শুরু হতেই বাদবাকী পুরো সপ্তাহের একঘেয়ে কাজের দিনগুলো বিশাল বপুর দারোয়ানের মতো দাঁড়িয়ে থাকে সামনে। তখন মেজাজও খারাপ থাকে খুব, মাথার ভেতরে লালপিপড়ের কামড় আরো বেশী যন্ত্রণা দেয়। এমনি এক যন্ত্রণাকর দিনে তার কাছে আনা মানুষদের ভালোমন্দের হিসেব নিকেশের খাতা নিয়ে বসেন ঈশ্বর। পাশাপাশি স্বর্গবাসীদের বিভিন্ন সমস্যা নিয়েও মাথা ঘামাতে হয়। অনেক সময়ে নিজেকেই দোষ দেন। রোববার অবধি এসে সপ্তাহের হিসেব না থামালেই পারতেন! নিদেনপক্ষে ডেসিমাল নিয়মের কথা ভেবেও এক একটি সপ্তাহ দশদিনের করা যেতো, হিসেব নিকেশেও সুবিধা হতো। রোববারে পর একটি আরামবার, আত্মীয়স্বজনবার, বউঘুমবার করলে কি চলতো না পৃথিবী! অবশ্যই চলতো! কিন্তু এখন এখন সেটা পাল্টানোর উপায় নেই, পাল্টালে যে বিশৃঙ্খলার কবলে পড়বে পৃথিবী, সেটা সামলাবে কে? ফেরেশতাদের প্রতিদিনের কাজের সময় চল্লিশ ঘন্টা থেকে কমিয়ে এনে ছত্রিশ ঘন্টা করতে বাধ্য হয়েছেন তিনি। বাড়তি কাজের কথা বললে আবার ঘাপলা বাঁধাবে সবাই মিলে।

সেকারনে ঈশ্বর এই দিনে বিরক্তিকর কাজগুলোই সবার আগে সমাধা করেন। এর মাঝে আছে স্বর্গের বাসিন্দাদের জমিজমা নিয়ে ঝগড়া বিবাদ, বউকে ফাঁকি দিয়ে হুরপরীদের সাথে কেলেঙ্কারী, কোন কোন ক্ষেত্রে ফেরেশতাদের বিরূদ্ধে আনা অনাস্থা প্রস্তাব, ইত্যাদি। এসব ঝামেলা একটা পর একটা মিটিয়ে দেখলেন একটি অনিন্দ্যসুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে লাইনে। ঈশ্বরকে দেখে কিছু জিজ্ঞেস করার আগেই সামনে এগিয়ে এলো সে। হাতজোর করে দাঁড়ালেও চেহারায় অসন্তূষ্টি দূর করতে পারলো না সে।

- হে দুনিয়ার মহা অধিপতি, আমাকে ভুল করে এনেছে ওরা! দয়া করে আমাকে আবার পৃথিবীতে ফেরত পাঠানোর ব্যাবস্থা করুন!
- তোমার নাম কি কন্যা?
- মারিয়া, আমার নাম মারিয়া মাগদালিনা।
- মারিয়া, কন্যা আমার! মৃত্যু মেনে নেয়া কঠিন, এটা সত্যি! কিন্তু কয়েকটা দিন যাবার পর দেখবে, সবই ঠিক হয়ে যাবে।
- কিন্তু আমার মরার সময় হয়নি ঈশ্বর!

কথা বলার সময় এমন এক দৃঢ়তা জেগে উঠলো মেয়েটির গলার স্বরে, তাতে ঈশ্বরও কিছুটা থমকে যেতে বাধ্য হলেন। সোমবারের এই বিরক্তির মাঝেও মেয়েটির প্রতি মায়াও হলো বেশ।

- তুমি কি কোন কৃতকর্মের জন্যে খুব অনুতপ্ত? তোমার কি মনে হয়, না জেনে পাপ করেছো তুমি? ভয় পেওনা, আমি তোমাকে একেবারেই নরকে পাঠাবো না। সরাসরি স্বর্গেই তোমার জায়গা করে দেবো!

এবার যেনো মেয়েটির অসন্তুষ্টি আরো বেড়ে গেলো। মহাবিশ্বের এই অধিপতি যে তার কথা বুঝতে পারছেন না, তারই হতাশায় যেনো আরো বেশী ক্ষুব্ধ সে।

- আপনার ফেরেশতা আমাকে ভুল এনেছে এখানে ঈশ্বর। আমি এখনো মরিনি! আপনাদের কাছে কি জীবনমরণের হিসেবের কোন খাতা নেই। এতো বেশী কথা না বলে, একবার মিলিয়ে দেখলেই তো হয়!

উপায় না দেখে ঈশ্বর আজরাইলকে তার খাতা আনতে আদেশ করলেন। আজরাইল অনেক খুঁজে সর্বশেষ খাতাটি নিয়ে এলেন দরবারে। অনেকটা সময় লাগাতে বিরক্ত হলেন ঈশ্বর। কয়েকবারই তিনি এসব কাজে কম্পিউটরের প্রবর্তন করতে চেয়েছিলেন। ওদের গাফিলতির আর অনিচ্ছের জন্যেই হয়নি। কারণও দেখিয়েছে একটি! যে মানুষ যন্ত্রটি আবিষ্কার করেছে, সে নাস্তিক ছিল। মরার পর শাস্তি হিসেবে এখন নরকে পচে মরছে। এমনি এক নরকবাসীর আবিস্কার যন্ত্র ব্যাবহার করে যে কেলেঙ্কারীর রোল উঠবে, সেটি সামলাবে কে? তারচেয়ে অপেক্ষা করাই ভালো। একসময় পাপের শাস্তি শেষে স্বর্গে জায়গা পাবে লোকটি। কিন্তু তার এখনও অনেক দেরী।

আজরাইলের সাথে মিলে মিশে অনেক ঘাটাঘাটির পর মারিয়াকে খাতায় খুঁজে গেলেন ঈশ্বর। দেখেই চমকে উঠলেন। গত কয়েক বছর ধরে একই ভুল হচ্ছে বারবার। মানুষেরও বাড়াবাড়ি কম নয়! এই যন্ত্রটি আবিষ্কার করে বিপদেই ফেলে দিয়েছে ঈশ্বরকে। সামান্য দূর্ঘটনার পরই হাসপাতালে এই যন্ত্রের সাহায্যে 'কোমা'য় নিয়ে যাওয়া হয় রোগীকে। জীবন মরণের এই অস্পষ্ট সীমানায় আজরাইল আর তার সাথীদের ভুল হবারই কথা।

পরদিন সকালে বেলায় জার্মনীর মিউনিখের একটি হাসপাতালের বিছানায় 'কোমা' থেকে জেগে উঠলো মারিয়া। গতরাতের অদ্ভুত স্বপ্নের কথা ভেবে একটু ঝিম ঝিম করে উঠলো মাথাটি।


মন্তব্য

মৃত্তিকা এর ছবি

হাঃ হাঃ....দারুণ লাগলো গল্প!

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

যীশু থেকে জার্মানের হাসপাতাল! তব্দা খেয়ে গেলাম তীরুদা!

তীরন্দাজ এর ছবি

মারিয়া মাগদালিনা নামটি নিয়েছি, পাঠকদের কিছুটি বিভ্রান্ত করার উদ্দেশ্যেই। যীশুর সাথে কিন্তু কোন সম্পর্ক টানিনি। ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুহান রিজওয়ান এর ছবি

মারিয়া ম্যাগদালিনের নামে ভেবেছিলাম গসপেলের ম্যারী ম্যাগদালিন নিয়ে কিছু একটা... পরে দেখি অন্য কেস।
ভালো লাগাটা জানিয়ে গেলাম।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

নিবিড় এর ছবি

তীরুদা অনেকদিন পর আপনার একটা মোচড় গল্প পড়লাম হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

তীরন্দাজ এর ছবি

মোচড় গল্প ইদানীং তেমন মাথায়ও আসছে না। জোর করে হয় এসব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রেশনুভা এর ছবি

মজা পাইছি তীরুদা। দেঁতো হাসি

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সাইফ তাহসিন এর ছবি

জটিলস্য জটিল, আবারো আপনার তীরের আঘাতে আহত হয়েও মজা পাইলাম। গুরু গুরু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তীরন্দাজ এর ছবি

আহত করেও মজা দেয়াটা তো বিশাল ব্যাপার! অনেক ধন্যবাদ আপনাকে সাইফ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দুষ্ট বালিকা এর ছবি

ভালো লাগলো তীরুদা! আমিও গসপলের কথাই ভাবছিলাম। হাসি

---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তীরন্দাজ এর ছবি

একটু উল্টোপাল্টা ভাবানোতেই তো স্বার্থকতা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সমুদ্র এর ছবি

ভালো লাগলো!

"Life happens while we are busy planning it"

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ সমুদ্র!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পান্থ রহমান রেজা এর ছবি

দারুণ তীরুদা!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

নজমুল আলবাব এর ছবি

তীরুদা মুগ্ধতা জানায়া গেলাম।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ! দারুণ! ভাল্লাগল, তীরু'দা।

তীরন্দাজ এর ছবি

খুব খুশী হলাম অতন্দ্র!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুমন চৌধুরী এর ছবি

ভালো লাগলো। বেশ ভালো।



অজ্ঞাতবাস

তীরন্দাজ এর ছবি

ডান্কে ডান্কে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দময়ন্তী এর ছবি

দারুণ!
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ আপনাকে!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তানবীরা এর ছবি

তীরুদা, ইশ্বর বোধ হয় মানডে মর্নিং এ মানুষ সৃষ্টি করেছিল............আপনার কি মনে হয় ???

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তীরন্দাজ এর ছবি

এতো বিভিন্ন কাজের মাঝে আবার মানুষ সৃষ্টি? হতে পারে। সেজন্যেই হয়তো কোন কোন সৃষ্টিতে কিছু গড়বড় রয়ে গেছে।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ভুতুম এর ছবি

চ্রম হৈছে, যথারীতি।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।