ঈদের দিন আমাদের বাড়ীর বুয়ার কাছে তাদের বস্তির এক অর্থব বুড়ীর কথা শুনে মন খারাপ হলো খুব। ভীষন অসুস্থ আর একেবারেই হাঁটতে চলতে পারে না বলে এবার ফেতরার পয়সাও তুলতে পারেনি। রীতিমতো না খেয়ে আছে।
বাবা, মা, চাচা, চাচী ও খালা-ফুপু দের সালাম করে পকেট ভারী হয়েছিল বেশ। তার কিছু অংশ আর বন্ধুদের বলে কয়ে আরো কিছু জমিয়ে বিকেলে বুড়ীর ভাঙ্গা কুড়েঘরের সামনে গিয়ে হাজির হলাম। আমাকে দেখে আনন্দে উজ্জল হয়ে উঠলো বুড়ীর চোখমুখ।
- এই ঈদের দিনে তোমার জন্যে অনেক টাকা জমিয়েছি আমি।
- আল্লায় আপনের ভালা করবো! খুব ক্ষিদা লাগছে সাব! খাওন দিবেন!
ঘরের মেঝেতে একটি ছেড়া সতরণ্জির বসে বুড়িটি। চেহারা উজ্জল হয়ে উঠলেও নড়াচড়ার কোন ক্ষমতা আর আছে বলে মনে হলোনা।
- খাবার দেবো ......, কিন্তু আরো কিছু জমিয়ে ও চাঁদা তুলে আমরা কয়েকগুন করে ফেলতে পারি। তোমার তখন কোন অভাবই থাকবে না।
- ঠিক কইছেন?
বলতে বলতে আরেকটু উজ্জল হলো বুড়ীর চেহারা। তারপরও সতরণ্জি ছেড়ে তার ওঠার কোন লক্ষণ দেখা গেলো না।
- কিন্তু সেটা না করে আমার আরেকটা বুদ্ধি মথায় এসেছে।
- কি করবেন?
- টাকাটা ব্যাঙ্কে রেখে চারগুন করে ফেলবো।
- প্যাডে ক্ষিদা! খামু কহন?
- বারো বছর পর!
মন্তব্য
এটা কী সাহায্য না উপহাস!!!! যার জীবন যায় যায়, খাবারের টাকা নাই, তার সাথে রসিকতা!!!
বারো বছর পর চার গুন হওয়ার স্বপ্ন দেখানো কী উপহাস হলো না?
তবে লেখাটা সুন্দর হয়েছে----------
দলছুট।
==========
বন্ধু হব যদি হাত বাড়াও।
উপহাসের জন্যেই তো লিখলাম! এরকমই হয় ও হচ্ছে। ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
এটা তো রীতিমত পরমাণু গল্প হয়ে গেলো তীরুদা !!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
তাহলে শিরোনাম বদলে পরমাণু গল্প লিখে দেবো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হুম।
আমিও বলি, হুমম!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
- পারফেক্ট সাহায্য!
পদ্ধতি ভুল হলেও, উদ্দেশ্য তো মহৎ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বড় পর্দায় প্রজেক্ট করলে তো একই কাহিনী দেখা যায়। উন্নত বিশ্ব আমাদের নিয়ে এই খেলাটি খেলে না?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
কেন যেন খুব কষ্ট লাগল গল্পটা পড়ে। এরকম কতো বুড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে...
হুমম।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
আসলেই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আমি শুধু তারা রেখে গেলাম।
আচ্ছা, তীরুদা, এমন কোন প্রকল্প দুঃস্থ সচলদের জন্য করা যায় না ???? ঃ) ঃ)
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আসুন, সবাই মিলে আলোচনা করে কিছু একটা তৈরী করি। হয়তো দরকারের তুলনায় নিতান্তই সামান্য। তারপরও করি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ধুরো আপনে বুঝেন নাই। আপনের আশে পাশে কতো দুঃস্থ আছে না। যেমন ধরেন অনেকেই টাকার জন্য অক্টোবর ফেষ্টে আসতে পারছে না, পাশের দেশ থেকে, তাদের কথা বলছি আর কি ।
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দূর্দান্ত
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল ভাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
লেখা চমৎকার!
বনফুলের "বুড়িটা" গল্পটা মনে পড়ে গেল।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ধন্যবাদ! বনফুলের অনেক গল্পই পড়েছি। 'বুড়িটা'র কথা মনে নেই। পড়তে হবে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরটা কি একটু সরে গ্যালো বুল'স আই থেকে?
তারপরেও, দুর্দান্ত লাগলো তীরুদা।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
সব তীরই যদি জায়গামতো লাগতো, তাহলে বাংলাদেশ থেকে অলিম্পিকে আমিই যেতাম। আমি কি সেরকম কেউ? একেবারেই না।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
এটা আমার কাছে একটা নির্দয় উপহাসই মনে হলো। আশা করি কাহিনীটার আসল সমাপ্তি এমন ইউনুসী নয়।
বেশীরভাগ ক্ষেত্রেই মুল সাহায্যের চেহারাটা এরকমই হয়। 'ভালো কিছু করার চেয়ে', 'ভালো কিছু করেছি', এই অনুভূতির দিকে লোভটি বেশী। তারপর মৃত্যুপরবর্তী স্বর্গের ইশারা তো রয়েছেই।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদা, গল্প দারুণ পছন্দ হইছে। এই গল্পের আইডিয়া নিয়েই চলেন আমি আর আপনে মিলে একটা এনজিও খুলে ফেলি!!!!!!!!!
নির্মম সত্যের সাথে বেমক্কা ধাক্কা খাইয়া চোখে সর্ষেফুল দেখার কথা ছিল, কিন্তু বাস্তব ই দেখতে পাইলাম।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
নতুন মন্তব্য করুন