লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ১১/০৬/২০০৭ - ৫:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
সচলায়তনের প্রত্যয়ী কারিগর ও সচল সাথীদের অভিনন্দন জানাচ্ছি। মনে হচ্ছে সাথীসংগ্রহের প্রশ্নে সচলায়তন অন্যদের চেয়ে কিছুটা হলেও বাছাবাছি করবেন। একে অবশ্যই সাধুবাদ জানাবো।
চেহারা, চলন বলন ভালো লেগেছে। মনে হচ্ছে কাব্য,সাহিত্য, সুচিন্তার রস লুকিয়ে আছে চেহারার ভাজে ভাজে। আশা করছি সামনে চলনে, মননে আরো বেশী টসটসে হবে শরীর।
নিজের প্রোফাইলের ছবিটি পাল্টাতে গিয়ে হোচট খেলাম। যতবারই নতুন ছবি আপলোড করি না কেন, তার আগে পুরোনোটি মুছে ফেললেও পুরোনোটিই ফিরে আসছে বারবার। বুঝলাম না, সামহোয়ারের ছবিটিই বা কি করে এখানে এলো। কোন লিংক রয়েছে কি ? প্রোফাইলের নতুন ছবি আপলোড এমন কোন নতুন অজানা নিয়ম রয়েছে কি?
আপনাদের সবার শুভকামনা করছি। যাদেরকে ভালো লাগে, তাদের সবাইকে একসাথে একঘরে পেয়ে ওম ওম আরামদায়ক উত্তাপে বেশ আরাম অনুভব করছি।
মন্তব্য
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আবার লিখবো হয়তো কোন দিন
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
এবার নতুন কিছু ছাড়ুন তীরু'দা
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন