সচলায়তনের প্রত্যয়ী কারিগরদের অভিনন্দন জানাই

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ১১/০৬/২০০৭ - ৫:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
সচলায়তনের প্রত্যয়ী কারিগর ও সচল সাথীদের অভিনন্দন জানাচ্ছি। মনে হচ্ছে সাথীসংগ্রহের প্রশ্নে সচলায়তন অন্যদের চেয়ে কিছুটা হলেও বাছাবাছি করবেন। একে অবশ্যই সাধুবাদ জানাবো। চেহারা, চলন বলন ভালো লেগেছে। মনে হচ্ছে কাব্য,সাহিত্য, সুচিন্তার রস লুকিয়ে আছে চেহারার ভাজে ভাজে। আশা করছি সামনে চলনে, মননে আরো বেশী টসটসে হবে শরীর। নিজের প্রোফাইলের ছবিটি পাল্টাতে গিয়ে হোচট খেলাম। যতবারই নতুন ছবি আপলোড করি না কেন, তার আগে পুরোনোটি মুছে ফেললেও পুরোনোটিই ফিরে আসছে বারবার। বুঝলাম না, সামহোয়ারের ছবিটিই বা কি করে এখানে এলো। কোন লিংক রয়েছে কি ? প্রোফাইলের নতুন ছবি আপলোড এমন কোন নতুন অজানা নিয়ম রয়েছে কি? আপনাদের সবার শুভকামনা করছি। যাদেরকে ভালো লাগে, তাদের সবাইকে একসাথে একঘরে পেয়ে ওম ওম আরামদায়ক উত্তাপে বেশ আরাম অনুভব করছি।

মন্তব্য

তীরন্দাজ এর ছবি
লেখার সাথে ছবি আপলোড করার পদ্ধতি কেউ জানালে আনন্দিত হবো।

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আড্ডাবাজ এর ছবি
তীরন্দাজ ভাই, শুভেচ্ছা স্বাগতম। আপনার লেখা এখন থেকে একনিষ্ঠভাবে পড়ার সুযোগ পাব। মনোযোগ নস্ট করার মতো এলিমেন্ট আশা করি এখানে থাকবে না।
হাসান মোরশেদ এর ছবি
সামহোয়ার প্রোফাইলের ছবি,মঁশিয়ে মডুরাম নিয়ে এসেছেন সম্ভবতঃ । ছবি'র জন্য লেখার প্যাডের নীচে দেখুন ব্রাউজ-->এটাচ । এটাচ হয়ে গেলে একটা লিংক দেখায় । লিংকটাকে কপি করে, মুল লেখার উপরের দিকে একটু কোডিং করুন । '' '=' র পর লিংকটা পেষ্ট করুন । চাইলে এলাইনমেন্ট ও দেয়া যাবে । -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি
স্যরি, কোডটা দেখাতে পারছিনা :) -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি
img src=http://www.sachalayatan.com/next/files/Lady-in-the-Dark.jpg পুরোটা <> ট্যাগ এর ভিতরে লিখুন -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তীরন্দাজ এর ছবি
ধন্যবাদ হাসান মোরশেদ। বুঝতে পেরেছি। কাল চেষ্টা করবো।

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সৌরভ এর ছবি
স্বাগতম । ------ooo0------ বিবর্ণ আকাশ এবং আমি ..

আবার লিখবো হয়তো কোন দিন

যূথচারী এর ছবি
অবশেষে একটা পোস্টিং করলাম। এই যে তার লিঙ্ক

চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...

হিমু এর ছবি
স্বাগতম তীরন্দাজ।
হাসান মোরশেদ এর ছবি

এবার নতুন কিছু ছাড়ুন তীরু'দা

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।