হুহু করে ছুটছে ট্রেন, মসৃণ গতিতে। কোনো ঝক্কর ঝক্কর নেই, কোন কাঁপুনি নেই। সঙ্গিরা নিজেদের মাঝে জোর আলোচনায় মত্ত। সেদিকে নজর নেই আমার। নজর বাইরের জানলার দিকে। প্রতিটি ছোটবড়ো শহর, গ্রাম পেরুলেই তার নামটি জানতে ইচ্ছে করে। আতিপাতি খুঁজি, কোন সাইনবোর্ড চোখে পড়ে কি না। ছোট স্টেশনগুলো এতো দ্রুত পেরিয়ে যায় যে, নামও পড়া যায় না। বেশ হতাশ লাগে তখন। ছোটার আনন্দটাই মাটি হয়ে যায় এই অপরিচিতির আচ্ছাদনে। এক অপূর্ণতা এসে ভর করে ভেতরে।
বাংলাদেশের দোকানের সাইনবোর্ডগুলো বেশ ভালো। গতির স্বল্পতার কারণে পড়তেও পারা যায়। “মুখরোচক মিষ্টান্নভান্ডার, প্রো: মো: সদর আলী, কদমপুর, ঢাকা ১৭১৪। এমনকি টেলিফোন নম্বরও দেয়া থাকে। আমার খুব ভালো লাগে। অকারণেই আপন আপন মনে হয়। এমনকি ব্যাঙ্কের সাইনবোর্ডেও লেখা থাকে শাখার নাম, শহরের নাম, ইত্যাদি, ইত্যাদি। এদেশে এসবের বালাই নেই। ষ্টেশনে লেখা নাম পড়তে না পারলে আর কোথাও নাম পড়ার উপায় থাকে না। জায়গাটিই অপরিচিত থেকে যায় তখন। এখানকার লোকজনের তাতে কিছু যায় আসে বলে মনে হয়না। অপরিচিতির আড়ালে নিজেদের লুকিয়ে রাখতেই এরা ভালবাসে বেশী। অকারণে কোন শহরের নাম জেনে ওদের কী লাভ!
আত্মীয় স্বজনদের দেখার পাশাপাশি এসব অপূর্ণতাকে পূর্ণ করার জন্যে মাঝে মাঝে নিজদেশে যাই। যাচিত, অযাচিত সহস্র সমস্যার মুখোমুখি হয়েও এক অজানা পরিতৃপ্তি নিয়ে ফিরে আসি আবার। এবার আরো একটি উদ্দেশ্য যোগ হয়েছে। দুটো বই বের করছি এবারের বইমেলায়। ভ্রমণ ও জীবন কাহিনী ‘জাহাজী যাযাবর’ ও আমার ছোটগল্প সংকলন- ‘অন্ধরাতের ঘোড়া’। প্রকাশ করছে, প্রগতি প্রকাশনী। আপনারা অনেকেই হয়তো আমার এই লেখাগুলোর সাথে পরিচিত। এবার একযোগে বইয়ের আকারে ।
খুব ইচ্ছে ছিল, এই লেখার সাথে বইয়ের প্রচ্ছদেরও ছবি দেবার। সে অপেক্ষাতেই রইলাম এতদিন। কিন্তু বইদুটো আজ ছাপাখানায় উঠলেও, আজ হবে, কাল হবে হতে হতে আজ অবধি সে দুটো তৈরি হয়ে ওঠে নি। হলেই এই পোষ্টের সাথে যোগ করে দেবো। প্রচ্ছদ আঁকছেন ধ্রুব এষ।
ঢাকা পৌঁছুবো ২৫শে জানুয়ারির সকালে। ৩১শে জানুয়ারি বইয়ের কাজ পুরো শেষ হবার কথা। অনেক হতাশার মাঝেও সে বিশ্বাস আমার আজও অটল রয়েছে। তারপর বইমেলায় ও সেখানে প্রগতির স্টলে সময় কাটবে অনেকটাই।
একটি প্রকাশনা উৎসব করছি ফেব্রুয়ারির ৪ তারিখে। বই পরিচিতি, রবীন্দ্র সঙ্গীতের আসর আর খাবার-দাবারের আয়োজন। সচলদের মাঝে যারা ঢাকায় আছেন বা সে সময়ে থাকবেন, সবাইকে সে সন্ধ্যায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবাইকে একসাথে পাওয়া, কথা বলা,- বই প্রকাশনার পাশাপাশি আমার জন্যে অবশ্যই পরম এক প্রাপ্তি। অনুষ্ঠানের স্থান: রাইটার্স ক্লাবের একটি হল, (আজিজ মার্কেটের সামনে)।আরো বিশদ কিছু জানাতে পেলে, সময়মতো জানিয়ে দেবো আপনাদের।
এই আমন্ত্রণ যারা গ্রহণ করছেন, তাঁদের সম্মতিসূচক খবর পেলে কৃতজ্ঞ হবো। প্রস্তুতির কাজে এই খবর আমাকে এগিয়ে নেবে অনেকখানি। ঢাকায় পৌঁছেই আমার মোবাইল নম্বর জানিয়ে দেবো আপনাদের। আপনাদের টেলিফোন নম্বর যদি আমাকে মেইল (anisul.haque@gmx.net) করে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি নিজেই যোগাযোগ করতে প্রয়াসী হবো। আপনাদের সবার জন্যে অযুত শুভকামনা।
মন্তব্য
শুভকামনা রইল। বইয়ের পিডিএফ থাকলে মেইল করেন, তীরন্দাজদা'। দেশে থাকলে অবশ্যই হাজির হতাম।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ধন্যবাদ। পিডিএফ করে অবশ্যই পাঠাবো। মূল কপিটি পাবার পরপরই।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুভকামনা রইলো! এ আসরে থাকতে পারলাম না, সেই দুঃখও রইলো।
তোমরা থাকলে খুব ভালো লাগতো আমার।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুভ কামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
কষ্ট হয়, থাকতে পারব না বলে।
সব কিছু যেনো ঠিকঠাক হয়।
অনেক অনেক সাফল্য কামনা করছি।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
অনেক অনেক ধন্যবাদ! কোন এক সময় আমরা একসাথে বইমেলাতে আমাদের বই প্রকাশনী অনুষ্ঠান করবো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুভ কামনা রইলো তীরুদা। রবীন্দ্র সংগীতের ভিডিও আর খাবার দাবারের ভাগের বুকিং দিয়ে রাখলাম।
ভালো থাকুন। ফিরে এলে যোগাযোগ হবে।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ধন্যবাদ তানবীরা। ভিডিও করবো অবশ্যই। খাবার দাবার মিউনিখের রেডি রাখবো। আপনাদের জন্যে শুভকামনা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আপনার লেখা খুব মিস করি এখানে তীরুদা। ভালো থাকবেন আর বন্ধুদের বলা থাকবে বই দুটো সংগ্রহ করে রাখার জন্য।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
অনেক অনেক ধন্যবাদ! এই বইদুটো নিয়েই ব্যাস্ততার কারণেই অচল হয়ে রইলাম এতোদিন।
ফিরে এসে আবার নিয়মিত হবার চেষ্টা করবো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেক শুভকামনা রইলো!!
--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক অনেক ধন্যবাদ তিথীডোর! আপনার জন্যে শুভকামনা রইলো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অভিনন্দন।
জাহাজের বইটা কালেক্ট করা দরকার।
অনেক অনেক ধন্যবাদ! অন্য কোন উপায় না থাকলে আমিই আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আছি! আছি! ২৫ তারিখ আসবেন? ঢাকার কোথায় উঠছেন?
আশা রাখি তুমুল আড্ডা হবে। আঃ একুশে বইমেলা। এই এক মাস যে কী আনন্দের, বলে বোঝানো সম্ভব না!
এবার তো তাহলে আরো জমবে! তীরুদা, আপনার ছোটগল্পের ভক্ত তো সবসময়ই। আপনার 'ভ্রমক-জীবনী' লেখাও আমাকে দারুণ টানত, কিন্তু এই ধরনের লেখা আমি ভেঙ্গে ভেঙ্গে কখনো পড়তে আগ্রহী নই বলেই পড়তাম না, নিজেকে সংযত রাখতাম। এবার তাহলে আপনার বইটা পেলে আর দুঃখ থাকছে না।
অমিত, কিংকং, দ্রোহী এরা সবাই এসে ঘুরে গেল, কিন্তু আমার সাথে কারোরই দেখা হল না! দুঃখজনক!
আমার নাম্বার জানিয়ে রাখি, 01911-393238।
এসে যোগাযোগ রাখবেন। ঘর সামলে যতটা পারব, আড্ডাবাজি হবে, আর আপনার গান।
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
অনেক অনেক ধন্যবাদ মুদুল। ঢাকায় শান্তিবাগে আমাদের বাড়ীতে উঠবো।
প্রকাশনা উতসবে থাকবেন অবশ্যই। আড্ডাতো জমবেই! প্রায় চার সপ্তাহ থাকছি ঢাকায়। অবশ্যই দেখা হবে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ফেব্রুয়ারি মাসের পুরোটাই আড্ডায় কাটবে। আপনাকে পেলে তো দারুণ হবে। আপনার ভ্রমণ কাহিনী আর গল্পের আমি তো সেই কবে থেকে বিরাট ভক্ত হয়ে বসে আছি। আপনার দেশে ফেরার অপেক্ষাতেই ছিলাম। খবরটা পেয়ে খুব ভালো লাগছে। মেইলে ফোন নম্বর দিয়ে রাখছি।
অনেক শুভকামনা থাকলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনার সাথে দেখা, আড্ডা না হলে যে চলবেই না, সেটাই আমি আগে থেকেই বলে রাখলাম।
অনেক অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
বই এর নামকরণ খুব সুন্দর হয়েছে তীরু'দা। অনেক শুভকামনা রইলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদাআআ,
অভিনন্দন ! অভিনন্দন !! অভিনন্দন !!!
অনেক অনেক শুভ কামনা!
এমন ডাক শুনলে তো মন ভিজে যায় একেবারে। আর কিছু বলতে পারছি না অনিকেত!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুভকামনা
অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেক অনেক শুভকামনা রইলো। নিশ্চয়ই ভালো লাগবে অনেক । যে নিজের পরিচয় দিতে লিখেন..
সেদিন থেকে আমি তাঁর ভক্ত। মুগ্ধ পাঠক। দেশে আপনার অবষ্হান সুন্দর আনন্দময় হোক, ভালো থাকুন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ইব্রাহিম। এতোটা মনোযোগ দিয়ে দেখলেন আমাকে! খুব ভালো লাগছে ভাবতে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অভিনন্দন ও শুভকামনা ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে দেখা হবে না?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অভিনন্দন ও শুভকামনা ।
বই দু'টি পড়ার অপেক্ষায় রইলাম।
অনেক অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আপনি আসছেন শুনতেই মনটা ভালো হয়ে যায়।
ফেব্রুয়ারির ১৯ থেকে ২৫ নেপাল থাকবো। এর পর আপনাকে নিয়ে আবার সুন্দরবন , আমি ভুলিনাই।
অভিনন্দন ও শুভকামনা রইলো।
০১৭১১৫৩০০১৬
...........................
Every Picture Tells a Story
প্রকাশনা অনুষ্ঠানে থাকবেন আশা করছি। আমিতো ফেব্রুয়ারীর উনিশে ফিরে আসছি আবার। যা করার আগে করতে হবে।
ফোন নাম্বারের জন্যে ধন্যবাদ। ঢাকায় এসেই যোগাযোগ করবো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অভিনন্দন ! অভিনন্দন !
প্রকাশনা উতসবের আমন্ত্রন গ্রহন করছি, কিন্তু প্লেনের টিকিট?
শুভকামনা রইলো।
অভিনন্দন ও শুভকামনা রইলো।
------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
- শুভকামনা তীরুদা।
আপনি দেশে আড্ডাবাজী করে আসেন। তারপর হানা দেয়া হবে আবার বেভারিয়ার অঞ্চলে। বইয়ের লোভে, আড্ডাবাজী আর ভ্রমনের লোভে। এবার টার্গেট জালসবুর্গ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অবশ্যই, অবশ্যই! সময় নিয়ে আসবে। কুয়ারা করা ভুলবে না।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
এবং এই প্লান করার সময় এই মনির হোসেনই জানাবে যে তার ঠিক ঐদিনেই দুরসম্পর্কের এক ভাগ্নিজামাইয়ের মামাশশুরের সাথে টারমিন । টারমিন শেষ হলে মিটফার পেলে তবে নবাব তশরিফ আনবেন ! এবং শেষ পর্যন্ত মনির হোসেন আসতে পারবেন না ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ভাত পায় না চা খায় মিটফার ধৈরা জালৎসবুর্গ যায়
- অই ব্যাটা কানা কালিয়া, মিটফার ধইরা যামু ক্যান? তীরু'দার চৌচক্রযান তোর চউক্ষে মালুম হয় না?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইবার তাইলে দেখা হবে তীরুদা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
অবশ্যই দেখা হবে। টেলিফোন নম্বরটি দিও কিন্তু!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অভিনন্দন তীরুদা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
গতবারের হতাশা ভুলিয়া এইবার অন্তত একখানা বই কিনিবার আশা রাখি।
জানিবেন, সবুজ বাঘ নেমকহারাম নয়। তবে এইবার খাদ্য দাদ্যে কম নেমক দিবেন, যাতে পচুর খাইয়াও হার্ট আটকের সুম্ভাবনা রহিত হয়।
জয় বিজ্ঞান জয় টমাস আলভা আদিসোম
হতাশা ফতাশা বুঝি না। থাকবেন, সেটাই চাই! আর কিছু নয়।
তবে বই বেরুচ্ছে দুইখান!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুভকামনা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বলাই, কেমন আছেন নরওয়েতে? বড্ড শীত, তাইনা? বলাই গিন্নীকে শুভেচ্ছা দেবেন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুভকামনা...অভিনন্দন নিন তীরুদা।
বইমেলায় আশা রাখি দেখা হবে।
_________________________________________
সেরিওজা
সে তো বটেই। তবে অনুষ্ঠানে এলে খুশী হব খুব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুভেচ্ছা ও অভিনন্দন।
সব খুব ভালো হোক, প্রকাশ হয়ে গেলে জাহাজী যাযাবরের একখানা পিডিএফ এর আবদার জানিয়ে রাখলাম।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
পিডিএফ পাঠাতে পারবো। তবে চাইলে বইও পাঠিয়ে দিতে পারি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুভ কামনা রইলো।
পিডিএফের বিরুদ্ধে মত দিয়া গেলাম। নোতুন বইয়ের ঘ্রাণ থেকে বঞ্চিত হতে চাই না।
২০০৮ এর সচলদের বই কিছু হাতে পেয়েছিলাম, বাকিগুলা প্লাস ২০০৯ এ কেনা বইগুলো এখনো দেশে রয়ে গেছে। এবার সহব্লগারদের প্রত্যেকের বই-ই হাতে পেতে চাই অটোগ্রাফসহ।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো। আর হিমুরাতো আমাকে নিয়ে নরওয়ে যাবার পরিকল্পনা কষছে! তখন সাথেও নিয়ে যেতে পারবো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আমন্ত্রন গ্রহন করলাম ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুশী হলাম খুব। আমার ইমেইলে ফোননম্বরটি পাঠালে ভালো হয়।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অভিনন্দন
এখনই বলতে পারি অনুষ্ঠানে প্রায় আছি
(টাইম এবং জামের কারণে প্রায়)
০১৭১৩ ০১৯ ৪৬৮
এইটাতে টোকা দিলে আমাকে পাওয়া যাবে
আপনাকে তো থাকতেই হবে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদা, স্বাগত জানাচ্ছি ঢাকায় এবং বইমেলায়।
৪ ফেব্রুয়ারি বিষ্যুদবার অফিস ডে হওয়ায় নিশ্চিত নই। তবে বইমেলায় দেখা তো হবেই !
০১৭১৫৭২৩৬৮৬
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অনুষ্ঠানটি হচ্ছে বিকেলে। অফিসের শেষে। অবশ্যই থাকবেন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ফেব্রুয়ারী আসুক । কিনছি বই দু'টা।
খুশী হব খুব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
কবে যে ঢাকায় সবার সাথে একটা আড্ডা মারতে পারবো সেই চিন্তা করি মাঝে মাঝে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
হাসিব, আসতে পারলে দারুন হতো। তবে একসময় করতে হবে অবশ্যই।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
- হাসিব্বাই ঢাকা যাবেন কোন দুঃখে, তিনি যাবেন চীন্দেশে, নলেজের সন্ধানে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি তো শুঞ্ছি নলেজ নাকি নিজেই চীন্দেশ থিকা হাছিব্বায়ের কাছে চলে আসে। সত্যাসত্য জানস কিছু?
'যাহা রটে তাহার কিছুটা বটে' - এইরকম কিজানি একটা প্রবচন আছে না?
- এইক্ষেত্রে, "কিছুটা" না "পুরাটা"ই বটে!
বিশ্বাস না হৈলে আবুল হাবশীরে জিগান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনার বইয়ের প্রতীক্ষা অনেক দিনের। বই আকারে পড়বো বলে ব্লগে পড়া বন্ধ করে দিয়েছিলাম। খুব খুশি হলাম বইয়ের খবর জেনে। আপনার স্বাক্ষরিত একটা কপি পাওয়া যাবে? উপায় থাকলে জানিয়েন।
ইশতিয়াক। বই নিয়ে মিউনিখে ফিরে আসার পর ঠিকানা দেবেন। আমি পাঠিয়ে দেবো। ভালো থাকবেন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেক শুভ কামনা রইল।
বই পেতে পারলে আরো ভাল লাগতো। কি আর করা পিডিফ পেলেও চলবে।
মেইলে না, এখানেই ফোন নম্বর দিয়ে রাখলাম। ঢাকায় এসে শুধু একটা ফোন করবেন। বিরাট সচলাড্ডা হবে...
০১৭১৩০৪১৭৬৭
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাই,
ভিডিও চাই । স্টিল ছবি দিয়া কুলাইতেছে না । ধরেন এইরকম একটা আইডিয়া করা যায় যে যেই সকল সচলের বই এইবার প্রকাশিত হৈতেছে তারা তাদের নিজেদের বই নিয়ে কয়েক মিনিটের একটা ভিডিও ব্রিফিং দেবে এবং সেটা সচলে আপলোডিত হবে। করা সম্ভব ?
নীড়পাতা.কম ব্লগকুঠি
সম্ভব, কিন্তু ভিডিও আপলোড করতে তো জীবন বের হয়ে যায়। নেটের যা স্পিড... তবে করা যাবে সম্ভবত। খাড়ান, চেষ্টা নিতেছি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নেটে ভিডিও তোলার তিনটা পর্ব আছে । প্রথমটা হলো ভিডিও ফাইলটা পয়দা করা । তারপর সেটারে এডিট করে কোন কম্প্রেশন এ্যাপ্লাই করা সাইজ কমানোর জন্য । শেষে সেটারে আপলোড করা । প্রথম পর্বটা আপনার জন্য দুধভাত এইটা আমি জানি । দ্বিতীয়টাতে কোন হেল্প লাগলে জানায়েন । তৃতীয়টা আপাতত আল্লার রাস্তায় রাখলাম । কোন একটা ব্যবস্থা হবে । কোন ধৈর্য্যশীল সচলরে নিশ্চয়ই পাওয়া যাবে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ঠিকাছে, এইবার সচলদের বই নিয়ে চলচ্চিত্র হবে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খুব লোভ হচ্ছে। কবে যে ঢাকা যেতে পারবো।
আপনি ফিরলেপর মুনশেন থেকেই না হয় এক এক কপি তুলে আনি, কি বলেন?
প্ল্যান করেন দুর্দান্ত । শুধু একটা কল দিবেন । মিউনিখ হাজির হয়ে যাবো ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
শাহবাগ মোড়ে এসে "ওই-ই-ই" বলে একটা হাঁক দিবেন তীরু'দা। তারপর যে কয়টা পোলাপান এসে অনুমতি ছাড়াই চা-সিঙ্গাড়া খাওয়া শুরু করবে তাদের মধ্যে আমিও থাকব নিশ্চিত
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অভিনন্দন! যোগ দিতে তো পারবো না, তবে শুভকামনা রইলো। লেখাগুলো বই আকারে আবার পড়ার ইচ্ছে থাকলো।
শুভেচ্ছা।
অনেক অনেক অভিনন্দন!!
আপাতত বই গুলোর পিডিএফ ফরমেটে চাইনা।
বলাই ভাইয়ের সাথে আমিও একমত।
বই চাই বই। ছুঁয়ে দেখতে চাই।
নতুন মন্তব্য করুন