ষোলো আনা রাজনীতিবিদ

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: মঙ্গল, ০৩/১২/২০১৩ - ৩:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মিসেস হ আর মিসেস খ, এরা কখনো কোনো প্রশ্নেই একমত হতে পারেন না। এর কারণ কী, সেটি খতিয়ে দেখার উদ্দেশ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তার ষোলো আনা সারমর্ম একের পর এক তুলে দেয়া হলো।

১) দুজনে দুই রকম সুগন্ধী ব্যাবহার করে থাকেন।
২) দুজনে দুই রকম দুর্গন্ধ সৃষ্টি করে থাকেন।
৩) দুজনেই একই কবির ভক্ত হলেও সেটি প্রকাশ করতে চান না।
৪) বুড়িগঙ্গার পানিতে মরা ইঁদুর ও বিড়ালের সংখ্যা নিয়ে দুজনে কখনোই একমত হতে পারেন নি।
৫) দুজনের ছেলেমেয়েরা একই মাফিয়া দলের সদস্য হলেও পরস্পরের বন্ধু নয়।
৬) দুজনেই মাইনাস ওয়ান এর আজীবন সদস্য।
৭) মাইনাস টু নামের ব্যাধির প্রশ্নে দুজনেরই একমত থাকলেও তারা একই পীরের মুরিদ নন।
৮) দুজন দুই কোম্পানীর মাসিক শুন্য অংকের ফ্ল্যাটরেট মোবাইল ব্যবহার করেন।
৯) রাতে দুজনেরই নাক ডাকে। তবে এ নিয়ে একজনের স্বামীর রাতে কষ্ট হলেও আরেকজনের স্বামী পাকাপাকি ভাবেই বাইরে ঘুমান।
১০) দুজনই চেপা শুঁটকী ভালোবাসলেও একজন তাতে লেবুপাতা ও আরেকজন চোতরাপাতা বেটে দিতে পছন্দ করেন।
১১) গাছে চড়তে না জানলেও দুজনই একই তালগাছের তাল থেকে পিঠা বানান।
১৩) দুজনে একই ভাড়াটে খুণির দলকে যখন তখন খুণ করার টেন্ডার দিতে বদ্ধপরিকর।
১৪) বাস-ট্রাকের আগুনে বারবিকিউ করে চরম আনন্দ পান দুজনেই। এতে দুজনের কেউই পরিপাকজনিত সমস্যায় ভোগেন না।
১৫) দুজনেই ঈশ্বরভক্ত হলেও এরা নিজেরাই নিজদেরকে ঈশ্বরের মতো দেখেন।
১৬) এরা চার বছর পর পর প্রতি ঈদেই কোনো জন্তু কোরবানী দেন। জন্তুটি দুপেয়ে না চারপেয়ে এ নিয়ে মাথাব্যথা হলে একজন প্যরাসিটামল ও আরেকজন এ্যসপিরিন খেয়ে নেন।


মন্তব্য

নীড় সন্ধানী এর ছবি

ঠিক আছে! তবে ৯ নম্বরে সংশয় আছে।

এবং এইটাতে দ্বিমত আছে

১৪) বাস-ট্রাকের আগুনে বারবিকিউ করে চরম আনন্দ পান দুজনেই।

এটা হতে পারে একজন আনন্দ পান, আরেকজন আনন্দের ফসল ঘরে তুলতে চান।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তীরন্দাজ এর ছবি

৯) একজনের স্বামী তো পাকাপাকিভাবেই বাইরে ঘুমাচ্ছেন অনেক দিন ধরেই।

১৪) একজন আনন্দ পান, আরেকজন আনন্দের ফসল ঘরে তুলতে চান।
ঠিক। তবে সময়ের সাথে তাল মিলিয়ে কখনো একজন ফসল তোলেন, কখনো আরেকজন! আনন্দ দুজনেই পেয়ে থাকেন।

**********************************
যাহা বলিব, সত্য বলিব

বন্দনা এর ছবি

১৪) একজন আনন্দ পান, আরেকজন আনন্দের ফসল ঘরে তুলতে চান।
ঠিক। তবে সময়ের সাথে তাল মিলিয়ে কখনো একজন ফসল তোলেন, কখনো আরেকজন! আনন্দ দুজনেই পেয়ে থাকেন।

সহমত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

রাজনীতির ব্যাপার স্যাপার বোঝা মুশকিল, এ পোস্টের মতো, পড়তে সহজ বুঝতে কষ্ট।

তীরন্দাজ এর ছবি

সবই তো ওলোটপালট আর আমিও অতটুকুই বুঝি। এর বেশি আর কি!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

১৫) দুজনেই ঈশ্বরভক্ত হলেও এরা নিজেরাই নিজদেরকে ঈশ্বরের মতো দেখেন।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তীরন্দাজ এর ছবি

প্রতিদিনের সৃষ্ট তিক্ততা প্রকাশে ভাষা মাত্র, আর কিছুই নয় শাহীন।

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নওশীন এর ছবি

কারেকশন, ২/ দুইজন একি রকম দুর্গন্ধ সৃষ্টি করে থাকেন।
এবং ৯ নং টা পড়ে আমার একটি প্রশ্ন মনে এলো, যা পুরোপুরি অপ্রাসঙ্গিক।
=> একসাথে থাকতে হলে কি স্বামী স্ত্রী হওয়া বাধ্যতামুলক? কিংবা যারা একসাথে থাকেন উহারা কি সকলেই স্বামী স্ত্রী? চিন্তিত
নিছক কৌতুহল, অন্য কিছু ভাবিয়েন না চোখ টিপি

তীরন্দাজ এর ছবি

যাদের নিয়ে লিখলাম, সেখানে অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক ভাবার কোনো সুযোগ আছে কি? এদের প্রাসঙ্গিক চিন্তা আমাদেরকে কতটুকু স্পর্শ করে? সেজন্যে ইচ্ছে করেই সেদিকে নজর রাখিনি।

যারা একসাথে থাকেন উহারা কি সকলেই স্বামী স্ত্রী?

উত্তর:
যারা একসাথে থাকেন উহারা কি সকলেই স্বামী স্ত্রী নন?

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নওশীন এর ছবি

ক্ষেত্রবিশেষে ব্যতিক্রম ও ঘটতে পারে বৈকি!

এক লহমা এর ছবি

জানি, প্রতিদিন-এর তিক্ততা থেকে এরকম মনে হয়। তবে এইরকম প্রায় এক কাতারে দেখার ফল অনেক সম‌য় বড় ক্ষতিও করে দ্যায়। খুব খিয়াল কৈরা!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।