একটা রুটি, আলুভাজি আর এক কাপ চা দিয়ে শুরু হওয়া আজকের দিনটা অন্য দিনের থেকে ব্যতিক্রম কিছু হলো না আমার। খবরের কাগজ হাতে নিয়েই উলটে ফেলি, খেলার পাতায় আশরাফুলকে আগের চেয়ে কিঞ্চিত বেশি স্বাস্থ্যবান মনে হয়, অধিনায়কত্বের বোঝায় হয়তো। তারপর ন্যান্সি। প্রথম পাতা দেখতে ইচ্ছা করে না, কেমন একঘেয়ে প্যানপ্যান মনে হয়, তবু অভ্যাস-উল্টাই। খুব একটা বদলায় না তাতে দিন, কিছুক্ষনের চিন্তায় ওলট-পালট হয় কেবল মস্তিষ্ক।
সময় কাটে, ৮৫ বছরের মনোরঞ্জন রায়ের ঘোলাটে চোখের শূণ্য দৃষ্টি আমি মাথা থেকে তাড়াতে পারি না। ন'হাজার টাকা...মাত্র ন'হাজার টাকায় ঋণখেলাপীর মত সম্মানজনক উপাধি পেয়ে গেলেন তিনি! শুধু তাই না, উপযুক্ত সম্মানও জুটলো তার, জেলের নিশ্চিত খানাপিনা।
কাহিনীটা আমার চেনা-চেনা লাগে। কৃষি ব্যাংক থেকে ৯০০০ টাকা ঋন নিয়েছিলেন মনোরঞ্জন রায়, দু'টো বলদ কিনে সংসার আরো ভালো করে চালানোর আশায়। বছর ঘুরতেই একটি মরলো, আরেকটি বেচলেন স্ত্রীর চিকিতসার খরচ জোগাতে। ব্যস, ঋনের টাকা শুধবার রাস্তা বন্ধ হলো তার। ঠিক এরকম অসংখ্য কাহিনী আমরা জানি। রুমমেটের কাছে তার গ্রামের গ্রামীন ব্যাংকের কাছে ঋণী মানুষদের কথা মনে পড়ে-- গ্রামীন ব্যাংক হলে কি করতো? ঋণের টাকা সুদসমেত ফেরত পেতে এই বৃদ্ধের ঘরের কাঁথা-বালিশসহ শেষ সম্বলটুকুও নিয়ে গিয়ে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়ে চিরতরে ঋনমুক্ত করার মহত্ব দেখাতো। সেই মহত্ব এতই বিশাল যে তাতে নোবেল পাওয়া যায়!
সেই তুলনায় কৃষি ব্যাংক আর কি করেছে? মামলা ঠুকে মনোরঞ্জন বাবুকে ঋনখেলাপী হবার স্ট্যাটাস দিয়েছে। বেশ বেশ। দেশে এখন ভীষনভাবে আইনের শাসন চলছে, সেই আইনের ফাঁক গলে বেরুতে মাত্র নয় হাজার টাকা ঋনখেলাপ করলে কি চলে? অন্তত কয়েক কোটি না হলে অন্য সব খেলাপীবাবুদের সাথে তাকেও মওকুফের কাতারে কেমন করে ফেলা যাবে? তাই না?
কাজেই আমার মত কিছু বোকা যারা কাজকর্ম ফেলে মনোরঞ্জন রায়ের ঘোলাটের চোখ মাথা থেকে তাড়াতে পারে না তাদের উচিত...উচিত...
কি যে উচিত সেটাই বুঝতে পারি না কেবল...
মন্তব্য
প্রথম আলোয় খবরটি দেখে আমারও মনটা খারাপ হলো।আমাদের গ্রামের সহজ সরল লোকজন সুদ আর লোনের ফাকে আষ্টেপৃষ্ঠে বাধা পড়ে যাচ্ছে।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
সকালে এই খবরটা যখন পড়লাম তখন থেকেই মন খারাপ।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অহরহ এরকমটাই দেখে যাচ্ছি শুধু। আরিফ ভাইয়ের একটা পোস্টের কথা মনে পড়ে গেল। আর মন খারাপ। আর কি? জানি না
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
হুমম, শুধুই দুঃখ।
আবার লিখবো হয়তো কোন দিন
"কি যে উচিত সেটাই বুঝতে পারি না কেবল..."
কালকে ভাত খেতে বসেছি সেই সময় রুমমেট নিপণ ভাই খবরটা বললো। তিনি তখন ল্যাপটপে পত্রিকা পড়ছিলেন। কিছুক্ষণের জন্য থমকে ছিলাম, তারপর আবার আগের মতো খাওয়া, মুভি দেখা, ঘুম। আমাদের বিলাস জীবনে মনোরঞ্জনের অসহায়ত্বের স্থায়িত্ব বড়জোড় দুইমিনিটের বেশি কি? ঈশ্বর যাদের অন্যের কষ্টগুলি উপলব্ধি করার ক্ষমতা দেন তাদের সামর্থ্য দেন না, যাদের সামর্থ্য দেন তাদের দেন পাথুরে চোখ।
একটা রুটি, আলুভাজি আর এক কাপ চা'র দাওয়াত রইল।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
এটাই জীবন।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
কিছু করার সুযোগ থাকলে করা আর তা নাহলে কিছুক্ষনের জন্য মনখারাপ তারপর সয়ে যাওয়া।
আপডেট:http://www.shamokal.com/details.php?nid=66867
হু, আমিও দেখলাম খবরটা প্রথম আলোতে। শান্তি লাগলো।
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ধইন্যবাদ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
নতুন মন্তব্য করুন