লিখেছেন নিঘাত তিথি (তারিখ: শুক্র, ০৮/০৬/২০০৭ - ৯:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:
একটু দূরে থাকা, একটু আড়াল রাখা--কেন জানি ভালো লাগে সব সময়। নতুন মানুষ, নতুন পরিবেশকে সহজে আপন ভাবতে পারাটাও আমার চিরায়ত অপারগতা। প্রজাপতি আমাকে আড়াল দিয়েছিলো তার ডানার ভেতরে, অনেক নতুনের মাঝে। একটা বছর! এই এক বছরে সেই নতুন মানুষগুলোকে ভেবেই আমি গাইতে পারি,
চেনা দুঃখ চেনা সুখ
চেনা চেনা হাসি মুখ
চেনা আলো চেনা অন্ধকার
চেনা মাটি চেনা পাড়া
চেনা পথে কড়া নাড়া
চেনা রাতে চেনা চিতকার!
অতএব,খুব চেনা মানুষগুলোর সামনে আমি "নিঘাত সুলতানা তিথি" হাজির, স্বরূপে।
হযু ভাইয়ের কথার সুত্র ধরে জানিয়ে রাখছি নামের মানে। "নিঘাত" অর্থ "নির্ঝর"। "তিথি" হলো "লগ্ন" বা আমি বলি "সময়ের ছোট্ট অংশ"। সুতরাং আমার কাছে আমার নামের মানে"নির্ঝর সময়"।
এ প্রসংগে ছোটবেলার কাহিনী মনে পড়লো একটা। যে হুজুরের কাছে কোরয়ান শরীফ শিখতাম, তিনি খুব বিরক্ত হয়ে আমার খাঁটি বাংলা নামের মানে জানতে চেয়েছিলেন। তিথি মানে লগ্ন বলতেই তিনি আতকে উঠে বলেছিলেন, "কি!নগ্ন?!" :-)
মন্তব্য
আবার লিখবো হয়তো কোন দিন
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
অজ্ঞাতবাস
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ভাল আছি, ভাল থেকো।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ভাল আছি, ভাল থেকো।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ভাল আছি, ভাল থেকো।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ভাই রে, কাজে বসে চুরি করে ব্লগাই।
আগে দেখিনি, দেখলাম এইমাত্র। বড়ো করে শুভ জন্মদিন। ওই পোস্টেও যাচ্ছি। কিন্তু কেক কোথায়?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আহারে, কেক বললাম তাও বুঝলেন না?
ইংরেজী কথাটার মানে কী গুগল মামুকে জিজ্ঞেস করুন।
শুভকামনা।
নতুন মন্তব্য করুন