৭ | লিখেছেন তারেক (তারিখ: রবি, ২১/১০/২০০৭ - ৮:১০পূর্বাহ্ন)
নেট এত্ত স্লো, ভিডিওটা দেখতে পারতেছি না। সাইমন অ্যান্ড গারফাঙ্কলেরটা আমার কাছে আছে, সেইটাই শুনি বরং...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
১১ | লিখেছেন নিঘাত তিথি (তারিখ: মঙ্গল, ২৩/১০/২০০৭ - ১২:২৫অপরাহ্ন)
দৃশা আপা,
আপনে কই? বহু দিন ধরে আপনার উপভোগ্য সব লেখা পড়ার সুযোগ দেন না। তাড়াতাড়ি আবার পোস্ট ছাড়েন মিয়া। গানের জন্য ধন্যবাদ।
---------------------------------------------------- আমার এই পথ চাওয়াতেই আনন্দ
১২ | লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: বুধ, ২৪/১০/২০০৭ - ৩:০৫পূর্বাহ্ন)
গানটা আগে শুনি নি। মাথা এলোমেলো করে দিলেন অযথা দুই জনে মিলে। কিছুদিন চুপ থাকেন এবার। দুই জনেই। জীবনের পঁচা সব সময়ের কথা মনে করিয়ে দেওয়া গান। ধুর, হাসিগুলো যে কেন কান্নার মত সংক্রামক না!
মন্তব্য
আধা ঘন্টা স্ট্রীমিং কইরা তারপরে শুনলাম ... খুব ভাল্লাগছে ... আগে শুনি নাই এইটা ...
এখন ইস্নিপসে খুঁজতেছি এইটার অডিও ট্র্যাকের জন্য ...
থ্যাংকস তিথি আপু ...
অডিও ট্র্যাক কি পাইসো? না পেলে বলো খুঁজে দেখব, আমার কাছে আছে মনে হয়।
-------------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ডন উইলিয়ামসের ভার্সনটা পাইছি ... অনেকবার শোনাও হয়ে গেছে ... আরও কয়েকটা ভার্সন আছে, ডাউনলোড চলতেছে (দুইদিন ধইরা নেট স্পীড এত কম, মনে হয় অফিসে গিয়েই নামাইতে হবে) ... আ-হা র কোন ভার্সন এখনো চোখে পড়ে নাই ...
আবারো ধইন্যবাদ আপু ...
গ্রেট সাইমন এন্ড গারফাংকল!! এই ভার্সনটা কার গাওয়া?
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
হুমম। মন খারাপে গানই ভরসা।
মেলানকোলিক গান মেলানকোলিক সময়েই শুনতে হয়।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
নেট এত্ত স্লো, ভিডিওটা দেখতে পারতেছি না। সাইমন অ্যান্ড গারফাঙ্কলেরটা আমার কাছে আছে, সেইটাই শুনি বরং...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ধন্যবাদ!
ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আমি সাইমন এন্ড গারফাংকেলেরটা শুনি নি, এটাই শুনেছিলাম আগেও, এই ভার্সনটা "আ-হা"র। গতকাল ইউটিউবে "আহা" সিনেমাটা দেখব ভেবে সার্চ দিয়ে অপ্রত্যাশিতভাবে এই গানটা পেয়ে গেলাম।
-----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
এটাই মনে হয় খুঁজছেন
দৃশা
দৃশা আপা,
আপনে কই? বহু দিন ধরে আপনার উপভোগ্য সব লেখা পড়ার সুযোগ দেন না। তাড়াতাড়ি আবার পোস্ট ছাড়েন মিয়া। গানের জন্য ধন্যবাদ।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
গানটা আগে শুনি নি। মাথা এলোমেলো করে দিলেন অযথা দুই জনে মিলে। কিছুদিন চুপ থাকেন এবার। দুই জনেই। জীবনের পঁচা সব সময়ের কথা মনে করিয়ে দেওয়া গান। ধুর, হাসিগুলো যে কেন কান্নার মত সংক্রামক না!
নতুন মন্তব্য করুন