শিশুপালন কোচিং সেন্টার:
এই দেশে সব শিক্ষারই একটা প্রাতিষ্ঠানিক রূপ আছে। আপনি জুতা সেলাই থেকে চন্ডিপাঠ সবকিছুই এই দেশে কোন না কোন বিদ্যালয়ে বসে শিখতে পারবেন। যেহেতু পরিবার এবং সমাজের বন্ধনটা একটু কম এই দেশে, সেহেতু সামাজিক জ্ঞানের বদলে প্রাতিষ্ঠানিক জ্ঞানের দিকে এদের নজরটা একটু বেশি। শিশুপালনের ক্লাসের অভাব নেই, আমার আবার শর্টকোর্স খুব পছন্দের। কেউ যদি দুই তিন পাতার মধ্যে বাচ্চাকাচ্চা পালার সব নিয়ম বলে দিত, আমি সেই কোর্সটাই নিতাম। আমার জীবনের সব শিক্ষাও আমি অল্পকথায় লিখে আমার সন্তানদের দিয়ে যাব, এই ধরেন চার পাঁচ পাতার মধ্যে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি, এর বেশি জ্ঞানের কথা কেউই খেতে চায় না।
যাই হোক বাচ্চা হওয়ার আগে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে তিন ঘন্টার একটা ক্লাস নেই হাসপাতাল থেকে। ক্লাসের বিষয়বস্তু নানাবিধ। বাচ্চা হওয়ার আগে আপনি সুটকেসে কি কি ভরে হাসপাতালে যাবেন, কতবার কন্ট্রাকশন হলে হাসপাতালে রওনা হবেন, আর হাসপাতালটাতো অনেক বড় জায়গা ঠিক কয়তলাতে আপনাকে উঠতে হবে, লেবার রুমে যাবার আগে ট্রায়াজ রুমে গিয়ে দেখবেন সত্যি লেবার না নকল লেবার ইত্যাদি ইত্যাদি। লেবার রুমের ব্যথা নিয়ে প্রসূতি মা চিন্তায় আছেন, সেই কষ্ট লাঘব করতে লামায সাহেব তৈরি করেছেন এক টেকনিক। তবে এই বিদ্যা সময়মত মনে পড়লে হয়। বাচ্চার ডাইপার কিভাবে চেঞ্জ করবেন সে বিষয়ে একটা ডেমো দেওয়া হল, পুতুল দিয়ে। এই সমস্ত ইনফরমেশন গুগল সাহেব আপনার জন্য রেখে দিয়েছেন, ক্লাস না নিলেও চলে, দরকারের সময় খালি খাবলে নিবেন।
এগুলো যে কত দরকারি তথ্য সেটাই জানতাম না। ক্লাসে বসে বুঝলাম যে দুনিয়াতে সব বিদ্যারই প্রয়োজন আছে, এই মার্কেটপ্লেসে সব তথ্যই দামী। আর এই ইনফরমেশন ফ্রী ওয়েতে ছাগু নিধন থেকে শিশুপালন সবই আছে, আপনার কাজ শুধু গুগল সাহেবের বাক্সে উঁকি দেওয়া।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা কোন মহাসড়কে নেই বলে মনে হয়, সেটা হল যে বাচ্চার জন্য কেনা সমস্ত জিনিসের রিসিটগুলো রাখতে হবে। বাচ্চা হওয়ার পরে আপনি না বুঝে অনেক আবজাব জিনিষ কিনবেন, আমাকে নার্স বুঝিয়েছিল যে কাপড়ের ডাইপার নাকি অতুলনীয়, ২০ ডলার খরচ করে প্যাকেট খুলে আমি বেকুব বনে গেলাম। প্যাকেটে তিনটা ন্যাকড়া, গন্ধ শুঁকে মনে হল ফেরত দেওয়া মাল। বহু জিনিস কিনে তার দুই ঘন্টার মধ্যে ফেরত দিতে হয়েছে, প্যাকেট খোলার পর বুঝেছি এই জিনিসের কোন উপযোগিতা নেই। দেশি বাবারাও জিনিস কেনার আগে দোকানীকে বলে নিন যে বিক্রিত মাল অবশ্যই ফেরৎ যোগ্য হতে হবে, যদিও আমাদের দেশে জিনিস ফেরৎ দেওয়া বড়ই ঝামেলার কাজ, প্রেমিকারা পর্যন্ত ভালবাসা ফেরৎ নিতে চায় না।
সামলে রাখুনঃ
জীবনে গূঢ় বিদ্যা কোন দিন পেয়েছেন? এই বিদ্যা কোন স্কুলে শেখানো হয় না, গুগল সাহেবেরও অজানা এই জিনিস, হঠাৎ জীবনের চলার পথে কুড়িয়ে পাবেন একে, একদম না চাহিলে যারে পাওয়া যায়। আমিও পেয়েছি আচমকা, বাবা হওয়ার পর গল্প করছি বন্ধুর সাথে, কথায় কথায়...
“বুঝলি বাপ তো সবে হয়েছিস, চার পাঁচ বছর যাক...” বন্ধু কথাটা উহ্য রাখেন।
“কেন কেন? কি হবে?” আমার কৌতুহল হল। এই বন্ধুটি আবার পুরানো বাবা, আমার মত আনকোরা নন।
“ইয়ে সামলে রাখিস”।
“ইয়ে মানে?”
“শোন, ওই বয়েসের বাচ্চাদের সাইজ যা, ওরা যখন রকেটের গতিতে ছুটে আসবে, তোর শরীরের কোথায় বাড়ি লাগবে, বুঝতে পারছিস?” বন্ধু এবার ঝেড়ে কাশেন। “তারপর যখন স্নেহের আতিশয্যে লাফ দিবে গায়ের উপরে...বুঝেছিস তো...আর যদি এখনও বুঝতে না পারিস তাহলে ওই বস্তুই নেই তোর”। [বন্ধুটি অবশ্য অনেক সরাসরি ভাষায় বলেছিল, আমি একটু প্রাঞ্জল করলাম আপনাদের জন্য]
হুম, চিন্তার বিষয় বটে। টেস্ট খেলুড়েদের পেস বলের সামনে সাকিব আল হাসানদের টিমের সবচেয়ে বড় বিপদ মনে হয় এটাই। এটা সামলাতে গিয়েই বংগসন্তানরা পটাপট ড্রেসিং রুমে ফিরে আসে। সেই বিপদ নিজেও আজকাল প্রায়ই টের পাই, এটা সামলে শিশুপালন করতে গিয়ে মনে হয় টাইগারদের ইনিংস পরাজয়ও অনেক সহনীয়, তাও বেঁচে থাকুক এই বস্তু। টাইগার হোক আর আমাদের মত নাদান বাবাই হক, এটা কেউ হারাতে রাজী নয়।
বুঝলেন বাবা হওয়া সহজ নয়...বাব্বাহ...
সফটওয়ার আপগ্রেড :
আমি কাজ করি সফটওয়ার কারখানায়। মোটামুটি কিছু একটা বানিয়ে বেচে দেই মার্কেটে, এরপর ক্রেতার গালাগালি আসতে থাকে। আমাদের কোন ভ্রুক্ষেপ নেই তাতে, পরের রিলিজে ঠিক করে দেব। পরের রিলিজের পরও গালাগালি চলতেই থাকে, কিন্তু আমরা দার্শনিকের মতই নির্বিকার, এর পরের আপগ্রেডেই ঠিক হয়ে যাবে। এই চক্র আমাদের মনুষ্য সৃষ্ট মার্কেটপ্লেসে চলতেই থাকে। বিধাতা কিন্তু এই ঝামেলায় নেই, উনি যে সফটওয়ার ভেতরে দিয়ে দেন, কদাচ সেই কোড আপগ্রেড করেন। কাস্টমার সার্ভিস নিয়ে উনার কোন মাথা ব্যথা নেই, যতই ডাকুন না কেন উনার তরফ থেকে কেউ কোন দিন কল পায়নি। এই জন্য গাধা পিটালেও মানুষ হয় না আর ছাগু পিটালেও গরু হয় না। কিন্তু নিজের অভিজ্ঞতায় দেখেছি উনি একবার কোড আপগ্রেড করে দেন, অনলাইন আপগ্রেড, এটা আপনি একদম ফ্রী পাবেন সন্তান জন্ম দেওয়ার পরে।
চারিধারে বাচ্চা দেখে মেজাজ খারাপ লাগছে আজ? ওদের কারণে পড়া বরবাদ? জীবন ভাজা ভাজা করে দিচ্ছে পাশের বাড়ির পিচ্চি ? কোলে তুললেই হিসু? অসময়ে ভাস্তের অন্যায্য আবদার? এগুলো আজ অত্যাচার মনে হচ্ছে, তাই না? আমারও মনে হয়েছিল। কিন্তু হাসপাতালে নিজের বাচ্চাটা কোলে নেওয়ার সাথে সাথেই এক টেরা বাইট পার সেকেন্ড স্পীডে ঈশ্বর আপনার কার্নেল কোড আপগ্রেড করে দিবেন, এরপর থেকে শিশুদের মনে হবে দেবশিশু, ওদের বর্জ্য তরলকে আর গরলের মত লাগবে না, মনে হবে ফরাসী পারফিউমে গড়াগড়ি খাচ্ছেন। হাজার অত্যাচার মেনে নিবেন হাসিমুখে, ঠিক যেভাবে আপনার বাবা আর মা মেনে নিয়েছিলেন।
তবে স্বর্গীয় সফটওয়ার কারখানার কারিগররাও ভুলভাল করেন। মায়া ও ধৈর্যের লেভেল বাড়ালেও মাঝে মাঝে ধৈর্যচ্যুতি হতে পারে। কোন এক পূর্ণিমা রাতে সিদ্ধার্থের মত গৃহত্যাগের বাসনা হওয়াও বিচিত্র নয়। তবে সেটাও মন্দ নয়, গৌতম বুদ্ধ ঘর ছেড়ে না গেলে আমরা এমন দারুন একটা ফিলোসফিক্যাল ধর্ম পেতাম কি করে? উনি যদি ডাইপার চেঞ্জ নিয়ে ব্যস্ত থাকতেন তাহলে অনেক মহৎ কিছুই মিস হয়ে যেত। সুতরাং আপনি ডাইপার চেঞ্জ করবেন নাকি নতুন এক মহানির্বানের দিকে এগিয়ে যাবেন সেটা বোধহয় আপনার বিবেচনা।
মন্তব্য
সুপাঠ্য, বরাবরের মতো
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ধন্যবাদ রেনেট।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
আপনার ভাষা অসাধারণ। শিশুপালন চলতে থাকুক। শিশু জন্মের আগের কালকে "বাবা"র দৃষ্টি থেকে দেখে লিখতে পারেন। এই বিষয়ে উল্লেখযোগ্য কোন লেখা আমার চোখে পড়েনি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ধন্যবাদ ষষ্ঠ পাণ্ডব।
ভালো টপিকের আইডিয়া দিয়েছেন।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
শিশুপালন চলুক, আমরাও শিখি
...........................
Every Picture Tells a Story
হা হা হা, ধন্যবাদ মুস্তাফিজ ভাই
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
তাসনীম ভাই কি ইদানিং আমার বাসার আশেপাশে ঘুরে গেছেন নাকি?
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ধন্যবাদ ওডিন...
আন্দাজ করতে পারি কি রকম লাগে...
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
একটা বই বের করতেই হবে আপনাকে। পড়তে পড়তে সে কথাই মনে হচ্ছিলো বার বার।
আমারও শর্টকোর্স খুব পছন্দের। চার পাঁচ পাতার মধ্যে আপনার জীবনের সব শিক্ষার সারাংশ এখনি লিখে ফেলুন। অনেকের কাজে দেবে।
[বানানঃ কৈতূহল, ধৈর্য্য ]
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
জীবনের সব শিক্ষার সারাংশ নিয়ে চোথা তৈরি করব ভাবছি। সারাজীবনে চোথার চেয়ে বেশি উপকার আর কোন কিছু থেকে পাইনি।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ষোলআনা খাঁটি কথা !
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বরাবরের মত
সুযোগ চাই প্যারেণ্ট হবোতে পানি ঢেলে দিলেন!!!
_________________________________________
বোহেমিয়ান কথকতা
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
ধন্যবাদ।
"সুযোগ চাই প্যারেণ্ট হবোর" কাজকর্ম কেমন চলছে? একটা গ্রুপ দেখলাম ফেসবুকে; এডভাইসার পদ খালি আছে?
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
উদ্ধৃতি
"সুযোগ চাই প্যারেন্ট হবোতে পানি ঢেলে দিলেন"
আহারে বেচারা!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সক্কালবেলাতেই আপনার লেখা পড়ে মেজাজ খুশ হয়ে গেলো।
অনেক ধন্যবাদ মূলোদা। মেজাজ কি খারাপ ছিল?
অটঃ আমি দেখছি আপনি এই রবিবারও সকাল সাতটায় উঠে পড়ছেন। আপনি কিন্তু দারুন শিশুপালন করতে পারবেন
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
শিশুদের সাথে আমার ভালোই পটে, যদিও এও জানি পরস্মৈপদী প্রেম আর নিজের কাঁধ, দুটো আলাদা জিনিস। রাত্তিরে যে বন্ধুর বাড়িতে ছিলাম কাল তার ছানাটির সাথে আমার খুব দোস্তি। সতের মাসের সেই বালকটির স্টেডি গার্লফ্রেন্ড আছে, তারপরেও কাল খেলনা পেয়ে এমন আদর করলো যে বুঝলাম বাবাদের টাকাপয়সা জমে না কেন।
আপনিও গূঢ় রহস্যের সন্ধান পেয়ে যাচ্ছেন আস্তে আস্তে, সব জ্ঞানই কাজে লাগবে রে ভাই। শিশুসংসর্গে আনন্দলাভ করলে আপনার আর বেশি সফটওয়্যার আপগ্রেড লাগবে না
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
দারুন বলেছেন!
আপনার এই সিরিজের আমি ভক্ত। মুগ্ধতা জানিয়ে গেলাম।
অনেক ধন্যবাদ বাউলিয়ানা।
ঈশ্বর অবশ্য তাঁর কোডের জন্য কোন পয়সা নেন না। উনার রাজত্বে সমাজতন্ত্র কায়েক করেছেন উনি।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
আপনি খুবই কেয়ারিং বাবা, তাসনীম।
আমিও আপনার এই সিরিজের পাংখা।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেক অনেক ধন্যবাদ শিমুল।
এই পাংখা জিনিসটা বুঝতে আমার অনেক দিন লেগেছে
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
আমি কল্পনায় দেখলাম গৌতম বুদ্ধ ডাইপার চেঞ্জ নিয়ে ব্যস্ত ----ব্যাপারটা ঠিক সুবিধার লাগলো না।
"সামলে রাখুন" ব্যাপারটা জানতাম না।
"কিন্তু হাসপাতালে নিজের বাচ্চাটা কোলে নেওয়ার সাথে সাথেই এক টেরা বাইট পার সেকেন্ড স্পীডে ঈশ্বর আপনার কার্নেল কোড আপগ্রেড করে দিবেন, এরপর থেকে শিশুদের মনে হবে দেবশিশু, ওদের বর্জ্য তরলকে আর গরলের মত লাগবে না, মনে হবে ফরাসী পারফিউমে গড়াগড়ি খাচ্ছেন।"--দারুন উপমা।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
মন্তব্যের জন্য ধন্যবাদ বর্ষা।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
বরাবরের মতোই গড়গড়িয়ে পড়ে গ্লাম! মুগ্ধতা আনলিমিটেড! লেখায় মধ্যেও ভালুবাসা টের পাওয়া যায়! বাচ্চাকাচ্চার উপ্রে আমার পচইন্ড দূর্বলতা! আমার বান্দর বাচ্চার সাথে সাথে মনে হয় আমিও গাছে উঠে পাশের বাড়ির গাছের আম পাড়বো!
-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধন্যবাদ বালিকা। তোমার বাসার পাশে থাকলে মনে গাছে আর একটা আমও থাকবে না
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
- আপনি পাঁচ পাতায় ঠিক্কর্ছেন ছেলেমেদের জ্ঞানের কথা বলে যাবেন? আমি ঠিক্কর্ছি মোটে এক লাইনে সবকিছুর গূঢ় অর্থ বলে যাবো। সেটা হলো, "বাবারা কোনোদিন বিয়া করিস না!"
দুনিয়ার সব সমস্যার মূল হইলো এই বিয়া ওরফে বিপরীত লিঙ্গ ওরফে প্রেম!
শেষ প্যারায় আইসা এতোক্ষণে নিজের জন্য কিছু খুঁজে পাইলাম। আমার জীবনে সবচেয়ে বড় খোটা যেটা শুনছি, সেটা হলো যে আমি নাকি বিয়ার পরে বউ-বাচ্চা ফালায়া রেখে অরোরা দেখতে যামুগা একলা একলা "আমি গেলাম" বইলা। এবং এইটা নাকি মোটামুটি শিউর।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গূঢ় অর্থ যদি বুঝেই ফেল তবে নিজেই বিয়ে করা থেকে বিরত থাকতে পার, তাহলে আর বাচ্চা পর্যন্ত যেতে হবে না
মাঝে মাঝে গেলে অসুবিধা নাই। আমিও বিয়ের পরপর ভুলে যেতাম বউয়ের কথা। অরোরা দেখা মেয়েরা মাফ করে দিবে মনে হয়, কিন্তু একা হিন্দি ছবি দেখতে গেলে বিপদ আছে।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
তাসনীম ভাই, খুব মজা লাগছে সিরিজটা।
'সামলে রাখুন' চ্যাপ্টারটা পড়ে তো মাথা ঘুরতেসে! যত যাই হোক, ব্যাটসম্যানদের তো প্রোটেকশনের জন্য গার্ড আছে, কিন্তু বাবাদের কি হবে? নতুন কিছু আবিষ্কারের আগ পর্যন্ত না হয় ব্যাটিং গার্ড দিয়েই আপাতত বাবারা চালিয়ে নিক, নাকি?
=========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
আইডিয়াটা মন্দ না
মন্তব্যের জন্য ধন্যবাদ।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
যত হাসি তত কান্না
হুম...সত্যি।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
চমৎকার সাবলীল লেখা। শেষের তিনটা প্যারা অসাধারণ!
আমার সাড়ে ছয় বছরের মেয়েকে আমি এখনো সাতসকালে কোলে তুলে নেই পরম আদরে। দশ মিনিট কোলে নিয়ে তার ঘুম ভাঙাই। জানি আর কিছুদিন পরে আর কোলে উঠবেনা, ছুটির দিনে সকালে ঘুম থেকে উঠে আমি কখন এসে কোলে নিব সেই আশায় বিছানায় শুয়ে থাকবে না। যে দিন চলে যাচ্ছে তা আর কোনদিন ফিরে আসবে না।
অনেক ধন্যবাদ পিপিদা।
আপনি যেন আমার কথাই লিখেছেন, সত্যি তাই, এই সুন্দর দিনগুলি আর পাব না...আপনার কন্যার জন্য আদর রইল।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
বস,
কোর্সের জ্ঞান কোন কাজে নাই। বাপ হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই বাচ্চার চেয়ে বেশী ব্যস্তছিলাম বাচ্চার মাকে নিয়া।
সামলে রাখার ব্যপারটা বোধ হয় কাজে লাগবে। আমার মেয়ের সাইজ আর চলার গতি দু'তিন মাসের মধ্যে সামলে রাখার দরকারী পর্যায়ে পৌঁছবে।
মাঝে মাঝে সিদ্ধার্থ হইতে মঞ্চায়। কিন্তু এখন আর ভাগনের উপায় নাই। সব হাগা-মুতার কাম শেষ হইলে মেয়েকে কোলে নিয়া পাড়া ঘুমানোর গানটা গাই গুন গুনিয়ে, আস্তে আস্তে মেয়ের পিঠে থাপ্পর দিয়ে। মেয়েটা দু'হাতে গলা জড়িয়ে ধরে এক সময় ঘুমিয়ে গেলে আর বিছানায় দিতে ইচ্ছে করে না। মনে হয় থাকনা বন্ধনটা, আরো কিচ্ছুক্ষন!
সব ক্লান্তি যন্ত্রনার শেষে সব কিছু পাওয়ার তৃপ্তিতে ভরে উঠে মনটা।
লেখা সুখপাঠ্য যথারীতি। আশা করি পরের পর্বে সামলে রাখার আরো কিছু হদিস থাকবে। বাচ্চাদের আদর আর মাকে শুভেচ্ছা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পুতুল।
ক্লাস করার পরেও বাচ্চার জন্মের পর পুরো ব্যারাছ্যারা অবস্থা ছিল, এমনই জিনিস পুঁথিগত বিদ্যার বেল নাই।
সামলে রাখার সময়টা আবার খুব বেশিদিন না। টাইগারদের ক্ষিপ্রতায় চলাফেরা করতে হবে, আর মানুষজনে মাঝে আঘাত আসলেও মুখে হাসি রাখার দক্ষতা অর্জন করতে হবে, একদিন বিপদের উত্তরণ ঘটবে
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
হে, হে ! আমি কি বলেছিলাম আগে, মনে আছে? এই যে এখন সব লাইন ধরে বলে যাচ্ছে যে আপনি "কেয়ারিং বাবা, খুব ফিল করেন" ইত্যাদি ইত্যাদি। তো এখন আমার ফি কই , আগেই আপনাকে সার্টিফায়েড 'বেস্ট ড্যাডি অন আর্থ' করে দিয়েছিলাম যে?
হা, হা, হা! আব্বুকে গার্ডের কথা জিজ্ঞেস করতে হবে - আমি যেই বাপের ন্যাওটা ছিলাম! এখনও। আই হোপ আই ডিট নট ডু মাচ কোল্যাটারাল ড্যামেজ!
আপনার সেন্স অফ হিউমার একদম ''আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে'' টাইপের এখানে। কতবার যে খিকখিক করে হাসলাম! আমাদের পরিবারের আর ফ্রেন্ডদের মধ্যে নতুন বাবাদের জন্যে আসলে মায়াই লাগে, বেচারারা পদে পদে এত ভুগতে থাকে! নতুন মা'রা সম্ভবতঃ মাদারিং ইন্সটিঙ্কট থেকে অনেককিছুই আগেভাগে বুঝে নিতে পারে, মা-খালাদের এডভাইস ছাড়াও। তাই না?
ইনশাল্লাহ ঢাকায় দেখা হবে। দেন ইউ উইল সি দ্যাট আই এম গুড উইথ বেইবিজ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
বিলক্ষণ...শরতশিশির সার্টিফায়েড ড্যাড...ভুলি কেমনে?
বাবাগিরি করে বাচ্চাদের কি উপকার করতে পেরেছি জানি না, কিন্তু নিজের উপকার হয়েছে অনেক। জীবনের আরেকটা দিক খুব ভালো করে দেখতে পারছি এবং উপভোগও করছি, যদিও মাঝে মাঝে সিদ্ধার্থের মত ঘর ছাড়তে ইচ্ছে করে। উপরের কমেন্টে অন্য বাবারও একই ইচ্ছা দেখবে।
আমারও লাগে। তাই এই লেখা। ফাদার ইন্সটিঙ্কট বলে কিছু নেই, আমাদের শিখতে হয় পদে পদে ঠেকে গিয়ে।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
সুপাঠ্য.
নাহ... বাচ্চাকাচ্চা নিয়ে ফেলা দরকার....
সত্যি তাই.. উৎকৃ্ষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়...
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
আপনার এই চোথা আশা করি আমাদের ও কামে আসবে, খুব মনযোগ দিয়ে পড়তেছি।
নতুন মন্তব্য করুন