প্রথম পর্ব - মূলত পাঠক
দ্বিতীয় পর্ব - আনন্দী কল্যাণ
তৃতীয় পর্ব - বুনোহাঁস
চতুর্থ পর্ব - নজরুল ইসলাম
পঞ্চম পর্ব - দুষ্ট বালিকা
|| ষষ্ঠ পর্ব ||
নাহ...মীরার এই লুপ থেকে বের হতে হবে। লোকটা যে-ই হোক না কেন, মীরা আর আমার নয়, আমার মাথা না ঘামালেও চলবে। মাথা গরম করার মত জিনিস আমার জীবনে কম নেই, কলেজের পুরানো প্রেম টেনে এনে সেটা নিয়ে আর পেরেশানি করার মানে নেই। নতুন জায়গা তাই বলে একটু হয়ত নিঃসঙ্গ লাগছে।
মদ্যপান ইদানীং অনেক কমিয়ে দিয়েছি আমি, তারপরও সাতপাঁচ ভেবে রওনা দেই হোটেলের বারে। আজকে রাত্রে এটার দরকার আছে। মাথা থেকে মীরার ভজন বের করতে হবে, আর সেই সঙ্গে কাজের চিন্তাটাও উড়িয়ে দিতে পারছি না।
ভূটানে ভারতীয় সব ধরনের মদের সাপ্লাই আছে দেদার। একটু দেখেশুনে অফিসার্স চয়েজ অর্ডার দিলাম। বেশ ভালো জাতের হুইস্কি, দ্রুত কাজ করে। আমার দ্রুতই কাজ দরকার। একটু খিদেও লেগেছে। প্রেমকুমারের মুরগি আর ভাতের দেখা কখন পাবো জানি না...একটু পেটাপূজা হলে মন্দ হতো না। এই পূজো দিলে হয়ত মীরার ভজনের আওয়াজও কমে আসবে।
বারের বেয়ারা অতিদ্রুতই হালকা তেল মাখানো ঝাল বাদাম আর সোনালী পানীয় এনে দিল। গ্লাসে ভাসছে তিন টুকরো বরফ। আস্তে আস্তে পানীয়টা পেটে চালান হতেই মাথাটা হালকা হতে লাগলো। বাদামটাতে ব্যাটারা ঝাল দিয়েছে প্রচুর, ভূটানিরা এত ঝাল খায় জানতাম না। এই ঝালের কারণেই ওদের পেট হয়ত সর্বক্ষণ ভুটভাট করে আর সেই থেকেই দেশের নাম ভূটান...হা হা হা...নিজের রসিকতায় নিজেই নিজের পিঠ চাপড়ে দিলাম। নয়নাকে বলতে হবে এটা। আস্তে আস্তে মনে হয় আমি ধরাতলে ফিরছি...শালার কবেকার প্রেম...কী বোকাচোদাই ছিলাম তখন।
ভূটান অতি দর্শনীয় জায়গা, পর্বত আর নিসর্গ সব একসাথে জড়াজড়ি করে আছে। কোথাও যাওয়ার দরকার নেই, শুধু জানালাটা খুললেই হল। শালা এই রূপ নিয়ে এখনো এরা তৃতীয় বিশ্বে পড়ে আছে, এদের মাথায় একটু বুদ্ধি থাকলে এটা হতে পারতো সুইজারল্যান্ড। এদের দরকার ব্যাপক বিজ্ঞাপন আর একটু প্ল্যানিং। আমেরিকার মোটা মোটা ট্যুরিস্ট আনতে হবে এই দেশে, তবেই না উন্নতি। আরে শালা, সুখ দিয়ে কী করবি যদি পকেট ফাঁকা থাকে। সুখ দিয়ে কী ছেলের কলেজের বিল দেওয়া যায়? এই জন্য দরকার ডলার, এই সেই ডলার নিয়ে বসে আছে মোটা মোটা আমেরিকানগুলো। ওদেরকে এইদেশ মুখো করতে হলে অনেক প্ল্যানিং দরকার, ওই মোটাগুলোতো রাস্তার মোড়ে মোড়ে বাথরুম খোঁজে।
আজ কাজে বেরিয়ে একটা মন্দির দেখলাম, পাহাড়ের চূড়ায়, পাশেই হা হা করছে খাদ। এই দিয়ে এই ভূটানি গাধাগুলো ধর্মভাব জাগায়, এই জিনিস দেখিয়ে যে ব্যবসাও করা যায় সেটা এখনও টের পায় নি এরা। এদের গ্রস ন্যাশানাল হ্যাপিনেসকে আমার কাছে গ্রস ন্যাশানাল স্টুপিডিটি মনে হয়।
নাহ, অফিসার্স চয়েজটা মন্দ নয়। মনের ভারটা আর নেই, বরং 'কী আনন্দ আকাশে বাতাসে' টাইপের একটা অনুভূতি হচ্ছে। এই মুডে থাকলে প্রেমকুমারের কফিও প্রেম প্রেম লাগবে...খোদাই জানে মুরগির ঝোলের এখন কী অবস্থা।
নয়নাকে একবার ভূটানে আনতে হবে...এই ভেবে...গুনগুন করে একটা গান ধরেছি...কিন্তু একি...একটু দূরে দেখলাম মীরা সকাল বেলাতে দেখা সেই লোকের সাথে বসা!!! মেয়েটাকে মনে হয় রুমে রেখে এসেছে। নাহ সকালে প্রেমকুমারের মুখ দেখে উঠেছি, তার সাথে সেই কফি...ভাগ্য এরচেয়ে ভালো আর কী হবে।
বারে আলো নেই বেশি, ওরা হয়ত আমাকে দেখেনি। আর দেখলেই বা কী। কিন্তু মীরার পরিবর্তন আমাকে বেশ বিস্মিত করল। ওর সামনে বড়সড় একটা কিংফিশার বিয়ারের বোতল, এই জিনিস কবে ধরল এই মেয়ে? লোকটা মনে হয় আমার মতই হুইস্কি নিয়েছে। ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগলো। কতকাল পরে আজই মীরার কথা মনে হলো, তারপর ভোজবাজীর মত কোত্থেকে মীরার আবির্ভাব। তারপর ওর সাথের এই কম বয়েসী লোকটা...অনেক কিছুই পরিষ্কার হচ্ছে না। আর মীরা না সেই সময়ে মদ্যপানকে দুইচোখে ঘৃণা করত?
যাক আমার কী...আরো দুটো পেগ অর্ডার দেই আমি। অলরেডি চারটা হয়ে গেছে। আমার লিমিট হচ্ছে চার, এই দুটো গেলে ছয় হবে। একটু ওভারডোজ হচ্ছে? হোক না...আজকে দিনটাই ওভারডোজ একটা দিন।
মীরার সাথে কী এই লোকটার কোন বাদানুবাদ হচ্ছে? একটু চাপা ঝগড়ার আওয়াজ শুনলাম। নাকি কানের ভুল? গোটা পাঁচেক পেটে পড়লে অনেক কিছুই সম্ভব। আচ্ছা এই লোকটা মীরার কে? নাহ...বারে এসেও কাজ হলো না মনে হয়। যাই ঘরে ফিরে মুর্গির ঝোল আর ভাত খেয়ে শুয়ে পড়ি। রহস্য কালকে সমাধান করা যাবে। আর সব রহস্যের সমাধান হতেও নেই।
প্রেমকুমার কফি যাই বানাক না কেন...মুরগিটা বেশ হয়েছে ওদের। বেশ ঝাল ঝাল...দিব্যি লাগছে খেতে। নেশা আর খিদে মিলে বেশ জম্পেশ একটা ব্যাপার। খাবার শেষ করে একটা সিগারেট ধরাই আমি। চোখটা বন্ধ হয়ে আসছে ঘুমে। টেবিল ল্যাম্পটা নিবিয়ে, চাদর টেনে শুয়ে পড়ি। কালকেও বৃষ্টি হতে পারে, অনেকগুলো কাজ সারতে হবে, মীরা দেবী বিদায় নিয়েছেন মাথা থেকে, সেই সঙ্গে গোটা কলেজ জীবন...ছেলেটার জন্য কলেজ ফান্ড...বাড়ির পেমেন্ট...শালার জীবন...
দড়াম দড়াম করে ধাক্কা দিচ্ছে কেউ দরজায়। ঘুম ঘুম চোখে আমি ঘড়ি দেখি, সকাল ৭টা, বেশ ভার হয়ে আছে মাথাটা...হ্যাংওভার...
“কৌন হ্যায়?” আমি ঘুম জড়ানো গলায় কোনমতে বলি।
“স্যার উঠিয়ে...” প্রেমকুমারের গলার উৎকন্ঠাটা আধো ঘুমেও টের পাই।
উৎকন্ঠাটা আমার মধ্যেও ছড়িয়ে পড়ে, দ্রুত উঠে একটু ভদ্রস্থ হয়ে দরজা খুলে দেই। উদ্ভ্রান্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে প্রেমকুমার।
"শাব, হোটেলমে কিশিকা কত্ল হুয়া হ্যায়, দারোগা শাব নে শবকো নিচে বুলায়া...... "
মন্তব্য
প্রিয় পাঠক, খুনাখুনি আমার পোষায় না...ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধানই ভানে তেমনি আমরা বঙ্গদেশীয়রা ভূটানে গিয়েও পুরানো প্রেমের অম্বলে আক্রান্ত হই। তাই ভূটানি প্রেম কাহিনী থেকে ১৮০ ডিগ্রি একটা টার্ন নিয়েছি এই গল্পে...
পুলিশ-গোয়েন্দার ঠেলা সামলাবে পরের জন...সরি এই বিপদে ফেলার জন্য।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
লা-জওয়াব, সকালে বললেন, এর মাঝেই গল্প রেডি, আপনার ফ্যাক্টরিতে গল্প রেডি হইতে দেখি সময়ই লাগে না, আপনে তো মনে হইতেছে জাত লেখক।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
জাত খুনি যে বলেন নাই তাতেই আমি খুশি
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ঈশ!
গল্পটারে এখন একটা সেরকম টান দেয়া যেতো। খুনাখুনি থেকে কীয়া-পরকীয়া-নরকীয়া ঘুরিয়ে স্বর্গকীয়ায় তুলে দেয়া যেতো! সাথে কিছু চাকভুম চাকভুম নাচ। আর, আর, আর...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঝটপট লেগে পড়...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ক্যামনে লাগবো! আমার কি আর 'বস' ছুটিতে গেছে নাকি!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চাকরি ছেড়ে দাও...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
হে হে হে
তা-ও ভালো তাসনীম ভাই, 'বস' ছাড়তে বলেন নাই।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বস-কে ছাড়া যাবে না তাইলে বলছেন?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আরে! নেমে পড়লো আরেক পর্ব? দারুণ! দারুণ! গল্পে এবার টুইস্ট এলো। পরেরজন ঠ্যালা সামলাক।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ...হুম পরেরজন ঠ্যালা সামলাক
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
আপনি নাকি খুন-জখম ভালো করতে পারেন না বললেন?! নাকি আমাকেই প্রেমকে খুন করার মহান দায়িত্ব অর্পণ করলেন??! তাইলে এইটা কী?! আমি তো কী করে কাকে খুন করবো তা গভীরভাবে চিন্তা করতে করতে ঘুমাতে গেলাম, আর আপনি কিনা তার মধ্যেই বস নেই বলে ড্রাঙ্ক হয়ে মার্ডার করে ফেললেন?!
ক্যাম্নে কী??!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হাতে সময় থাকলে খুন করা খুব কঠিন নয় দেখলাম। তুমি রেডি হও এবার।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
তাই তো দেখি! আমি আবার ভয় খেলুম, যে আমি নিজেই খুন খারাবির চ্চিন্তা করতে করতে ঘুমের মাঝে খুন করে ফেললাম নাকি! মানে কে খুন হল, কোথায় কীভাবে হল কিছুই দেখি লেখক বলেন নাই!
শেষে আবার আমারে না কেউ ফাআঁসিতে ঝুলায়!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হুম, অবস্থা যা দাঁড়িয়েছে, এটা তো মনে হচ্ছে নেক্সট বইমেলার উপন্যাস হতে যাচ্ছে।
চমৎকার এগুচ্ছে এখন পর্যন্ত, দেখা যাক কই যায়।
ধন্যবাদ।
আপনিও লাইনে ঢুকে পড়ুন না
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
হ্যাঁ আরিফ ভাই, আপনিও দলে নাম লেখান। বারোয়ারি গল্পের মজাটাই তো একেক জন একেক রকম ভাবে লিখে গল্পের মোড় বিভিন্ন দিকে ঘুরিইয়ে দেয়ায়। অনেকে মিলে না লিখলে মজা নাই।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ভাইজান, একটু ছিদ্রান্বেষণ করি...
মীরা আর অয়নের প্রেম ইউনিভার্সিটিতে, আবৃত্তি করতে গিয়ে টি.এস.সি তে পরিচয়ের পর, প্রেম কীনা সেটাও অবশ্য হা বিতং করে বলা হয়নাই এখনও!
ভূটানে মদ বিষয়ক কী জানি সব কড়াকড়ি আছে জানতাম। তাই সাধারণ হোটেলে বার থাকাটাও একটু বেমানান! তবে আমি নিশ্চিত না কিন্তু!
আর শেষে প্রেমকুমারে ডায়ালগটা হয়ে গেছে বাংলায়! এরকম কিছু একটা হবে হয়তো, "শাব, হোটেলমে কিসিকা কাতেল হুয়া হ্যায় শাব, পোলিসনে সবকো নিচে বুলায়া... "
আর সেরাম টার্ন মারিয়াছে গপ্পো, যাযাব্যাকাপু এইবার তোমার পালা, এরপরে নাহয় খুন জখম আর রক্তপাতের বন্যা বইয়ে দিতে আমি আবারও আসবো!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
গল্পের গরুর গাছে ওঠার অধিকার আছে। আর মীরার সাথে অয়নের প্রেম ছিল না বলছ? তাহলে আগের পর্বের ওইগুলো কী (চিন্তার বিষয়ের ইমো)?
আমার হিন্দির যা অবস্থা...তাতে প্রেমকুমারকে বাংলা শেখানোটাই উপযুক্ত তবে বদলে তোমার দেওয়া সংলাপ জুড়ে দেব।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
হাহাহাহাহা! কথা সইত্য ভাইয়া। গল্পের গরুর কতো মজা তাই না? বাস্তবটাও এমন সাজানো গেলে ভালাইতো!
আনন্দীদির অংশে মীরার প্রতি অয়নের ভাবাবেগের অংশটা বেশ সুন্দর করে দেয়া আছে, মীরার দিক থেকে ব্যাপারটা কী ছিলো তা কিন্তু জানানো হয় নি।
আমিও কী ছাই হিন্দী জানি? কোনওরকমে লিখলাম আর কী! ভুল থাকতেই পারে!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমি আগের পর্বগুলো এই পর্ব লেখার আগে আরেকবার ব্রাউজ করেছি। চেষ্টা করেছি কন্টিনিউটি রাখার...আর খুনটা কে হয়েছে সেটাও বলিনি, মীরা নাও হতে পারে। গল্পে আর নতুন কোন চরিত্র নেই, সুতরাং যাযাবর আরও কিছু চরিত্র আনলে ভাল হবে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
হ! আমার ঘাড়ে চাপান এখন সব! দিলেন তো আমার সাজানো খুনে পানি ঢেলে! ()
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আরও খুন করার সুযোগ আছে এখনো...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
আমি খুব সম্ভব চার নাম্বার পর্বটা পড়ি নাই। কালকের পর্বটায় হালকা চোখ বুলিয়েছিলাম। [মেগা সিরিয়ালের এই সুবিধা। এক হপ্তা কারেন্ট না থাকলেও কাহিনী ধরতে সমস্যা নাই।...]
যাজ্ঞা ,আসল কথা হচ্ছে নারায়ন সান্যালের 'সোনার কাঁটা' পড়েছেন কেউ ?? যদি না পড়েন, আমি ধীরে ধীরে ওখান থেকে সমানে একটা একটা করে অধ্যায় কপিপেস্ট করতে পারি। এই পর্বের শেষ্টা ওখানের শুরুর সাথে মিলে গেলো কী না...
_________________________________________
সেরিওজা
সোনার কাঁটা পড়েছি!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমি পড়িনি...পেস্ট না করে একটু বদলে বুয়েটের সেশান্যাল স্টাইলে চোথা মেরে দাও
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
সুহান তাইলে লাইনে দাঁড়াচ্ছ ত?!
আস আমরা এই গল্পের তেশ মেরে দেই!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এই তো জমে উঠেছে... চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
একদিনেরও কম সময়ে পরের পর্ব নামিয়ে ফেলার জন্য তাসনীম ভাইকে ধন্যবাদ।
এরচেয়ে বেশি সময় নিলে আর লেখা হতো না
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
তাইলে কী ঠিক হলো, এইবার কে?
যাযাবর ব্যাকপ্যাকার?
সুহান রিজওয়ান?
না কি আরিফ জেবতিক?
আমি আগেই বাদ। আরিফ ভাই বা যাযাবরাপু লেখেন, দরকারে আমি গোয়েন্দার একটু টুইস্ট মারবো।
_________________________________________
সেরিওজা
সুহান রিজওয়ান সাহেব বয়োবৃদ্ধ মানুষ, তাঁর প্রবীন শরীরের উপর অত্যাচার হয়ে যাবে কাজেই ওঁকে আর অনুরোধ করা বোধ হয় ঠিক হবে না।
ভালো কথা, সাফি অনেক কাল আগে (১ম পর্বে) লিখেছিলেন: "আমিও লেখক না পাওয়া গেলে প্রক্সি দিতে রাজি আছি।" তো তিনি গেলেন কই?
হইতে চাইসিলাম ড্যানিয়েল ক্রেইগ, বানায়া দিলেন শন কনোরী... কই যাই...
_________________________________________
সেরিওজা
আরেকটা অনুরোধ, পরের পর্ব যিনি লিখবেন, আগের পর্বের লিঙ্কের ট্যাগে লেখকের নামটাও পারলে জুড়ে দেবেন প্লিজ। কে কে লিখলেন দেখা গেলে কে কে ফাঁকি মেরেছেন সেইটা আরো পস্টো হবে।
আমিও জুড়ে দিলাম।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
পরের পার্ট যাযাবর ব্যাকপ্যাকার...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
কই, যাযাবর ব্যাকপ্যাকার চলে আসেন লাইন দিয়ে-
নজ্রুলিস্লাম সাহেব, আপনার পর্বটা একটু উত্তম পুরুষে করে দ্যান না।
সবে রহস্য ঘনাচ্ছে, এর পর অনেক কিছু রোমহর্ষক জিনিসপত্র হবে, কাজেই আরো লেখক চাই। কে আছো জোয়ান হও আগুয়ান ইত্যাদি।
হুম, আমি তো লাইনে আছিই মূলোপাঠুদা। তবে একটু সময় লাগবে আর কি, খুব বেশি ব্যস্ততা যাচ্ছে। আর তাছাড়া কেবল একটা খুন হল, পাঠকেরাও (যদি সত্যি নিয়মিত আগ্রহী পাঠক এখনো কেউ কেউ থেকে থাকেন আরকি! ) একটু সাসপেন্সে থাকুন, নীড়েও একই জিনিসের ভিড় বেড়ে যাওয়ার ভয় কমুক, চলে আসবে পর্ব ইনশা-আল্লাহ।
কিন্তু আমার পরে কে সেটা হল কথা!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হুম, এক্ষণে গপ্পো বেশ জমাটি হয়ে উঠতে যাচ্ছে, এইতো চাই।আর পরের পর্ব লেখা নিয়ে ঢাক গুড়গুড় চইলতন, অবিলম্বে লেখককে হাত তুলতে বলা হোক।
--------------------------------------------
আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
বারোয়ারি এই পোস্টে মন্তব্য করলেই লেখক হয়ে যায় সে...সুতরাং আপনিও প্রস্তুত হন।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
হে পরওয়ারদিগার, এ কোন ধরনের ইনসাফ? ওসব মোগলের সাথে খানাপিনা আমাকে দিয়ে হবেনা, এই বলে রাখছি কিন্তু ।
ও হ্যাঁ, কেলাস ফাইভে ব্যাঙ্গের জীবনচিত্র আঁকতে গিয়ে আমি ইঁদুর এঁকে ফেরেছিলাম, তাই আগে থেকে "ভণ্ডুলবার্তা"(সৌজন্যেঃ মূলোদা) দিয়ে রাখলেম, আমার হাতে পড়লে বারোয়ারি গল্পো একেবারে মাঠে মারা যেতে পারে বৈকি।
--------------------------------------------
আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
আরেকটা গল্প লেখা শুরু করেছিলাম, শুরুটা মন্দ হয় নি, বেশ ফাজলামি-মূলক, কিন্তু এখন এগোচ্ছে না। আগে থেকে প্লট ভেবে না নিলে যা হয় আর কি। তো ভাবছি এই ভূটানের ফুটানি থামলে ঐটা ছেড়ে দেবো। কাজেই জনতা, একটু পা চালিয়ে, তাড়াতাড়ি।
আপনি তো দেখছি পুরোই বারোয়ারি বিজনেস খুলে বসেছেন
তবে পরের বারোয়ারি গল্পে আগে সবাই মিলে প্লটটা তৈরি করে নিলে ভালো হয়।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
আপনার কথা মানছি, আগে থেকে পরিকল্পনা করলে সুবিধা হয় নিঃসন্দেহে। কিন্তু তাহলে আবার ভ্রমণকাহিনি থেকে প্রেম, প্রেম থেকে খুনজখম, এই সব ভয়ানক আনপ্রেডিক্টেবল টুইস্ট অ্যান্ড টার্নগুলো যে পাওয়া যাবে না! বারোয়ারির এমন অভিনব একটা দিক বাদ দেওয়াই কি ঠিক হবে দাদা?
উঁহু! আগে থেকে প্লট ভেবে নিলে তা বিভিন্নজনের লেখার ভিন্ন ভিন্ন স্টাইলে অনেক ইন্টারেস্টিং একটা কিছু হলেও, মোটেও আর 'বারোয়ারি' থাকবে না! বারোয়ারির মজাই তোওইখানে, একেকজন একেকটা সারপ্রাইজিং টুইস্ট এনে ছেড়ে দেবেন, পরেরজনের দায়িত্ব সেটাকে সাফল্যের সাথে ক্যারি আউট করা!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
যাক অন্য যে গল্পটাকেও বারোয়ারির পাতে ছেড়ে দেবো ভেবেছিলাম, সেইটা শেষ করতে পেরেছি। আমার স্ট্যান্ডার্ডে এইটা বিশাল ব্যাপার, এক হপ্তার কমে ফুল-লেংথ গল্প নামানো সাধারণত আমার কম্মো নয়। যাক, সে ক্ষেত্রে ঐটে গোটা'টাই পোস্টাবো আজ, বেলার দিকে। বারোয়ারি লেখকদের পরের অ্যাসাইনমেন্ট নিয়ে ভয় কাটলো তাহলে?
দিয়ে দেন, পড়ি।
আর আমার ভূটান পর্ব আসতে আরেকটু দেরি হবে মনে হয়, সারাদিনের কর্মক্ষেত্র ঠেঙ্গাবার শেষে বাড়ি ফিরে সচলায়তনে অন্যদের লেখা পড়ছি মাঝে মাঝে, কিন্তু মন্তব্য করারো এনার্জি থাকে না, নতুন কিছু লিখব কী!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
বান্দা হাজির। এই বার কী টপিক?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
আরে কহানিমে টুইস্ট খাসা লিখেছেন তাসনীম। রীতিমত থ্রিলিং টার্ণ নিচ্ছে এবার গপ্পটা।
@মূপা এবং অন্যরা এই গপ্পটার নাম ভূটানে ভায়োলেন্স ধরণের মারকাটারি কিছু দেওয়া যায় কিনা ভেবে দেখবেন প্লীজ
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
ভূটান ভয়ঙ্কর...এক পর্যায়ে প্রখর রুদ্র চলে আসবে ভূটানে। (জটায়ু নিকটা খালি আছে মনে হয়)।
মন্তব্যকারীদের আমরা বারোয়ারি গল্পের লেখক হিসাবে রিক্রুট করছি...সো ইউ আর ইন...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ঠিক ঠিক, হরফ চলে আসুন, সারা জীবন শুধু কমেন্ট করে যাবেন আর আমরা বসে বসে দেখবো এমনটা হবার নয়। বেশ ভয়ানক রোমহর্ষক মারদাঙ্গাখচিত এপিসোড লিখে ফেলুন যাযাবরের পর্বের পরেই।
এত্ত রাগ আমার কমেন্টের ওপর, অ্যাঁ। কেন টিপ্পনি কাটা কি গুনাহ? ওক্কে দেন, ব্যাকপ্যাকারের পর আমি তাহলে। হাত তুল্লুম। আগেই বলে রাখছি এমন খারাপ লিখবো না, "কোথা আমার ভুটান গো-ও-ও" বলে সবাই কেঁদে কুল পাব্বেন্না। হুঁহ, আগেই সাবধান করে রাখলাম। তখন আপনারাই যেচে এসে বলবেন না ভাই হরফ আপনি কমেন্টান, মনের সাধে কমেন্টান, দয়া করে লিখবেন না, পায়ে পড়ি
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
আরে না না কমেন্টের ওপর তো রাগ না, কিন্তু যেমন খাসা কমেন্ট করেন তাতে লিখতে বসলেও মন্দ হবে না এই ভরসা আছে। আর ভূটানের স্বাস্থ্য নিয়ে আমার দুশ্চিন্তা নেই, ও এক অমরঅক্ষয় জিনিস, কাজেই ঝাঁপিয়ে পড়ুন।
তাইলে
আমি
হরফাপা
... ... ??
জেবতিক ভাই কই গেলেন?
আর সুহান এভাবে পালাতে চাইলে হয়?
অদ্রোহও মন্তব্য করেছেন না? মানে লেখা টেখা নিয়ে?
তাছাড়া ধুগোদাও না একবার কী কী বলে গেলেন?? উনি জয়েন করলে তো আরো ভালো টুইস্ট পাওয়া যেতে পারে মনে হয়, ধরেন মিউজিকাল আবঝাব টুইস্ট চলে আসলো একটা।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এ কি গেরো!!! এমন করলে খেলবো না। আপনারা কি চান এমন চমৎকার গল্প মাঠে মারা যাক? দোহাই তাহনীম এবারের মতো মাফ করে দিন, নাক্কান মলছি আর কমেন্ট করুম না করুম না করুম না।
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
গল্প মাঠে মারা যাবে কেন? মারার জন্য অনেক কিছুই পাবেন ভূটানে শুরু করে দিন...এরপর যাযাবর, তারপর আপনি...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ঠিক হ্যায়, বহুত আচ্ছা। আমার আর কি! আনাড়ীকে বার খাওয়ানোর মজা টের পাবেন আপনারা অর্থাৎ প্রকৃত লেখকেরা আমি হিজিবিজি কিছু একটা লিখে দেব অখন। দয়া করে কেউ বাৎলে দিন ফোনেটিক স্ক্রিপ্ট ডাউনলোডাবো কোত্থেকে? বহুত শুক্রিয়া (নার্ভাস হয়ে গেলে আমি আবার গো-বলয়ের জুবান বলি)।
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
অভ্র ৫
সব কিছুই আছে এতে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
থ্যাংক য়্যু স্যর। হাত পাকানোর জন্য এইমাত্র একটা রেসিপি পোস্টালাম , দেখলাম অবস্থা খুব খুব খারাপ। বাংলায় লম্বা লেখা লিখতে গেলেই ঘেমে-নেয়ে সারা হই
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
তাসনিম ভাই.. এই পর্বটা পুরাই কোপা..
পরের পর্বগুলার জন্যে অপেক্ষা।
তবে, একটা অনুরোধ রইল পর্ববর্তী লেখকদের জন্য, নতুন পর্ব এলে সর্বশেষ পর্বে পরবর্তী পর্বের লিংক দিয়ে দেবার। মন্তব্যে অনেকেই বলছেন লিখছি, আবার অনেকেই কাউকে বলছেন লিখতে। কিন্তু ঠিক কে লিখছেন, সেটা অনুসরণ করা একটু ঝামেলা মনে হয়। যদিও চমৎকার একটা সিরিজ অনুসরণ করতে এই কষ্টটুকু করা জায়েজাছে মনে হয়।
তাসনিম ভাই.. এই পর্বটা পুরাই কোপা..
পরের পর্বগুলার জন্যে অপেক্ষা।
তবে, একটা অনুরোধ রইল পর্ববর্তী লেখকদের জন্য, নতুন পর্ব এলে সর্বশেষ পর্বে পরবর্তী পর্বের লিংক দিয়ে দেবার। মন্তব্যে অনেকেই বলছেন লিখছি, আবার অনেকেই কাউকে বলছেন লিখতে। কিন্তু ঠিক কে লিখছেন, সেটা অনুসরণ করা একটু ঝামেলা মনে হয়। যদিও চমৎকার একটা সিরিজ অনুসরণ করতে এই কষ্টটুকু করা জায়েজাছে মনে হয়।
খুব সম্ভবত সবগুলো পর্বই 'বারোয়ারি গল্প' ট্যাগের আণ্ডারে আছে, ঐটা খুঁজলেই বেরিয়ে পরবে। তবে 'ভূটান গল্প' ট্যাগও দেয়া যেতে পারে সাথে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নিজেরে বেকুব বেকুব লাগতেছে!! ট্যাগের সুবিধাটা নেয়ার কথা মাথায়ই আসে নাই।
থ্যাংকু মনে করায়ে দেবার জন্যে।
দিলা তো প্যাচ লাগাই্য়া---------
--------------------------------------------------------------------------------
নতুন মন্তব্য করুন