গত দু'দিন ধরে এক নাগাড়ে গানটি আমার প্লেয়ারে বেজে চলেছে কিন্তু কিছুতেই ধরতে পারছিনা এই গানটা কই শুনেছি। হঠাৎ মনে পড়ল গানের শুরুটা অন্জন দত্তের কোন এক বিখ্যাত গানের শুরুর সাথে মিলে। আলসেমি করে গানটা খোঁজাও হচ্ছেনা।
কুইক কুইজ: কেউ কি মনে করতে পারেন এই গানটির বাংলা ভার্সনটি কি ছিল?
মন্তব্য
মেরী আন..
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
তাই না??!!?? আমিও অরূপ ভাইয়ের লেখা পড়ি আর ভাবি এই গানই কিনা! ধন্যবাদ!!
কালো সাহেবের মেয়ে ইসকুল পালিয়ে ধরতে তোমার দু'টো হাত
কতো মার খেয়েছি মুখ বুজে সয়েছি অন্যায় কতো অপবাদ
বয়স তখন ছিল পনেরো তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম
মাথার ভেতর ছিলো এলভিস প্রিসলী, খাতার ভেতরে তোমার নাম
ম্যারি অ্যান... ম্যারি ম্যারি অ্যান... ম্যারি অ্যান ম্যারি
এক সময় আমাদের ঠোঁটের আগায় থাকতো গান গুলো!
নতুন মন্তব্য করুন