এ কেমন নিষ্ঠুরতা!

সেলিনা তুলি এর ছবি
লিখেছেন সেলিনা তুলি (তারিখ: শনি, ০৭/০৩/২০০৯ - ৫:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

এ কেমন নিষ্ঠুরতা!

মৃত্যু অবশ্যম্ভাবী। অনিবার্য। কিন্তু এমন ভয়ংকর মৃত্যু শত্রুও চাইবেনা। ২৫ ফেব্রুয়ারি এমনই ভয়ংকর এক অভিজ্ঞতা হলো আমাদের। আইনশৃঙ্খলা বাহিনী উচ্ছৃঙ্খল হয়ে গেলে কতটা প্রলয় ঘটাতে পারে তা আমরা অতীতেও দেখেছি। আমরা কোন পক্ষের দোষ-গুণই খুঁজতে যাবোনা। সে ভার আইনের হাতেই থাক। আমরা কেবল অনুভব করবো কতগুলো পরিবার আজ নিঃসঙ্গ হয়ে গেলো । কতগুলো সন্তান আর বাবার আদর পাবেনা কোনদিন...। এই নিস্পাপ কচি প্রানগুলো প্রতিনিয়ত খুঁজবে তাদের বাবার হত্যাকারী-যা তাদের স্বাভাবিক বেড়ে উঠায় বাধাস্বরূপ। মানসিকভাবে কি এই সন্তানেরা আর দশ স্বাভাবিক বাচ্চাদের মত জীবন-যাপন করতে পারবে ! প্রতিনিয়ত বাবার বিভৎস চেহারাটা কি ভাসবেনা তাদের চোখে! দেশরক্ষার জন্য হলেও এক কথা ছিল ,তারা ভাবত দেশের জন্য প্রাণ দিয়েছেন বাবা। কিন্তু এখনতো কচি প্রাণগুলো বুঝতেও পারবেনা কি কারনে এমন নৃশংসভাবে প্রাণ গেল তাদের প্রাণপ্রিয় বাবার। তাদের স্বান্তনা দেওয়ার মত কোন বাক্য কি আছে পৃথিবীতে?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।