ঝক্ঝকে ছককাটা পথ
সেই পথে মানুষের রথ
চলে গেছে দূর থেকে দূরে
বহুদূর স্বপ্ন-কোহিনূরে।
যেতে যেতে ফেলে গেছে আরক্ত আবীর
ভুলে গেছে কথামালা-নীড়।
বিকালের জানালায় পেতে দুটি হাত
ভিক্ষা নিতে দাঁড়িয়েছে রিক্ত জগন্নাথ-
কপালে ফিতের মত লেগে আছে রোদ
ঝুরুঝুরু জারুলের বাতাসী আমোদ।
হাওয়া-ওড়া এলোমেলো ধূসর ও চুলে
লেগে আছে খড়কুটো, তুলো তুলতুলে-
আকাশের ছায়া পড়া প্রসারিত হাত
সেই হাতে জেগে থাকে শুখা নদীখাত।
খোলা জানালায় জাগে হাওয়া কানাকানি
দিন আনা দিন খাওয়া দীন দানাপানি-
চুপিচুপি এসেছে সে জানালার এপাশে
ক্ষুদেমুঠি ভরে নিয়ে ভুলের বাতাসে।
মন্তব্য
উদ্ধৃতি
খোলা জানালায় জাগে হাওয়া কানাকানি
দিন আনা দিন খাওয়া দীন দানাপানি-
চুপিচুপি এসেছে সে জানালার এপাশে
ক্ষুদেমুঠি ভরে নিয়ে ভুলের বাতাসে।
-ওয়াহ্ ওয়াহ্! বহুত খুব! বহুত খুব!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
অনেক ধন্যবাদ, জুলিয়ান সিদ্দিকী।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বাহ্!
অনেক ধন্যবাদ স্নিগ্ধা।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কবেকার কথা! মনেই ছিল না। এখন আবার মুকুরে দেখে মনে পড়লো।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সুন্দর। তবে আমার কাছে আগেরটাই বেশি ভাল লেগেছিল।
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
অনেক ধন্যবাদ, প্রহরী। এতদিন পরে এসে দেখি জবাব দেওয়া হয় নি। তখন নতুন এসেছিলাম, জবাব দিতে জানতাম না মনে হয়।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভালো লাগল। জীবনানন্দের ছায়া আছে। ছায়া উজিয়ে নিজস্বতার স্বরচিহ্নও আছে।
____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]
অনেক ধন্যবাদ রূপক।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন