কণাজগত(২)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ০১/১০/২০০৮ - ১০:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই যে মৌল কণাজগ‌ত, এ বড় আশ্চর্য জগত,বিচিত্র সব কান্ডকারখানা চলে এ জগতে। সেই গুপীবাঘার গানের মতন করে বলা যায়-"দেখে বিচিত্র এই কান্ডকারখানা-আ আ আ,এদের রকম সকম গিয়েছে জানা-আ-আ.....". তবে কিনা গানের এইখানেই এসে থমকাতে হয়। এদের অনেক বিচিত্র কান্ড দেখা গেলেও আর রকমসকম কিছু কিছু জানা গেলেও এখানো অনেককিছুই অজানা।
এইসব কণায় কণায় বহু আন্তঃক্রিয়া (interaction) চলে,চলতেই হবে, নাহলে কিছুই তো তৈরী হবে না! কোয়ার্কে কোয়ার্কে ,ইলেকট্রনে ইলেকট্রনে, প্রোটনে ইলেকট্রনে, মিউয়নে ইলেকট্রনে ইত্যাদি আরো সব কণায় কণায় সর্বদা চলে এই সব interaction. সমস্তরকম interaction এর মূলেই আছে বিনিময়প্রথা, এরা পরস্পরের সঙ্গে আন্তঃক্রিয়া করতে গেলেই কণা বিনিময় করে। বিনিময় প্রক্রিয়ায় যারা অংশ নেয় তারা গেজ বোসন, interaction বহনকারী কণা-যেমন ফোটন, গ্লুয়ন,ডাবলু প্লাস ও মাইনাস, জেড ইত্যাদি। এই গেজ বোসনেরা শুধু interaction বহন করে, বস্তু তৈরীতে এদের অবদান শুধু আন্তঃক্রিয়ায়। প্রত্যক্ষভাবে এইসব বিনিময় দেখা যায় না,পরোক্ষভাবে বুঝে নিতে হয় বিনিময়ের আগে আর পরে বিনিময়কারী বস্তুকণার অবস্থা দেখে।
মূল আন্তঃক্রিয়া আছে চার রকম। তড়িতচুম্বকীয়(electromagenticinteraction), তীব্র(Strong interaction), মৃদু(Weak interaction) আর মহাকর্ষীয়(Gravitational interaction)।
তীব্র আন্তঃক্রিয়া(Stronginteraction ) সবেচেয়ে শক্তিশালী,তবে এর range খুব ছোটো। এই আন্তঃক্রিয়া চলে কোয়ার্কে কোয়ার্কে বা কোয়ার্কে অ্যান্টি কোয়ার্কে। বিনিময় হয় গ্লুয়ন কণা। এর কারণেই নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনেরা একত্রে আবদ্ধ থাকতে পারে।
তড়িতচুম্বকীয় interaction চলে সবরকম চার্জড কণাদের মধ্যে। বিনিময় হয় ফোটন। ইলেকট্রনে প্রোটনে আর ইলেকট্রনে ইলেকট্রনে এই interaction চলে বলেই সব পরমাণু তৈরী হয়েছে।
মৃদুক্রিয়া(Weak interaction)চলে কোয়ার্ক আর লেপ্টনদের মধ্যে। বিনিময় হয় ডাবলু আর জেড পার্টিকল। এই ক্রিয়াতেই নিউট্রন ভেঙে যায় প্রোটন, ইলেকট্রন আর অ্যান্টি- নিউট্রিনোতে। বহু রকম Decay process এই মৃদুক্রিয়ার ফল।
সবশেষে মহাকর্ষীয় মিথষ্ক্রি য়া (Gravitational interaction)। সবচেয়ে ক্ষীণ এই interaction. কিন্তু সবার মধ্যে চলে, যেকোনো বস্তু যার ভর বা শক্তি (mass/energy) আছে, সেই এই interaction অনুভব করে। বলা হয় গ্র্যাভিটন বলে একরকম গেজ বোসন বিনিময় হয় এতে, কিন্তু এখনো প্রমাণ মেলেনি,খোঁজ চলছে।
এই মহাকর্ষীয় মিথষ্ক্রি য়া ই মহাবিশ্বের বিরাট বিরাট সব গ্যালাক্সি গড়ে তুলেছে।
(চলবে)


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

ঢাকা শহরে জায়গার খুব সমস্যা থাকলেও সচল পোস্টে জায়গার কমতি আছে বলে আমার জানা নেই।
অতএব পোস্ট কিপ্টেমির জন্য মৃদু প্রতিবাদ জানানো হলো। মনোযোগের মুড জমে উঠার সাথে সাথে দেখি পোস্ট শেষ ! এইটা কী হইলো ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

পাচ তারা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্পর্শ (অফলাইনে) এর ছবি

দারুন হচ্ছে। চলুক।

তুলিরেখা [অতিথি] এর ছবি

আপনাদের অনেক ধন্যবাদ।
আরে ধারাবাহিক তো! আস্তে আস্তে আসবে।:-)
ভালো থাকবেন সবাই।

কুচ্ছিত হাঁসের ছানা এর ছবি

বুঝলাম না ভাই, এই লেকা ১৮+ হয় কেমতে?

*******************************
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে, অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালবাসি, আমি বারেবার আসব ফিরে

তুলিরেখা [অতিথি] এর ছবি

আপনাদের অনেক ধন্যবাদ,লেখাগুলো পড়ার জন্য।
একটা অসুবিধা হলো সঠিক ফন্টের অভাবে এইভাবে ছোটো ছোটো পোস্ট দেয়া ছাড়া উপায় নেই। তাই ধারাবাহিক।

তুলিরেখা [অতিথি] এর ছবি

সিগনেচার যোগ করে দেখছি আসে কিনা।
তাই এখানেই দেখলাম। কোনো অসুবিধা ঘটালে মাফ করে দিন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।