সুপ্রাচীন পর্বতের আড়ালে লুকিয়ে থাকে
আমাদের সোনালী সাধের দেশ, দুধ মধু বহমান যে দেশে-
হীরামুক্তার ঝলকানিতে যেখানে চোখে ধাঁধা লাগে।
যেখানে ঘুরে বেড়ায় গোলাপবরণ মানুষমানুষী-
চীনাংশুকের চেয়েও কোমল অঙ্গবস্ত্র তাদের,
চোখের তারায় খুশীর বিদ্যুত।
সেই আশাস্বপ্নে কেটে যায় আমাদের পার্থিব দিনরাত,
মৃত্তিকাশ্রয়ী অন্তরীক্ষবিলাসী দিনরাত।
অথচ আমাদের ধান গম জনারের ক্ষেতে
ক্ষীর ভরে ওঠে প্রতি শরতেই-
প্রতি বসন্তে ফুলে কিশলয়ে উত্সব জাগে।
সাথীদের টলটল গভীর চোখের মণিতে
জেগে ওঠে অফুরান কাজলদিঘি।
তবু আমাদের অনন্ত তৃষায়
কেবলই জেগে ওঠে সেই সাধের দেশ-
সুপ্রাচীন পর্বতের আড়ালে লুকানো
সেই সোনালী স্বপ্নের দেশ,
বহমান দুধ, মধু-
অফুরান হীরা,মুক্তা.....
মন্তব্য
কে যে ভেতরে কোন দেশ ধারণ করে আর থাকে কোন দেশে কে জানে...
০২
কবিতাগুলোর আলাদা আলাদা নাম দেয়া বোধহয় দরকার
সেটাই। কে যে কোন্ দেশে থাকে আর কোন্ দেশ চায় মনে মনে তা কেজানে!
বহুকালের সাধনায় সাধের দেশে গিয়ে কেঁদে আকুল-অসহ্য নাকি লাগে, ফিরে যেতে পারলে বাঁচে-এমন তো চোখের সামনে দেখলাম!
খুব অবাক লাগে। কি যে মানুষ চায়!
কী কী সব কঠিন বিষয়ে প্রবন্ধ লেখেন, আবার কবিতাতেও অনায়াস দখল! দারুণ তো!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
মশায়,
পেথমটা হলো ভাত ছাত আর পেটের দায়ে দাস্যবৃত্তি।
আর পরেরটা পরানের দায়!!!
পৃথিবী চায় নি যারে, মানুষ করেছে যারে ভয়
অনেক গভীর রাতে তারায় তারায়
মুখ ঢাকে তবুও সে-
এইটা সিগনেচারে দিলাম, নিলো না! কেন?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ব্বাহ্! অসাধারণ!!
_ সাইফুল আকবর খান
নতুন মন্তব্য করুন