• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

কবিতার খাতা ৬

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ০৫/১০/২০০৮ - ৭:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এ পরণকথা নানাভাবে লেখা যায়
পাতায় পাতায় জলকুঁড়িছাপ এঁকে,
অথবা মোমের নরম আলোর পাশে
শীতসন্ধ্যার অভিমানী স্বর রেখে।

সেই রূপকথা হারিয়েছে জলবনে
সাঁঝবাতিরাও নিভে গেছে দূর সাঁঝে-
ধোঁয়া ধোঁয়া মোড়া অবাক মেঘের মাঠে
হয়তো বাঁশীতে আজো সেই সুর বাজে।

এই ইতিকথা নানাভাবে লেখা যায়
শিলা ক্ষুদে ক্ষুদে গাঢ় লাল রঙ ঢেলে,
ভুল নাবিকেরা নেমেছে কুমারী দ্বীপে
মুঠো মুঠো ঘাসে ছিন্নপ্রলাপ জ্বেলে।

এই কথামালা বেহুলা মেঘের কেশ
উড়তে উড়তে উজানী নগর পার-
এলোমেলো বাঁকে বিদ্যুৎ‌ জরিবোনা
আঁচলের শেষে ছিন্ন চাঁদের হার।

এই চুপকথা রয়ে যায় একা চুপ
শিশিরকণারা গড়িয়ে ঢেকেছে চোখ-
মাঘ রাত্রিতে অশ্লেষা ধারাপাতে
সে এঁকে গেছে কাজলনদীর শ্লোক।


মন্তব্য

হিমু এর ছবি

মাঘ রাত্রিতে অশ্লেষা ধারাপাতে
সে এঁকে গেছে কাজলনদীর শ্লোক।

শেষ লাইনে এসে ছন্দে একটু হোঁচট খেলাম মনে হলো।


হাঁটুপানির জলদস্যু

শেখ জলিল এর ছবি

ভুল নাবিকেরা নেমেছে কুমারী দ্বীপে
মুঠা মুঠা ঘাসে ছিন্নপ্রলাপ জ্বেলে।

এই চুপকথা রয়ে যায় একা চুপ
শিশিরকণারা গড়িয়ে ঢেকেছে চোখ-

....এই অংশগুলো বেশি ভালো লাগলো।
কবিতায় মাত্রাবৃত্তের দোলাটা বেশ জমেছে।
তবে হিমুর মন্তব্যের সাথে একমত।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

পলাশ দত্ত এর ছবি

ধোঁয়া ধোঁয়া মোড়া অবাক মেঘের মাঠে- এই পঙক্তিটা ধরতে পারতেছি না। মানে কি ধোয়ায় মোড়ানো অবাক মেঘের মাঠের কথা বলতে চাওয়া হয়েছিলো?


পাতায় পাতায় জলকুঁড়িছাপ এঁকে,
শীতসন্ধ্যার অভিমানী স্বর রেখে।

এই অন্ত্যমিলটা দুর্বল লাগতেছে।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

গৌতম এর ছবি

ছন্দ-অন্ত্যমিল - এগুলো বুঝি না। পড়তে ভালো লেগেছে। মনে হলো চোখের সামনে দিয়ে সময় উড়তে উড়তে চলে গেলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ভালো লাগলো।

আপনের খাতায় পৃষ্ঠা কয়টা? এখন কবিতা লিখতে চাইলে তা না হয় গল্প-না হয় কবিতা। কবিতা লেখা খুবই কঠিন একটা কাজ! দিনদিন ভুলে যাচ্ছি।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

অতিথি লেখক এর ছবি

খুবই সুন্দর লাগলো তুলি, আপনার এই রেখা-লেখা শব্দ-ভাসান।
ছন্দের তাত্ত্বিকতায় দখল নেই আমার, শিক্ষিত লিখিয়ে নই তেমন। তবু, বিনয়ের সঙ্গে বলছি- হ্যাঁ, শেষ পংক্তিতে আর একটিও মাত্রা পাওয়া গেলে হয় তো পুরোটাই নিখাদ হয়ে যেতো আরো।
এই ছোট্ট বিষয়টি আমিও সততার সঙ্গে উল্লেখ করলাম এই কারণেই, যে- এর পরের বাক্যে আমি আবারও বলতে চাইছি, বলছি - (বাকি) পুরোটুকুই অনেক অনেক ভালো লেগেছে পড়তে, চড়তে, দেখতে, শুনতে, ভাবতে, যেতে। তাই ভালোলাগাটুকু লিখেও গেলাম একটু ক'রে হ'লেও।
ধন্যবাদ। দেখা হবে হয়তো আবারও।

_ সাইফুল আকবর খান

তুলিরেখা [অতিথি] এর ছবি

আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।
কবিতার ক্ষেত্রে আমি সামান্য শিক্ষানবিশ মাত্র, যা ভালো লাগে তাই লিখে যাই। অনেকসময় হাবিজাবি হয়,ছন্দ অন্তমিলও মেলেনা, তবু ভালো লাগলে সাহস করে দিয়ে দিই।
আপনাদের সস্নেহ মন্তব্য আমাকে উত্‌সাহিত করে।
সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে-

তুলিরেখা [অতিথি] এর ছবি

পলাশ,
হ্যাঁ, ঠিক তাই।
পাহাড়ী জায়গায় সেই ছোটো ছোটো মাঠ-ধোঁ‌য়া ধোঁয়া মেঘ মেঘ ধোঁয়া ধোঁয়া ... মেঘ মেঘ.... মেঘেরা সেখানে ঘুরে বেড়ায় গোচারণক্ষেত্রে....
এক কবি কইতেন "মেঘেরা সেখানে গাভীর মতন চরে"
সেই অবাক মেঘের মাঠ।

অতিথি লেখক এর ছবি

এখানে মেঘেরা গাভীর মতন চড়ে...

এই লাইনগুলো দেখে আবার লিখছি তুলি।
যদি কিছু মনে না করেন, আপনি 'তিতলি' দেখেছেন না কি? ঋতুপর্ণ ঘোষের ফিল্ম-- অপর্ণা সেন, কঙ্কণা সেন, দীপঙ্কর দে, মিঠুণ চক্রবর্তী ... অভিনীত। ওটাতে মেঘের চড়াচড়ি'র ওই চরণগুলোর এবং অনুভূতিগুলোর ভালো ব্যবহার হয়েছে। আমার তো বেশ প্রিয়! :) দাঁড়ান, আপনার জন্য একটা লিঙ্ক দিই।
http://me.photos.zorpia.com/skyard/photo/17237871.3ab166/MeghPeon
ওই ফিল্ম-টার টাইটেল সঙ-এর লিরিকস। ঋতুপর্ণ'রই লেখা। পছন্দ করবেন আশা করি।

তুলিরেখা [অতিথি] এর ছবি

আপনার দেওয়া লিংক দেখলাম। ভালো লেগেছে অতিথি।

অতিথি লেখক এর ছবি

:)
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
হ্যাঁ, আমি এক্স্যাক্টলি ওই কমেন্ট-টার নিচে আমার নাম লিখতে ভুলে গিয়েছিলাম। নতুন অতিথির জন্য তো এই ভুল ডেট্রিমেন্টাল-ই বটে! :)
এইটা আমি ছিলাম-
সাইফুল। :)

ভালো থাকবেন তুলি। লেখার জন্য এবং আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।

_ সাইফুল আকবর খান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।