কবিতার খাতা ৭

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ০৭/১০/২০০৮ - ১:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

টুপ্‌ করে জলে পড়ে ঢিল
বৃত্ত কেটে ছড়িয়ে পড়ে ঢেউ
বৃত্তের পর বৃত্ত, আরো আরো বৃত্ত-
অফুরাণ বৃত্তেরা ....

সারিন্দা বাজায় বুড়ো,
ধূপগন্ধের মত ছড়িয়ে পড়ে সুর-
নূর নদীর জলে কাঁপে
কমলা সন্ধ্যার শ্বাস।

দূরে বালিদিগন্তে সূর্য ডুবে যায়,
গোলকের প্রান্তে জ্বলে ওঠে
জোনাকির চোখ চোখ আলো।
ঢেউ ঢেউ বালি, ঢেউ ঢেউ বালি.....

এদিকে বালিপাহাড়
ওদিকে বালিতে অর্ধেক ডোবা পাথরমূর্তি,
ওদিকে পথ চলে গেছে মাইল মাইল-
ঢেউ ঢেউ বালি, ঢেউ ঢেউ বালি......

ঐ দিকে যাত্রীদল, দলের পর দল
অন্তহীন, অগণন যাত্রীদল
বালি ভেঙে ভেঙে চলে আর চলে-
ঢেউ ঢেউ বালি, ঢেউ ঢেউ বালি....


মন্তব্য

অনিকেত এর ছবি

বেশ লাগল।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মহা সমস্যা... আমি কবিতাও বুঝি না... বিজ্ঞানও বুঝি না... কি যে করি... আপনের ব্লগে কেম্নে মন্তব্য করি?
আমি গরীব... মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

ঢেউ ঢেউ বালি
"বালি বালি বন্দর"--
চোখ চোখ আলো,
আলো আলো সুন্দর।

হাসি

_ সাইফুল আকবর খান

তীরন্দাজ এর ছবি

ভলো লাগলো কবিতাটি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তুলিরেখা [অতিথি] এর ছবি

অনিকেত,সাইফুল, তীরন্দাজ,নজরুল-
আপনাদের অনেক ধন্যবাদ।
নজরুল আপনে তো ভাই দৌলতদার, আপনের নাটকের মেলা গৌরব শুনি। আপনের ল্যাখাগুলিন ও জোশ। নিজেরে গরীব কইয়া আমোগো লাজ দেন ক্যা? আপনে গরীব হইলে আমি কি? আমি তো তাইলে ফকির!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।