কবিতার খাতা ৮

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ০৮/১০/২০০৮ - ৪:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিঃসংশয় অন্ধকার থেকে
হেঁটে যাই সংশয়ী আলোর দিকে-
পায়ে বাধা আসে, শঙ্কায় কেঁপে ওঠে দখিণ হাওয়ার মর্মর
তবু পুরানো দীর্ঘশ্বাস মুছে ফেলে
এগিয়ে যাই আস্তে আস্তে -
ভীরু অথচ অস্খলিত পদক্ষেপে।

অচেনা জলের কন্যা সাহস দেয়
এগিয়ে যাই বরণীয় সংশয়ে-
সেখানে অজ্ঞেয় আদানপ্রদানে
জেগে ওঠে অনন্তসম্ভবা অগ্নি,
জেগে ওঠে অগণন আনন্দবেদনার কাব্য....


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

ভাল লাগল বরাবরের মতই !

--------------------------------------------------------

অতিথি লেখক এর ছবি

তুলিরেখা!
আপনি ইমপ্রেস-ই করেন প্রতি মওকায়।
অগণন অস্খলিত কাব্য...
মানে বেশ ফ্রিকুয়েন্ট হ'লেও প্রতিটিই বেশ ব্রিলিয়্যান্ট! হাসি

_ সাইফুল আকবর খান

রণদীপম বসু এর ছবি

নিঃসংশয় অন্ধকার থেকে
হেঁটে যাই সংশয়ী আলোর দিকে-

চমৎকার !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

লেখাটা পড়ে ভাল লাগলো।

mukte Mandal

তুলিরেখা [অতিথি] এর ছবি

আপনাদের ধন্যবাদ দিয়ে আর খাটো করতে চাই না। আপনাদের সস্নেহ প্রশ্রয়ই এইসব হাবিজাবি লেখার প্রেরণা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।