রেশমডুরি

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ১৮/১১/২০০৮ - ৮:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জীবন-রেশমসুতো তোড়া করে বেঁধে-
সাবধানে রেখে যাবো ত্রিমাত্রাস্ফটিকে,
সোনালী গমের দানা, জলপাই শাখা
উজল দরোজামুখে তালাচাবি আঁকা-
দেখে যাবো জলঘরে ক্লান্ত কবিকে।

এইসব পার হয়ে ভেসে যাবো দূরে
কালিন্দীর স্রোত বেয়ে ভরাডুবি তোড়ে,
ভেসে চলে মান্দাস-
পাড়ে পাড়ে বিষ-শ্বাস,
আকাশ ঝাঁপিয়ে নামে চাঁদনির গোরে।

যেতে যেতে ফিরে আসা পাকে পাকে ঘুরে,
ফেলে যাওয়া পথে কার ভুলবাঁশী সুরে।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

সাবধানে রেখে যাবো ত্রিমাত্রাস্ফটিকে
,
কবিতায়ও দেখতেছি সাই-ফাই এর আছর পড়তেছে। চিন্তিত

সাইফুল আকবর খান এর ছবি

ভেসে চলে মান্দাস-
পাড়ে পাড়ে বিষ-শ্বাস,
আকাশ ঝাঁপিয়ে নামে চাঁদনির গোরে।

দারুণ! হাসি

------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মুশফিকা মুমু এর ছবি

আপু আমি আপনার পাখা মানে ফ্যান হয়ে গেছি দেঁতো হাসি আপনার ছড়া/কবিতা দারুন লাগে হাসি
কয়েকটা শব্দ বুঝিনি, ত্রিমাত্রাস্ফটিকে আর মান্দাস মানে কি?
শেষের লাইন দুটো বেশি ভাল লাগল হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কল্পনা আক্তার এর ছবি

আপনার পাংখা (ফ্যান দেঁতো হাসি ) বানিয়ে ছাড়বেন দেখছি!! হাসি

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

পুতুল এর ছবি

রেশম ডুরি সেই রকম হইছে দিদি!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তুলিরেখা(লগাই নাই) এর ছবি

আপনাদের অনেক ধন্যবাদ।
সচলে খুব ভালো কাটলো দিনগুলি। সোনাঝরা গল্পের দিনগুলি, ঝর্ণার মতন কবিতার দিনগুলি। কত কী জানতে পারলাম, কত কী শুনতে পেলাম। সবই সমৃদ্ধ করলো আমার জীবনকে। এমন শর্তহীন ভালোবাসা যে কোথাও সঞ্চিত ছিলো আমার জন্য, তা তো স্বপ্নেও জানা ছিলো না আমার!
আপনাদের কাছে কৃতজ্ঞতা। আবার যেদিন দেখা হবে, সেদিন যেন আবার এই ভালোবাসাই পাই এই প্রার্থনা করি।
সকলে ভালো থাকবেন।

মুমু আপা,
ত্রিমাত্রাস্ফটিক মানে থ্রী ডি ক্রিস্টাল।
মান্দাস মানে কলাগাছের ভেলা।

আসি এবার।

স্নিগ্ধা এর ছবি

কোথাও যাচ্ছেন, মনে হচ্ছে?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অ্যাঁ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফুল আকবর খান এর ছবি

এর মানে কী?! কই যান আপনি?!?!?!?!
মন খারাপ অ্যাঁ

------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

শামীম এর ছবি

হায়রে.... এ্যাত সুন্দর কবিতাটাকে আমি ভেবেছিলাম রেশম ভুড়ি .... চোরের মন পুলিশ পুলিশ বলে কথা ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

ধুসর গোধূলি এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।