জীবন-রেশমসুতো তোড়া করে বেঁধে-
সাবধানে রেখে যাবো ত্রিমাত্রাস্ফটিকে,
সোনালী গমের দানা, জলপাই শাখা
উজল দরোজামুখে তালাচাবি আঁকা-
দেখে যাবো জলঘরে ক্লান্ত কবিকে।
এইসব পার হয়ে ভেসে যাবো দূরে
কালিন্দীর স্রোত বেয়ে ভরাডুবি তোড়ে,
ভেসে চলে মান্দাস-
পাড়ে পাড়ে বিষ-শ্বাস,
আকাশ ঝাঁপিয়ে নামে চাঁদনির গোরে।
যেতে যেতে ফিরে আসা পাকে পাকে ঘুরে,
ফেলে যাওয়া পথে কার ভুলবাঁশী সুরে।
মন্তব্য
কবিতায়ও দেখতেছি সাই-ফাই এর আছর পড়তেছে।
দারুণ!
------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আপু আমি আপনার পাখা মানে ফ্যান হয়ে গেছি আপনার ছড়া/কবিতা দারুন লাগে
কয়েকটা শব্দ বুঝিনি, ত্রিমাত্রাস্ফটিকে আর মান্দাস মানে কি?
শেষের লাইন দুটো বেশি ভাল লাগল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আপনার পাংখা (ফ্যান ) বানিয়ে ছাড়বেন দেখছি!!
.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
রেশম ডুরি সেই রকম হইছে দিদি!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আপনাদের অনেক ধন্যবাদ।
সচলে খুব ভালো কাটলো দিনগুলি। সোনাঝরা গল্পের দিনগুলি, ঝর্ণার মতন কবিতার দিনগুলি। কত কী জানতে পারলাম, কত কী শুনতে পেলাম। সবই সমৃদ্ধ করলো আমার জীবনকে। এমন শর্তহীন ভালোবাসা যে কোথাও সঞ্চিত ছিলো আমার জন্য, তা তো স্বপ্নেও জানা ছিলো না আমার!
আপনাদের কাছে কৃতজ্ঞতা। আবার যেদিন দেখা হবে, সেদিন যেন আবার এই ভালোবাসাই পাই এই প্রার্থনা করি।
সকলে ভালো থাকবেন।
মুমু আপা,
ত্রিমাত্রাস্ফটিক মানে থ্রী ডি ক্রিস্টাল।
মান্দাস মানে কলাগাছের ভেলা।
আসি এবার।
কোথাও যাচ্ছেন, মনে হচ্ছে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এর মানে কী?! কই যান আপনি?!?!?!?!
------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হায়রে.... এ্যাত সুন্দর কবিতাটাকে আমি ভেবেছিলাম রেশম ভুড়ি .... চোরের মন পুলিশ পুলিশ বলে কথা ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
- ভুল, সবই ভুল। হওয়া উচিৎ ছিলো "রেশমী ভুড়ি"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন