সময়ের অমোঘ পাহারা উপরে ও নিচে- মাঝে নক্ষত্ররাজি জেগে থাকে চুপচাপ, বিষন্ন নির্জন চাঁদে ফুটে থাকে এলোমেলো চুলের ভুলে যাওয়া মুখ।
নি:শব্দ শিশিরে শিশিরে মিছিমিছি কান্না ঝরে যায়। তন্দ্রাচ্ছন্ন তুন্দ্রার তুষারে সে আজো সাবধানী পায়ে হেঁটে যায়, নীলসবুজ ওড়না দুলে ওঠে আকাশে।
এইখানে কৃষ্ণারাত্রির নিবিড় চুলের নিচে মুখ রেখে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে। কতদিন, কত দীর্ঘদিন-নিঘুম জেগে আছি নিরশ্রুচোখে। ঘুমের মধ্যে উথালপাথাল আলোর ঝড়ে দুলে ওঠার স্বপ্নাকাঙ্খায়!
হে রূপময় সৌরসন্ততিরা, তোমরা প্রসন্ন হও। আসন্ন বসন্তের রক্তাভ ঊষার হাতে হাত রেখে তোমরা হেসে ওঠো একসঙ্গে......
করতলে লুকিয়ে রেখেছি লবণসমুদ্র
চোখের ভিতরে লুকিয়ে রেখেছি অচেনা নদী-
আকাশগঙ্গায় ভাসিয়ে দেওয়া আমার নৌকাটাকে
তুই কি দেখতে পেয়েছিলি শেষ অবধি?
আর সেই চিঠিটা, একলা উড়তে উড়তে
যেটা হারিয়ে গেল সূর্যাস্তের মেঘে
সে কি বৃষ্টি হয়ে কোনোদিন ঝরেছিল
তোর শারদবেলার শিউলি-উঠানে?
মন্তব্য
বেশ...
দারুণ
কি অসাধারন লিখেছেন! পাঁচতারা দিলেও কম দেয়া হয়।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
স্তুতিও কেমন ক'রে এমন এড়িয়ে যায় কেউ!
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
দারুন। খুব ভালো লাগলো।
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
খুবই ভাল লাগল। দারুন!
ভালোইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কি আর বলবো! আমি একেবারে নির্বাক!
আপনাদের সহৃদয় কমেন্টগুলি সযত্নে তুলে রাখলাম মণিকোঠায়।
সকলে ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
- গল্প আসবে না আর?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বাহ্ !!
-----------------------------------------------------------------------------------
এমন শহরে আমি ঘুরি , নাকি শহরটাই ভবঘুরে?
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না এক কে করি দুই৷
এলেমেলো ভাবনা,
অনেক ধন্যবাদ।
ধূ গো,
গল্প আসবে।
সাইফুল আকবর খান,
আপনার নতুন লেখা কই? আপনার সিগনেচারের কবিতাপংক্তিটা কার কবিতা থেকে নেওয়া? সুন্দর আর বিষন্ন।
নজরুল,
আপনার মজার লেখাগুলি কই?
প্রহরী,
আপনার লেখাগুলি খুব সুন্দর। আপনি এই নাম নিয়েছেন কি কোনো কারণে?
কীর্তিনাশা,
এই নামটা আপনি নিয়েছেন কেন, বিশেষ কোনো কারণে?
নির্বাক,
আপনি তো দিব্যি সবাক! কলমও খুব শক্তিশালী। তবে এই নাম কেন?
পান্থ রেজা,
আপনার আর সুপান্থের লেখা খুব মায়াময়।
আনোয়ার সাদাত শিমূল,
আপনিই কি সেই লোক যে সুন্দর চিঠি লিখতেন বাংলা সাইটের প্রবাসীপত্রে?
সকলে ভালো থাকবেন।
আসি এখন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ধূ গো,
গল্প আইছে।
নতুন লেখার ব্যাপারে চিন্তা করছি।
সময় কম। সুবিধারও আকাল।
যাক, এইটুকু যে তবু চোখে পড়া গ্যালো আপনার!
আমার সিগনেচার-টা হেমন্ত মুখার্জীর (এ জমানায় আবার শ্রীকান্ত আচার্যের) গাওয়া 'নীল ধ্রুবতারা'গানের মধ্য থেকে নেয়া। কথা আর সুর বস্ সলিল চৌধুরীর।
ধন্যবাদ, বিরল রিপ্লাইয়ের জন্য। ভালো থাকবেন তুলি।
------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সাইফুল আকবর খান,
আমাদের দেশের ভাষায় এরে কয়-
" কইসে কথা আমার লগে,কইসে কথা আমার লগে, হা হা হা।"
:-)
আরে রিপ্লাই তো দেই, দেই তো! আলাদা কইরা সবার নাম লই না সবসময়। কিন্তু রিপ্লাই দেই। আমারে কি আফনে দ্যামাইক্যা ভাবলেন নাকি?
হ'লেনই না হয় একটু 'দ্যামাইক্যা'!
আপনার অধিকার আছে সেটা হওয়ার। মানে, মানিয়েও যায় নিশ্চয়ই আপনাকে সেটা। অনেক ভালো লেখেন আপনি! আমরা তো জাস্ট পাঠককুল!
যাক, আমার ছেলেমানুষিতে আবার কিছু মনে ক'রেন না যেন!
অনেক থ্যাংকস, আবারও, এই রিপ্লাইয়ের জন্যও। আপনার এই মনোযোগে ধন্য হ'লাম অনেক, ঋণী হ'লাম আরো বেশি। বাণ মারছি না কোনো, সত্যি কথাই বললাম। কসম!
ভালো থাকেন। যেভাবে ভালো থাকেন, সেভাবেই থাকেন। অনেক অনেক আন্তরিক শুভকামনা রইলো।
------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
শুভকামনার জন্য ধন্যবাদ। এই কঠিন সময়ে খুব দরকার, সবচেয়ে বেশী দরকার বোধহয় শুভেচ্ছাই। কি আর বলবো, যা চলছে দুনিয়ায়। নতুন করে বলার কি বা আছে! (এক বন্ধু শুনে কইলো- কোন্দিনই বা ছিলো না এরকম? )
আপনিও ভালো থাকবেন।
নতুন মন্তব্য করুন