প্রতীক্ষার প্রহর খুব দীর্ঘ হয়,
অনন্ত আকাশের মতন বিশাল-
প্রসারণশীল জগতের মত পরিমাপহীন।
আমার সীমিত ধৈর্য্য তার শেষ দেখতে না পেয়ে
অশ্রুআর্দ্র হয়ে ওঠে বারে বারে।
আলতো হাতে তা মুছে নিয়ে যায়
অপরাজিতা-নীল হাওয়া ....
নীলমানুষ বলেছিলো সে আসবে আবার
সেই থেকে তার অপেক্ষায় বসে আছি,
বসেই আছি নদীতীরের বালিপাথরে ......
কত রৌদ্রদিন এলো গেলো-
কত নক্ষত্ররাত রেখে গেলো অক্ষয় স্মৃতি,
অব্যয় অন্ধকারে জ্বলে জ্বলে উঠলো কত উল্কার চিতাগ্নি-
কত পূর্ণিমার দুধজ্যোত্স্না মিলিয়ে গেলো জলে বালিতে।
স্থির ধৈর্যে বসে আছি অপেক্ষায়-
কই, নীলমানুষ এলো না তো!
কত লড়াই হলো জলে স্থলে অন্তরীক্ষে-
কত রণতরী ভাসলো ডুবলো কত সমুদ্রে,
কত যুদ্ধসাজ,কত অস্ত্রশস্ত্রতর্জনগর্জন-
কতবার গিরি-নদী-সাগর-মহাসাগর লাল হলো রক্তে-
কই, নীলমানুষ আসে কই?
কতবার পাক খেয়ে এলো বুড়ী পৃথিবী
ঐ পুরাতন সূর্যের চারপাশে-
কত কথামালা, কত হাসি, কত গান এলো গেলো-
কত নতুন নীতিমালা পুরানো হয়ে হারিয়ে গেলো,
নীলমানুষ তো কই এলো না আজও!
নদীতীরের প্রাচীন বট হারিয়ে গেছে কবে
সন্ধ্যায় যেমন হারিয়ে যায় ছায়া-
নদীও বাঁধা পড়ে গেছে পাকে পাকে,
জ্যোত্স্না মাথা কোটে কংক্রীট দেওয়ালে,
নক্ষত্রময়ী রজনীও আসে না আর-
বিদ্যুত্বরণী সুয়োরাণী তাকে নির্বাসন দিয়েছে।
আমি আজও বসে আছি ছায়াহীন ছায়া হয়ে,
অপেক্ষার প্রতিশ্রুতি ভাঙিনি,
কিন্তু কই, নীলমানুষ কই?
সেও তো কথা দিয়েছিলো, বলেছিল-সে আসবে!
স্পর্শমণি-ছোঁয়া পাথরকুচিরা স্বর্ণরেণু হয়ে
উড়ে যায় আমার চারপাশ দিয়ে,
সুদূরের সমুদ্রবাতাস চুলে লবণ মাখায়,
প্রতীক্ষার প্রহর গড়িয়ে চলে।
আর উপরে-নিচে, সামনে-পিছে, ডাইনে-বামে
নীলপ্রহরী হয়ে ছড়িয়ে থাকে অতন্দ্র সময়।
মন্তব্য
আমি দিন্দিনাপ্নার্ফ্যানয়ে যাচ্ছি।
দিন্দিনাপ্নার্ফ্যানয়ে
কবিতা ভালো লেগেছে তুলিরেখা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ফ্যানিয়ে যাবেন না,কুলারিয়ে যান।
- অন্তরীক্ষ থেকে রণতরীতে করে সমুদ্রে নিয়ে চুবালেন আবার।
আপনার এই সাগরপ্রীতি অচিরেই দূর হোক। দাঁত বসাতে পারিনা পোস্টে, এইটা ধুগো'র জন্য সুখকর অভিজ্ঞতা না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আর উপরে-নিচে, সামনে-পিছে, ডাইনে-বামে
নীলসময় হয়ে ছড়িয়ে থাকে অতন্দ্র প্রহরী।
কোবতে-খানা ভালো হয়েছে। তবে ধূগো'দার মতো আমিও বলি- দাঁত বসানোর মতো কোনো লেখা দেন
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
পাঁচ তারা ।
এত সুন্দর করে লেখেন কেমনে আপামনি? !
পড়লে খালি আরো পড়তে মঞ্চায়।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আপনাদের সকলকে স্বাগত।
(সায়েবগো লাহান কইতে গেছিলাম "ইউ আর ওয়েল্খাম্" )
ধূ গো,
মাঝে মাঝে শক্ত ছোলা মটর তিলের নাড়ু এসব খাওয়া ভালো।
হুমম... ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এইবারে বোঝলাম নজরুল ভায়া, ক্যন আফনে ওমুন উইশখুইশ করেন !
কারণ হইলো ক্যাটেগরি। অহন থিকা কবিতা ক্যাটেগরি দিমুই না আর।
আফনেরে ধইন্যবাদ।
ক্যাটেগরিতে কবিতা থাকলে তো ঢুকতামই না...
ঢুকে যখন ফেঁসে গেছি তখন একটা মন্তব্য ঝেড়ে গেলাম... আবারো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এইজন্য আমার মাষ্টারমশয় জার্গন এড়াইয়া পড়াইতেন। সোজা সরল ভাষায় বুঝাইতেন।
যাতে কেউ না পলায়।
নতুন মন্তব্য করুন