তুলার মেঘ,তুলাতুষার

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ০৯/১২/২০০৮ - ১০:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখানে তুলার মেঘ, এখানে তুলার তুষার
এখানে সূর্যদুয়ার, এখানে মোমের ডানা-
এখানে জীবনকথা, অলীক আখরে আঁকা
এখানে মরণব্রত, নজরসুতায় টানা।
এখানে তুলার মেঘ, এখানে তুলার তুষার.......

ওখানে নীল পাহাড়, ওখানে আয়নাহ্রদ
ওখানে উদাসীবন, উতরোল কথা কয়-
ওখানে হরিণী চরে, রূপকথারঙ মাঠে
ওখানে নরম নদী,পরণকথায় বয়।

এখানে তুলার মেঘ, এখানে তুলার তুষার
এখানে ভুলের মেঘ, এখানে ভুলতুষার......


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

শেষে এসে মনে হচ্ছিল যেন হঠাৎ করেই শেষ হয়ে গেছে ।
মিষ্টি একটা কবিতা।

--------------------------------------------------------

তুলিরেখা [অতিথি] এর ছবি

ধন্যবাদ বাচ্চা ভুত। হাসি
আসলেই হঠাত্‌ করে শেষ, তাই শেষে ডট ডট ডট। মানে শেষ যে হয় নি তা বোঝাতে। হাসি

ভূঁতের বাচ্চা এর ছবি

তাহলে এই কবিতার পরের পর্ব কবে পাচ্ছি ?

--------------------------------------------------------

সাইফুল আকবর খান এর ছবি

শেষ লাইনে চটকনা খাইসি। মন খারাপ

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

না:, আর এইসব লিখবো না।
সত্যি সত্যি স্নো পড়ছে এখন, সঙ্গে বৃষ্টি। আকাশ ধূসর। মন খারাপ
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

তাই না কি?! অ্যাঁ
দ্যাখেন তাইলে, কী প্রভাবশালী ল্যাখেন আপনি! চোখ টিপি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

পলাশ দত্ত [অতিথি] এর ছবি

শেষ লাইনটায় কবিতাটা কবিতা হয়ে গেলো। অনন্য সাধারণ।।

তুলিরেখা [অতিথি] এর ছবি

ধন্যবাদ, পলাশ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।