বহে যায় অন্ধ নদী অন্ধকারে

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ২৬/১২/২০০৮ - ৬:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বহে যায় অন্ধ নদী অন্ধকারে-
এলোমেলো আঁকে বাঁকে ঘুম্ঘুম্‌
পৃথিবীটা পড়ে থাকে নি:ঝুম্।

পাতাহারা শীতশিমূলের
ডালপালা ঝুলে থাকে চাঁদে,
শিরশিরে উত্তুরে হাওয়া
গুম্‌গুম্‌ গুমরায় খাদে।

রাত্রির নদী বহে চলে
ঐ যে জলের বেভুলে-
জ্বলে ওঠে না-বলা বেদনা
কেউ দেখেনি,কেউ দেখে না।

ঐ সেই কালো পাহাড়ের গা,
নদী থেকে ওইদিকে-
পথ গেছে হাঁটি হাঁটি পা।
সেপথে কেউ আসেনি,কেউ আসে না।

সে কথা পুরানো কথা,কথা-ওড়া খৈ
বাতাসে তখনও ছিলো মেলা হৈচৈ,
এখনো ও পাহাড়ের অদেখা গুহায়
সে কাহিনিকন্যাটি নীরবে ঘুমায়।

সেই গুহা ঢাকা আছে বিরাট পাথরে
সে পাথরে ঠেলা দিয়ে জোরে
কেউ যদি পারে তা সরাতে
খুলে যাবে তাহার বরাতে-
অগনন দিব্য যৌতুক।
"আরে দূর, ওসব কৌতুক"
এই বলে হেসে উঠে বাঁকা পথ ধরে'
ব্যাপারীরা চলে গেছে সওদা-নগরে।

আজো বহে অন্ধ নদী অন্ধকারে
চুপচাপ জলছাপ পাথর-কিনারে ......

***


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল।

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ অতিথি।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অবাঞ্ছিত এর ছবি

আপনার কয়েকটা লেখা পড়লাম।

সাধারনত ছন্দবদ্ধ আবেগ আমার ভালো লাগে না... তবে আপনার লেখা মনে হল একটু আলাদা.. গতানুগতিক নয়।
শুভকামনা

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

তুলিরেখা এর ছবি

আপনাকে ধন্যবাদ ও শুভকামনা।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নির্বাক এর ছবি

অসাধারন লাগলো! মন ছুঁয়ে গেল।
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ নির্বাক।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

অন্ধকার। তাই ঠিকঠাক ঠাহর করতে পারি নাই সব।
যাক, তবু ভালো লাগে। ঘ্রাণে ঘ্রাণেই। হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

ঠাহর করতে পারেন নাই! বলেন কি? আপনে ইনফ্রারেড আর আলট্রাভায়োলেট দেখতে পান না? তাইলে কালাচানেরে দেখবেন ক্যামনে? চিন্তিত
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

দ্যাকো দিকিনি!
জ্ঞানহীন লজ্জিত-রে আরো লজ্জা দ্যায়!

----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

না না বিশ্বাস করেন, মোটেই লইজ্জা দেই নাই।
তাও যদি মনে কিছু লইয়া থাহেন, মাফ চাই।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।