অলীক পাখিরা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ৩০/১২/২০০৮ - ১:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অলীক পাখিরা সব
উড়ে গেছে দলে দলে
হিমঝুরি মোমজ্যোত্‌স্নায়।
তাদের ডানার ঝাপটায়-
বাতাসে ঝিকিয়ে ওঠা ঢেউয়েরা
থিতিয়ে গেছে-
সেও হলো বহুক্ষণ।

অনেক অনেক দূরে-
দুধের মতন সাদা
কোনো স্বপ্নবালুচরে,
স্বচ্ছ নীল নদী-কিনারে
হয়তো দলে দলে
নেমেছে তারা সবাই।

সে দেশ অনেক দূর
সে নদীর মেলেনি ঠিকানা-
তবু শোনা যায় তাকে
শঙ্খের ভিতরে কান পেতে,
তবু দেখা যায় তাকে
কোনো সাঁঝছোঁয়া বিকালে
রাঙা মেঘ মাখা কোনো
অমলীন স্বপ্নময় কিশোর-চোখে।

অপরজিতা-নীল আকাশে
চুমকিওড়না রোদ, দূর কতদূর-
সে কোন্‌ হাওয়াহাল্কা দেশ .....


মন্তব্য

নিবিড় এর ছবি

সে দেশ অনেক দূর
সে নদীর মেলেনি ঠিকানা-
তবু শোনা যায় তাকে
শঙ্খের ভিতরে কান পেতে,
তবু দেখা যায় তাকে
কোনো সাঁঝছোঁয়া বিকালে
রাঙা মেঘ মাখা কোনো
অমলীন স্বপ্নময় কিশোর-চোখে। চলুক
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

তুলিরেখা এর ছবি

নিবিড় ধন্যবাদ, নিবিড়। হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

অপরজিতা-নীল আকাশে
চুমকিওড়না রোদ, দূর কতদূর-
সে কোন্‌ হাওয়াহাল্কা দেশ .....

আপনার এমন প্রত্যেকটা দেশেই আমার খুব ক'রে যেতে ইচ্ছা করে প্রতিবার!
ইস্, অলীক অন্যদেশ নিয়ে আপনার লীক লেখাগুলার কোনো এক টুকরো হাল্কা হাওয়া কিংবা কোনো একটা অলীক পাখি-ও যদি হ'তে পারতাম! মন খারাপ

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা [অতিথি] এর ছবি

এমন সব দেশ তো আপনারও চারপাশে। যেতে ইচ্ছে করলেই চলে যাবেন উড়ে! আপনার সেই অন্যপুরে! সেই অন্যপুরের হদিশ তো আপনিই কেবল জানেন! তাই না?
দেঁতো হাসি

সাইফুল আকবর খান এর ছবি

না, কই?! আমার চারপাশে ওরকম কিছু নাই।
একটা কেবল অন্যপুর বানিয়েছি অনেক কষ্টে, যেখানে সারাদিন কামলা খেটে গিয়ে একটু কেবল ঘুম পাড়ি।
আর ওড়া?! সে বিদ্যে তো ভুলেছি সেই কবে! ডানা-পাখা কিছুই বেঁচে নেই আর।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

সেকি? গেলাস হাতে ওড়েন না? চোখ টিপি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

বুঝি নাই! অ্যাঁ
বাংলায় বলবেন আবার একটু? হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

কেন, রাম ? নিদেন হাঁদাভোদা? বাংলা চান?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।