সাঁঝ-রাত-ভোর

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে যখন আকাশে সন্ধ্যার প্রথম তারাটি দেখা দিল, মনে পড়ল সেই আকাশঘর। মনে পড়ল ঘরভরা সেইসব বন্ধুদের, যাদের মুখ কখনো দেখিনি কল্পনা ছাড়া।

মনে পড়ল টুকরো টুকরো মেঘপালক, মনে পড়ল দখিণ হাওয়ার আসা যাওয়া, মনে পড়লো মাঝরাত্রির কালপুরুষের কাঁধ ছুয়ে জেগে থাকা উজল রাঙা তারাটিকে। খুঁজে খুঁজে পুরানো পাতাগুলো বার করে তুলে আনলাম ভুলে যাওয়া সেই সাঁঝ-রাত-ভোর।

টুপটাপ ঝরে পড়ে জ্যোৎ‌স্নার বিন্দু
জারুলের ডালে ডালে থোকা থোকা ফুলে-
আঙুলের মিহি টানে বেছে নিস দানা
মোমবাতি শিখা কাঁপে পিঠে মেলা চুলে।

পাপড়িতে লেগে থাকে লাখো হীরাকুচি
ফিরিয়ে ফিরিয়ে দেয় কণা কণা আলো,
রাঙা আগুনের আভা মুখে চুলে হাতে-
গরম ভাতের ঘ্রাণ, ধোঁয়া অগোছালো।

লঙ্কা হলুদ মোছা পুরানো আঁচলে
নতুন ধানের ক্ষীর লেগে থাকে জানি,
ভোরের শিশির লাগা হাসিখুশিপাঠে
মিশেকুশে জেগে থাকে কুচি জলপানি।

***


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

চলুক

=============================

তুলিরেখা এর ছবি

হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বাউলিয়ানা এর ছবি

অসাধারন‌..

মিশেকুশে জেগে থাকে কুচি জলপানি।

এর চেয়ে সুন্দর করে বোধ হয় বলা যায় না

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ বাউলিয়ানা।
আপনার নিকনেম খুব সুন্দর।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

পরিবর্তনশীল এর ছবি

আহা!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তুলিরেখা এর ছবি

আমি ইমো-গরীব, নইলে এখানে একটা মাথাঝোঁকানো ইমো দিতাম।
অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চমৎকার!

তুলিরেখা এর ছবি

শিমূল, অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিকেত এর ছবি

নাহ, আপনাকে নিয়ে আর পারা গেল না----

মাঝে মধ্যে একটু খারাপ লিখলে কি হয় ????
সব সময়ই ভাল লিখতে হবে, এমন মাথার দিব্যি কে দিয়েছে???
এমনিতেই নানান কষ্টে জীবন নষ্ট। এর উপরে আপনার লেখা পড়ে মন মেজাজ আরো খারাপ---- !!!

নাহ, আপনাকে নিয়ে আর পারা গেল না------

তুলিরেখা এর ছবি

কষ্টে থাকবেন না, শিগগীর সুদিন আসবে।
আপনার লেখা ওই যে ছোটোবেলার স্কুলদিন, বন্ধুরা, শিক্ষকেরা, সম্পাদ্য, উপপাদ্য নিয়ে লেখাটা আমার এত চমত্‌কার লেগেছিলো যে কি বলবো। আরো ওরকম লেখা পেতে চাই।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিকেত এর ছবি

ওহ, হ্যা, আরেকটা জিনিস।
দয়া করে এই 'বস্তু'টিকে 'ব্লগর-ব্লগর' ক্যাটাগরীতে ফেলে অপমান করবেন না---
কবিতা নামে একটা ক্যাটাগরি আছে, জানেন তো ??

তুলিরেখা এর ছবি

আসলে ব্লগব্লগরই তো। দেখেন নাই শুরুতে এক প্যারা কথা আছে!!!!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।