সেসব ছিলো নবীন আলোর দিন, তখন মুখে দীর্ঘ দাগ পড়তো না,চোখে ছায়া পড়তো না বেশীক্ষণের জন্য, মনে জট পড়তো না কিছুতেই। দুনিয়ার আনাচ-কানাচের লুকানো আঁধার তখন অচেনা ছিলো। সেসব দিনে চোখ মেললেই মনে হতো কী আশ্চর্য সব খেলা অপেক্ষা করে আছে ঘরের বাইরেই, জানালা দিয়ে তাকালেই দেখা যাবে, ছুটে শুধু বেরিয়ে পড়তে পারলেই হয়। তখন চলায় কষ্ট কিছু ছিলো না। তখন ভোরগুলো ছিলো ময়ূরকন্ঠী, দিন গুলো রঙীন পাখা ঝাপটিয়ে উড়ে চলতো সকাল দুপুর সন্ধ্যা পেরিয়ে রাত্রির সমুদ্রের দিকে, সেদিকের মেঘেরা যখন উজল কমলা থেকে গোলাপী হয়ে আস্তে আস্তে ফিকে হয়ে যেতো তখন আমরা ঘরে ফিরতে ফিরতে দেখতাম আকাশের কপালে ফুটেছে সাঁঝতারার টিপ।
তারপরে কখন নদী বন পাহাড় সমুদ্র পার হতে হতে মুখে দাগ পড়লো,চোখে ছায়া পড়ে এলো, মনে লাগলো জট। যেইসব হাসি ছিলো ভোরের নদীর মতন, সেইসব হাসির আড়ালে দেখি কত লুকানো অন্ধকার! প্রিয় মুখগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে দেখি কত পোড়াদাগ, কত স্বপ্নভঙ্গের বেদনা। পালকে ঢাকা শুকিয়ে যাওয়া রক্ত। তবু খুঁজি, তবু খুঁজি, নিশ্চয় সে নবীন সকাল কোথাও না কোথাও রয়েই গেছে, কেউ তাকে পাবেই। আমি পাই না, আমি এতই স্বল্পস্মৃতি? নাকি পুরানো হয়ে যাওয়া খাপে থাকতে থাকতে জং ধরে গেছে হৃদয়যন্ত্রেই? শনশন হাওয়ায় তারারা কেঁপে ওঠে বুঝি আজও? তার কি আর সাড়া পাই না?
সাগর-ফেরত্ নাবিক-বাতাস যখন ছুঁয়ে যায় মুখে চুলে হাতে, তখন ধূসর পাতাগুলো হাতড়িয়ে বার করে আনি ভুলে যাওয়া বিকালের আকাশে সেই চাঁদিয়াল।
মুছে গেছে স্মৃতি, আমাদের জলের আড়াল-
শুকানো আল্পনাদাগ, ফুরানো কাজললতা,
ঝরে যাওয়া ফুলের পরাগ।
ধুয়ে গেছে ডাঙা, পালিয়েছে ছাইছাই মেঘ
হারিয়েছে শখের বাগান, নদী ঢেউ খেলনা তরণী-
ভাঙা জেটি, এলোমেলো কুটোকাটা দাগ।
অলীক আকাশে শুধু অফুরান রোদ
ভেজা নীলে একা ওড়ে লখকাটা চাঁদিয়াল
নাভিতে কুরুশকাটা, আগুনের ফাগ।
মন্তব্য
সুন্দর।
কেন যে দুনিয়ার আনাচে-কানাচে'র লুকানো আঁধার চিনে ফেললাম। কিভাবে যে হারিয়ে ফেললাম আশ্চর্য বালক বেলার সেইসব খুঁনসুটি মাখা দিনগুলো। হায় সময়! তুমি দিন দিন শুধুই দীর্ঘশ্বাস বাড়িয়েই চলেছো।
সেটাই। দিনগুলো যখন কাছে ছিলো তখন বোঝা যায় নি এত মূল্যবান বলে।
পড়ার জন্য আর সুন্দর কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
প্রথম দুই প্যারা এত ভালো লাগলো- কী বলব?
অসাধারণ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অনেক ধন্যবাদ পরিবর্তনশীল।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অসাধারন !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ কীর্তিনাশা।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
- লেখেন কেমনে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লিখি কেম্বে? কীবোর্ডে খটাখট কইরা।
নতুন মন্তব্য করুন