১।
সরলরৈখিক ঘটনাবলী তোলা থাকে ডাইরিতে, পর পর দিন আসে, দিন যায়। মনের ডাইরি ও কি তেমনই? তাহলে ঝড়ের হাওয়ার মতন কোথা থেকে এত হা হা হা হাহাকার ভেসে আসে সোনালি ভোরে? এত জল, এত নোনাজল কোথা থেকে আসে উষ্ণ প্রস্রবনের মতন ? সব কাজ ফেলে রেখে অথৈ কান্নায় ভেসে যেতে ইচ্ছা করে, বৃষ্টিভেজা শ্রাবণদিনের সকাল দুপুর বিকেল ভাসানো কান্না। বাইরে ঝলমলে রোদ মেখে হাসে নীল আকাশ, কী তীব্র নীল! আমার মনকেমনে ওর কোনো হেলদোল নেই।
ঘড়ি নির্বিকারে সেকেন্ড, মিনিট, ঘন্টা বাজিয়ে চলে-সময়ের বালুকাবেলায় আঁচড় কেটে চলে নিরাসক্ত কর্মীর মতন। কেন আমি ওর তালে তালে চলতে বাধ্য হবো? কেন সব কিছু তালগোল পাকিয়ে ছন্দরিদমতাললয়হার্মোনি সব ভেঙে চুরে কুচি কুচি পাথরের মতন ছড়িয়ে ফেলে চলে যেতে পারি না যেখানে যেতে চাই সেইখানে? কিন্তু "সেইখান"টা কোথায়? কোথায় যেতে চাই?কোথায় যাবার জন্য মন হাহাকার করে ওঠে? সে কোন্ অপরূপ ভালোবাসাভূমি? সে কোন্ আলোয় গড়া ঘর? কোন্ অশেষ অনন্ত সে?
"অমেয় রাত্রি ওরই অশেষ ঘরে
প্রার্থনা করে ধ্রুবতারকার জ্যোতি...."
কোথায়, কোথায়,কোথায় সে ঘর? সে কি কাছে নাকি অনেক দূরে? প্রথম বসন্তের মেহগিনি-আকাশের তারাদের পাশ দিয়ে যে বাঁশীর সুর ভেসে আসে, সে কি সেই ঘর থেকে?
কুলহারা বাঁশরীর সুর উপেক্ষা করে তবু উঠে তৈরী হতে হয়, ভিক্ষাপাত্রে কাঁড়া-আকাঁড়া চাল-ডাল ফুটিয়ে খেয়ে রওনা দিতে হয় কাজে, হায় জীবন, হায় দুনিয়া!
২।
সামনে নীল নীল গভীর নীল। আদিগন্ত নীল জল ছলছল করে। পাড়ের পাথরে বসে থাকে খেয়া। তিনদিন হয়ে গেছে নৌকা করে গেছে পরান আর নীলু। ওরা আর ফেরেনি। ফিরবে কি কোনোদিন? কেজানে!
সার্চ পার্টি বেরিয়েছে সকালেই, কোনো খবর আসে নি। খেয়া বসে থাকে চুপ করে, সন্ধ্যা নেমে আসলে ঘরে ফেরে। পরাণের সাথী মেয়েটি-মিনু, খেয়াকে নিতে আসে। মিনুর কালচে-বাদামী চুলে জট, এলোচুল চোখ ঢেকে রেখেছে ওর। মিনু কান্না দেখাতে চায় না খেয়াকে। খেয়া কাঁদে না, কথা বলে না, শুধু চুপ করে বসে থাকে।
হয়তো তাদের ফিরিয়ে আনবে সার্চ পার্টি, হয়তো আনবে না। কেন পরম মিলনের দিনে এত বিচ্ছেদবেদনার আকস্মিক আঘাত নেমে আসে? কোন্ কৃপণ রচনা করেছে এই কথামালা? "পদে পদে পুচ্ছে বিঁধে লোহার শলা/কোন্ কৃপণের রচনা এই নৃত্যকলা?"
৩।
ভাইবোনে আবার এসে দাঁড়িয়েছে সমাধিভূমিতে, ফুল দিতে এসেছে মায়ের সমাধিতে। প্রতি বছর আসে তারা, আসছে তিরিশ বছর। বাবা তাদের খোঁজ রাখে না বহু বছর, মা চলে যাবার সময় এই যমজ ভাইবোনের বয়স ছিলো আট বছর। তারপরে কত বছর কেটে গেছে তাদের দুইজনে একলা! মায়ের মুখ কি তাদের মনে আছে স্পষ্ট করে?
সৎমায়ের ঘরে নানা যন্ত্রণায় দিন কাটতো তাদের, কিন্তু ভায়ের ছিলো বোন আর বোনের ছিলো ভাই, সব দুখের সাথী, সব সুখের সাথী। কত ভাঙচুর হয়ে গেলো কতবার, কিন্তু তারা রইলো অচ্ছেদ্য। তিরিশ বছর পরে আজও তারা ফুল দিতে এসেছে।
৪।
ঘাসফুলেরা ফুটতে শুরু করেছে, হলুদ বেগুনী নীল ফুলেরা। প্রথম বসন্তের বাতাস লেগে পুষ্পিত হতে শুরু করেছে বৈরাগী গাছেরা।আর কিছুদিন পরেই ফুলেপল্লবের পাগল করা বৈভবে ভরে উঠবে সব। সেসব দিনেই কি একতারা হাতে বাউল গায়-"খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়?"
অমনিই এক তারামুগ্ধ মাতাল বসন্তরাতে মাথার ভিতর আটকে থাকা নীলকন্ঠপাখিটাকে মুক্তি দিলে কেমন হয়? কাজলরেখা নদীর পাশ দিয়ে উড়তে উড়তে সমুদ্রের কাছে এসে নোনাবালি পার হয়ে ঢেউয়ের উপর দিয়ে উড়ে উড়ে সে যাক না সেই কোটিকোটি তারাচূর্ণ ছড়িয়ে রাখা ছায়াপথের গভীর হৃদয়ের দিকে?
মন্তব্য
আপনার রাইটার্স ব্লক কাটলো বুঝি!
যথারীতি তুলিরেখাময় সুস্বাদু লেখা।
পান্থ, ধন্যবাদ।
আপনার কথা সত্য হোক, ব্লক কাটুক।
চারিদিকে এত মনখারাপ, এত দু:সংবাদ যে মাঝে মাঝে মনে হয় লেখালিখি অর্থহীন, কিছু কি হয় লিখে? তারপরে সচল মনে পড়ে, মনে পড়ে বাতিঘরের মতন লেখাগুলো-কখনো না দেখা সুহৃদয় বন্ধুদের লেখাগুলো। মনে হয় হয়তো মানে আছে বেঁচে থাকার, হয়তো সব হারায় নি, হয়তো এখনো রয়ে গেছে অনেক অপ্রত্যাশিত প্রিয়কথামালা দেখতে পাওয়া। হয়তো তারা বাঁকের পরেই। সেই আশাতেই আরও একটা দিন আরও একটা রাত পার করে দেওয়া.....
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
লেখা পড়তে পড়তে ভাবছিলাম শেষে একটা গানের লিন্ক থাকবে..
যে গান শুনতে শুনতে মন অন্যরকম ভাল লাগায় আবেশিত হতে থাকবে..
শুনে দেখেনতো মিলে নাকি?
লেখা যথারীতি অসাধারন...
বাউলিয়ানা, অনেক ধন্যবাদ।
শুনবো সব, শুনে বলবো কেমন লাগলো।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অধরা।
হয়তো পুরা মন দিতে পারিনাই আমার ঝামেলার কারণে।
তবু,
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সাইফুল,
অনেক ধন্যবাদ। ধরাছোঁয়ার মধ্যেই অধরা ও থাকে যে!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
- ভাবায়
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভাবায়?
তাই বুঝি?
আপনে আছেন কেমন জনাব? অনেকদিন আপনার "সেইরম" লেখা পাই না।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
- 'কোনরম' লেখা জনাবা?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অনেকদিন পর আবার লেখলেন তাইলে
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
তাই তো!
এটা আসলে লেখার চেষ্টামাত্র, যা কইতে চাই তা কেন জানি কইতে পারি না। আসে না কীবোর্ডে বা কাগজেকলমে।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
হুম !!!!!!ভালৈছে ।সাবলিল কাব্যিক ঢং ।
অনেক ধন্যবাদ।
সাবলীল বুঝি? কাব্যিক ও?
এতটা মনে হয় না, তবু শুনে ভালো লাগে।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আপনার যে কতগুলো চিঠি দেবার কথা...
ভুলে গেলেন?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
চিঠি তো আছে কিন্তু ঠিকানা পত্তর ছাড়া চিঠি পাঠাই কেমবে?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সচলায়তনের মতো বিশাল আকাশ আমার।
কাজেই আকাশের ঠিকানাতেই পাঠিয়ে দিন, ঠিক ঠিক পেয়ে যাবো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নতুন মন্তব্য করুন