পাহাড়ের এত উপর থেকে উপত্যকাটি খুব সুন্দর লাগছে, অচলায়তনের দরোজা খুলে নীল পাহাড় সবুজ উপত্যকা আর জলছলছল নদীটি পেরিয়ে চলে যেতে থাকা সেই পঞ্চকের মতন খুব গাইতে ইচ্ছে করছে, "তুমি ডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানেনা / আমার মন যে কাঁদে আপনমনে কেউ তা মানেনা / ফিরি আমি উদাস প্রাণে / তাকাই সবার মুখের পানে / তোমার মত এমন টানে কেউ তো টানেনা!"
সে কি পঞ্চক? নাকি অমল? নাকি সেই মুক্তধারা ঝর্ণার কিনারে বসে মাতৃভাষা শুনতো যে, সেই অভিজিত্? নাকি নাগাই নদীর জল বাহুবিক্ষেপে তোলপাড় করে তোলা রঞ্জন? সেই নীলকন্ঠ পাখিটাই বা কোথায়? রক্তকরবীর মালা গাঁথতে গাঁথতে নন্দিনী যাকে জাগরস্বপ্নে দেখতো ধ্রুবতারার পাশ দিয়ে উড়ে আসছে?
আরো আরো আরো দূরে যেতে যেতে--ঐ যেখানে দূরে নীলসবুজ দিকচক্ররেখায় আকাশ নত হয়ে পড়ার কুহক রচনা করে---সেই দূর দিগন্ত পার হয়ে চলে যেতে যেতে-- ঐ নীল সীমানা পার হয়ে আরো আরো আরো কইতে ইচ্ছে করে,"বেজে ওঠে পঞ্চমে স্বর/ কেঁপে ওঠে বন্ধ এ ঘর/ বাহির হতে দুয়ারে কর/ কেউ তো হানেনা!"
কি জানি কখন চিঠি আসে---সে তো ঐ দূরের দূরের দূরের পথ পার হয়ে আসছে কেবল আসছে আসছে৷ পথের ধারের গাছগুলি কেমন খুশীয়াল হয়ে উঠেছে, ধানের চারাগুলি কেমন মাথা দোলাচ্ছে!"এ পথ গেছে কোন্খানে গো কোন্খানে গো কোন্খানে .... "
ঐ কিছুই না'র ওড়না বেয়ে কখন আসে নিমন্ত্রণের চিঠি! তারই জন্য যে চঞ্চল হয়ে আছে মৌমাছিদের ডানা৷"মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা / পাখায় বাজায় তার ভিখারীর বীণা৷"
সারি জিজ্ঞেস করে শুককে, " তোমার আকাশে কিই বা আছে?"
শুক বলছে, "আছে সকাল, আছে সন্ধ্যা, আছে মাঝরাত্রের তারা, আছে দখিন হাওয়ার আসা যাওয়া, আর আছে কিছুই না কিছুই না কিছুই না৷"
সারি অবাক, "কিছুই না আবার কি? সেটা থাকেই বা কিকরে?"
শুক কইছে,"আকাশের সবচেয়ে অমূল্যধন ঐ কিছুই না৷ ঐ কিছুই না'র জন্যই তো মন কেমন করে যখন বাসা বাঁধি বনের ছায়ায়৷ ঐ কিছুই না কেবল করে খেলা রঙের খেলা নীল আঙিনায়, ঐ কিছুই না'র ওড়না বেয়ে আমের বোলের নিমন্ত্রণের চিঠি এসে পড়ে, খবর পেয়ে মৌমাছিদের ডানা চঞ্চল হয়ে ওঠে৷"
সেই কিছুইনা'র পথ ধরে আসা আলোর চিঠির জন্যেই তো জানালা খুলে বসে রইতো অমল, তাই নয়? ডাকঘরের সেই কথামালা নিয়ে ক্যাম্পের ছোটো ছোটো বাচ্চাদের শিখিয়ে শিখিয়ে সেই ইয়ানুশ কোর্চাক .... তারা যে রাজা আসবে বলে অপেক্ষা করে ছিলো সব্বাই, কেউ ঘুমায় নি৷ সেই অমল সেই সুধারা৷কেজানে কখন আসে রাজার চিঠি! কোন্ মধ্যরাত্রিনীল অন্ধকার পার হয়ে আশ্চর্য আলোর খবর নিয়ে? তবে ? রাজা কেন এলেন না?
কে বলেছে রাজা অসেন নি? ঐ তো ইয়ানুশ আর তাঁর ছাত্রছাত্রীরা সব্বাই সেই সাদা দাড়ি শুভ্রকেশ দীর্ঘবেশ অমলীন হাসিমুখের রাজার চারিপাশে ছড়িয়ে পড়ে স্বচ্ছ রাত্রিতে তারা চিনছে সবাই!রাজা ওঁর শুভ্র আঙুল বাড়িয়ে দেখাচ্ছেন ঐ যে ধ্রুবতারা, ঐ যে সপ্তর্ষি, ঐ যে সিংহরাশি, ঐ যে কন্যারাশির জ্বলজ্বলে চিত্রা! কোথা থেকে গভীর মন্ত্রধ্বনি ভেসে আসছে, মন্দিরার সঙ্গে ...
" অসতো মা সদ্গময় / তমসো মা জ্যোতির্গময় / মৃত্যোর্মামৃতম গময়/ আবীরাবীর্ম এধি৷"
অসত্য হতে আমায় সত্যে লও
অাঁধার হতে আমায় আলোয় লও
মৃত্যু হতে আমায় অমৃতে লও
হে চিরপ্রকাশ, একবার তুমি আমার হয়ে প্রকাশিত হও ....
মন্তব্য
অসাধারণ!
অনেক ধন্যবাদ।
ভালো লাগলো।
------------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
মূলত পাঠক,
সেই মিলেনিয়ার ফীডব্যাকের জন্য অপেক্ষায়। সময় সুযোগ মতন মেইলে দিলেই হবে।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আপনার লেখার জন্য বসেই থাকি । সব সময় মন্তব্য করা হয় না । কিন্তু এই রকম লেখা না পড়ে তো থাকতে পারা যায় না ! নিজেকে ঠকানো হয় যে !
সে কি পঞ্চক? নাকি অমল? নাকি সেই মুক্তধারা ঝর্ণার কিনারে বসে মাতৃভাষা শুনতো যে, সেই অভিজিত্?
সে রাত্রিদিনের ! সে নিত্যদিনের ।
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
কবি আমার লেখার জন্য বসে থাকেন শুনে খুবই আনন্দ হলো।
আপনার অপরূপ কাব্যময় লেখাগুলির জন্যও বসে থাকি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আমিও, আপনার লেখায় মাঝে মাঝে মন্তব্য খুঁজে পাই না। নইলে বার বার জিজ্ঞেস করতাম এমন লেখেন কিভাবে?
এই লেখাটা বাঁধায়ে রাখার মতো।
শিরোনামের গানটা তো আমার খুবই প্রিয়। আমি নাগরিক নাট্য সম্প্রদায় করতাম। অচলায়তন নাটকটায় আমি মন্দিরা বাজাতাম। আহ্... গানটা তো এখন শুনতেই হবে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনারা অচলায়তন নাটক করতেন শুনে খুব ভালো লাগলো। নাটক পড়তে
পড়তে কতবার ভেবেছি আহা যদি অচলায়তন আর মুক্তধারা নাটকদু'টি দেখতে পারতাম!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ঘুম থেকে উঠে সকালেই চোখে পড়িলো এই শিরোনাম।
তুমি ডাক দিয়েছো কোন্ সকালে
কেউ
তা
জানে
না
আহা, তুমি ডাক দিয়েছো কোন্ সকালে কেউ তা জানে না
====================================
কী হবে লোকটার? ওই রবীন্দ্রনাথের?? কেউ তা জানি না। লোকটা ডাক দিলো প্রতিসকালে কেউ তা জানি না।
=========================================
অনেক চেষ্টা করছিলাম সুচিত্রা মিত্রের কণ্ঠের এই গানটা আপলোড করার। পারি নাই। আবার বাসায় গিয়ে চেষ্টা করবো রাতে। শুনতেই হবে। শুনতেই হবে সবাইকে। আবার। আবার।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
দাড়িদাদু থাকবেন ঠিকই, তাঁর অনেক লেখাই এখনো আসল বোঝা বুঝতে যে আমাদের বাকী আছে!
-------------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সত্যি সত্যিই যদি আসতেন সেই রাজা কোনোদিন!
রক্তকরবী, রাজা, ডাকঘর- সবখানেই যে রাজা পর্দার আড়ালে! সে-ই বুঝি ঈশ্বর!
সেও থাকলে থাকে ওই কিছুই না'র মধ্যে, সে আসে না।
না থাকলে কী অমন ক্ষতি?
আর, থাকেই যদি, আসলে তবে কী এমন অনর্থ হ'তো!
বুঝি না ছাই!
ভয়ঙ্কর ভালো হয়েছে লেখা!
কেন আপনি অতো অমন করে ল্যাখেন!
ঈর্ষার পাপে আপনি একটু বেশিই ভরিয়ে তোলেন আমায়!
ভাল্লাগে না ছাই!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আমিও বুঝি না, সে আসে কি আসে না, আসলেই বা কি লাভ আর না আসলেই বা কি? তবু এই আলোছায়াই তো জীবন! অধরা ছায়া নাদেখা আলো!
আহা, এই লেখা নিয়ে ঈর্ষার কি? এ তো মাছের তেলে মাছ ভাজা, বেশীরভাগ ই তো কোটেশন, লেখার প্রায় সবটাই দাড়িবুড়ারই। উনি নিজেই অভয় দিয়ে গেছেন, মুক্তধারায় এক জায়গায় এক ব্যক্তি বলছে ব্যবহার করি আর ভুলে যাই তার কি আমার!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সেই।
খুব সুন্দর বলেছেন, যথারীতি।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হে হে হে হে হে।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন