দেশবিদেশের উপকথা(১০)

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ৩০/০৫/২০০৯ - ৪:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মিশর-সেই আশ্চর্য রহস্যময় দেশ। এদের উপকথাও আশ্চর্য সুন্দর। সৃষ্টির ঊষালগ্নে সূর্যদেবতা রা নিজেকে সৃষ্টি করেন, নিজেকে একা দেখে তারপরে সৃষ্টি করেন বাতাসদেবতা শু কে আর বাষ্পের দেবতা তেফনাতকে। শু আর তেফনাত মিলিত হন, সৃষ্টি হয় গেব (ভূমিদেব) আর নাত (আকাশদেবী)। রা য়ের অশ্রুজল থেকে সৃষ্টি হলো প্রথম মানুষ, তারপরে তিনি বানালেন পাহাড়, বন, পশুপাখি---বাকী সবকিছু।

প্রত্যেকদিন পুব আকাশে উদিত হয়ে তিনি সেক্তেত নৌকায় করে পাড়ি দেন আকাশ, নাত তাঁকে গিলে ফেলেন সন্ধ্যায়, পরদিন ফের জন্ম দেন। সরীসৃপ ওপেপ হলো রা য়ের চিরশত্রু, সারারাত রা সংগ্রাম করেন এই অন্ধকারময় সরীসৃপের সঙ্গে, সকালে একে পরাজিত করে ফের পুবে উদিত হন। একদিন রা খুব বৃদ্ধ অশক্ত হয়ে পড়বেন, সেদিন জিতে যাবে ওপেপ, এই সৃষ্টি শেষ হবে। আবার নতুন করে নিজেকে সৃজন করবেন রা।

এই দেবখন্ডের পরে এইবারে মানবখন্ড। সেই মানব---সূর্যের অশ্রুজলজাত সে, তাই তো সে এত উজ্জ্বল! আকাশদেবী নাত আর তার স্বামী ভূমিদেব গেব, এরা দুজন এত কাছে কাছে ছিলেন আগে, যে এদের মাঝখানে কিছুই থাকতে পারতো না। বায়ুদেব শু তাই নাতকে তুলে ধরলেন, মাঝে অনেক জায়গা হলো, সর্বজীব ঠাঁই পেলো।

নাত আর গেব এর চারজন ছেলেমেয়ে হলো-দুই ছেলে ওসিরিস আর সেথ আর দুই মেয়ে আইসিস আর নেপথাইস। আইসিস আর ওসিরিস দু'জনে দু'জনাকে ভালোবাসতো, কিন্তু নেপথাইস সেথকে ভালোবাসতো না, সেও ওসিরিসকে ভালোবাসতো।

ওসিরিস যখন জন্মেছিলেন তখন দৈববাণী হয়েছিলো " জগতের সম্রাট জন্মেছেন", ওসিরিস দেখতে যেমন স্নিগ্ধ সুন্দর ছিলেন, তেমনি তিনি ছিলেন অপরূপ হৃদয়ের অধিকারী। কালক্রমে তিনি মিশরের একচ্ছত্র অধিপতি হলেন, বামে রাণী হয়ে বসলেন আইসিস। সকলে হর্ষোৎফুল্ল হলো, শুধু সেথ মনে মনে খুব ক্ষুব্ধ হলো। ষড়যন্ত্র করে সে হত্যা করলো ওসিরিসকে।

আইসিস পাগলিনীবেশে খুঁজতে খুঁজতে অবশেষে শরবনে খুঁজে পেলেন প্রিয়তমের কফিন, প্রথামত সমাধিস্থ করার ব্যবস্থা করলেন। কিন্তু সেথ খবর পেয়ে এসে চোদ্দো টুকরো করলো সেই দেহ, ছড়িয়ে দিলো দূরে দূরে। কিন্তু অমর এই প্রাণধারা কি কখনো ওভাবে শেষ করা যায়? মরু কি গ্রাস করতে পারে নীলনদের ধারা? আকাশগঙ্গার জল কি শেষ হয়?

আইসিস গর্ভবতী ছিলেন , তিনি জন্ম দিলেন হোরাসকে। হোরাস বড়ো হলে সেথের সঙ্গে লড়াই শুরু হলো। এ এক চিরসংগ্রাম-শুভ ও অশুভের সংগ্রাম। কখনো হোরাস জেতে কখনো সেথ, ফয়সালা হয় না।

ওসিরিস পাতালে আছেন, প্রয়াত মানুষের বিচার করেন, ভালোকে স্বর্গ দেন, যে ভালো থাকতে চেয়েও পারে নি, তাকে আরেকবার সুযোগ দেন। বিশ্বাস এইরকম যে একদিন হোরাস জয়ী হবেন, সেথের পরাজয় হবে একদম পুরোপুরি, সেদিন ওসিরিস পৃথিবীতে এসে সত্যযুগের সূচনা করবেন।


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

অসাধারণ, আবারও।

ৎ সমস্যা: হর্ষোত্ফুল্ল (৫ম প্যারা) হাসি

তুলিরেখা এর ছবি

থ্যাংকু।
ৎ ঠিক করে দিলাম। হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

থ্যাঙ্কস ধূ গো।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মাহবুব লীলেন এর ছবি

একটা কথা মাথায় আসলো পড়তে পড়তে
গল্পগুলো সংকলনের পাশাপাশি আপনি একটা ইনডেক্স জাতীয় জিনিসও তৈরি করতে পারেন বিভিন্ন বিষয়ের দেবদেবী নিয়ে
মানে একই মন্ত্রণালয়ের (বৃষ্টি/আকাশা...) দেবতা ভারতে কে- মিশরে কে- গ্রিসে কে....

সঙ্গে তাদের কাজকর্মধরনধারনেরটুকটাকফারাককিংবামিলঅমিল
তাইলে একটা কার্জেকাজ হবে

আর যদি সংকলনটা কোনোদিন প্রকাশ করেন (আমিএখনআরকাউকেবইবের করতেবলিনা) তাইলে এই নোটটা একপাশে দিয়েদিতে পারেন আর না হয় বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মন্ত্রণালয়ের দেবদেবী নামে আলাদা একটা সংকলন করতে পারেন (এইটাপ্রকাশেরওবুদ্ধিকিন্তুআমিদিলামনা)

তুলিরেখা এর ছবি

বিষয়টা ভেবে দেখবো। ধন্যবাদ স্যর।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

চিন্তিত

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

himika এর ছবি

সুন্দর...

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ হিমিকা।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ভুতুম এর ছবি

মিশরের উপকথা খুবই চমৎকার, আপনার লেখনীতে ভূমিকাটুকু পেলাম। কিন্তু এটা ছেড়ে দিলে চলবে না, মিশর নিয়ে আরো লিখুন।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

আসমানী-মডু এর ছবি

প্রথম পেইজে একই লেখকের দুটির বেশী পোস্ট রাখলে প্রথম পেইজ তার বৈচিত্র্য হারাবে। যদিও এই পোস্টটি নিজ ব্লগে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেও এটি প্রথম পাতায় ছিল। তৃতীয় পোস্ট করার আগে আগের পোস্ট গুলি স্থানান্তর অথবা শিডিউলড অটো পোস্ট ফীচার ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।