কোমলগান্ধারের জন্য

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ০৩/০৬/২০০৯ - ৪:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন আগে, জগৎজোড়া জালের জগতে তখন হাঁটি হাঁটিপা পা করে চলছি আর থমকে থেমে থেমে দেখছি কি হচ্ছে সেখানে। যা দেখি অবাক লাগে। খুঁজতে খুঁজতে খুঁজে পেয়েছিলাম নিজের ভাষা, বৈশাখের দুপুরবেলা যেন মিশরে ঘুরতে ঘুরতে মরুভূমির উপর দিয়ে হাঁটতে হাঁটতে মরুদ্যান দেখা। সে এক অতীব আশ্চর্য অনুভূতি।

সেইসব সময়েই লেখা হয়েছিলো এই চরণগুলি, কিছুটা পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে। পরিবর্তিত রূপটাই দিলাম আজ, মরুদ্যানে বন্ধুদের সাথে তরমুজের রস আর খেজুর ভাগ করে নিতে নিতে ভাগ করে নিই এই কথামালাও।

রঙধনুকে অনুসরণ করতে করতে-
অবশেষে পৌঁছলাম,
সন্ধ্যাসীমান্তের পাহাড়ে।

সকলেই এসে পড়েছিলো-
পূরবী আর বিভাস,
হংসধ্বনি আর সোহিনী,
ইমন ও তোড়ি-
মালকোষ আর মল্লার।
আরও অনেকে।
কোমলগান্ধারের জন্য সবাই
অপেক্ষা করছিল।

আকাশে কমলা মেঘে
গোলাপী ছোঁয়া লাগছিল,
দূরে কোথায় শঙ্খধ্বনি শুনে
টলটলে সন্ধ্যাতারা চোখ মেললো।
সুদূর উপত্যকার পরিযায়ী পাখিরা
আকাশ বেয়ে উড়ে গেল-
দক্ষিণে তাদের প্রবাসের অরণ্যের দিকে।

অনেক অশ্রুময়ী নীল নদী পেরিয়ে,
অনেক রক্তময় লোহিত সাগর পেরিয়ে,
ধূসর মরুস্থলীর বালির আঁচল পার হয়ে-
অনেক দুন্দুভি আর দামামা পিছনে ফেলে
অনেক বজ্ররথকে পাশ কাটিয়ে,
কি জানি কখন এসে পৌঁছবে
কোমলগান্ধার!

ছবি: আন্তর্জাল


মন্তব্য

স্পর্শ এর ছবি

আর এই আপনিই কিনা রাগ-রাগিনী শুনে 'ডিস্ক্রিট আর কন্টিনিউয়াস' বলেছিলেন? চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

তুলিরেখা এর ছবি

না ঠিক রাগরাগিণী না, গিটকিরি আর মুড়কি কাজ বোঝাচ্ছিলেন একজন। তখন ।:-)
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

আপনিই বলুন মুড়কি শুনলে কারুর গান মনে পড়বে? কেবল মুড়িমুড়কি আর কদমা তিল্লাই তো মনে পড়বে বিশেষ করে খিদে পেলে!
হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

কবিতার মানে জিজ্ঞেস করলেই সবাই তেড়ে মারতে আসে, তবে ইয়ে মানে একটা ছোট্টো প্রশ্ন ছিলো, ঠিক কবিতার মানে নিয়ে নয় তাই সাহস করে করছি। কোমলগান্ধার তো একটা নোট, এই সব রাগরাগিনীরা তার জন্য ওয়েট করছে কেন? এগুলির মধ্যে কোনো-কোনোটায় কোমল গা লাগে আবার কোনোটাতে লাগেও না। দুই দলই কেন বসে আছে, যাদের লাগে তারা পকেট থেকে বের করে নিলেই তো পারে, সবার টাইম বঁেচে যায়।

হাসি

তুলিরেখা এর ছবি

এরা সব ওর বন্ধুরা। অপেক্ষা করছে। খুব যুদ্ধের ব্যাপার চলছে কিনা, ভয় হয় যদি ওদের বন্ধু না আসতে পারে!
বিভাস পূরবী সোহিনী --আহা শুনে বন্ধুবান্ধবদের নাম মনে হচ্ছে না? গান্ধার কিনা খুব কড়া জায়গা, সেখান থেকে কোমল কেউ মানে খুব দুর্লভ সে বন্ধুসুজন। তাই সবার এত উদ্বেগ এত উদগ্রীব অপেক্ষা।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

ভালো দিলেন তো এইটা? হাসি আমার অবশ্য তোড়ি মালকোষ এই সব নামের মানুষের সাথে আলাপ নেই, তাহলেও, মজা পেলাম। হাসি

তুলিরেখা এর ছবি

পদবী টোডি শোনেন নি? হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তীরন্দাজ এর ছবি

মনে হলো, রাগ রাগিনীতে বেশ ডুবে থাকতে পারেন। আমিও আপনার কবি পড়ে ডুবে গেলাম।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

পান্থ রহমান রেজা এর ছবি

কোমলগান্ধার জানি কার বইয়ের নাম?

তুলিরেখা এর ছবি

হাসি

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্পর্শ এর ছবি

বিষ্ণু দে এর একটা কবিতার বই আছে 'নাম রেখেছি কোমলগান্ধার'। সত্যজিৎ রায় প্রচ্ছদ করেছিলো।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মূলত পাঠক এর ছবি

সিনেমাকে যারা বই বলে তাদের জন্য সমুচিত জবাব দিয়েছেন স্পর্শ।
হাততালি!! হাসি

তুলিরেখা এর ছবি

সিনেমাকে সিনেমা বলাই ভালো। হাসি
আমার এক সরলমতি ভ্রাতুষ্পুত্র বলতো সিনেমনা! হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।