এও বহুদিন আগের কথা,সেই কোমলগান্ধারের সময়ের। তখনও সবকিছু হালকা, আলগা, উড়োউড়ো পালকমেঘের মতন। প্রজাপতিডানার রেণুধূলির মতন উড়ে উড়ে এসে লাগতো মুখে,চুলে,চোখের পাতায়। সেই সময়ের কথামালা এগুলো। কিছুদিন আগে ফের স্মৃতির ধূলা সরিয়ে সরিয়ে, প্রাচীন দেওয়ালের সবুজ দরোজাটা খুলে উঁকি দিয়ে দেখছিলাম, দানাদানা নুনচিনির উপরে রোদ্দুরের মতন ঝিকিয়ে উঠে মিলিয়ে যাচ্ছিলো লাইনগুলো।
তবু রয়ে গেলো কিছু, মনে মনে গুণ্ গুণ্ করে গেল সেই সোনালীপিঠ ভোমরাটা, চকচকে শরীরে আলো ঝলকিয়ে কোথায় উড়ে গেলো ফের। অনুরাগবতী সন্ধ্যা মিলিয়ে গেলে আবার সেই অনেককাল আগের মতন রাত এলো, তারার মণিহারে সাজানো সেই অনাদিকালের রাত্রিমাতা। মনে থেকে যাওয়া সেই গুণ গুণ কিছু উকি দিয়ে গেছে হাওয়ার রাতে নক্ষত্রপিয়াসের গল্পে। আজকে শাখা নয়, তার আসল কথাটি।
নক্ষত্রপিপাসা
অন্ধকার বারান্দা পেরিয়ে,
শিউলিভরা উঠোন পেরিয়ে,
ঘুমিয়ে পড়া ঘাসের মাঠখানা পেরিয়ে
দূরের নক্ষত্রের দিকে চলে যায়
আমার দৃষ্টি।
গতদিনের সূর্যাস্তবেলায়
যে পাখি উড়ে গেছে
তার প্রবাসের অরণ্যের দিকে-
তার চলে যাওয়ার দিকে যেমন চেয়ে ছিলো
আমার তৃষিত দু'চোখ-
তেমনি এখন চেয়ে আছে
অন্ধকারের উপরকার ঐ তারাগুলোর দিকে।
কতকাল ধরে নির্ঘুম ঐ তারারা চেয়ে আছে
আমার এই পৃথিবীর দিকে-
কতকাল ধরে ওদের বুকের আলো জ্বলছে নি:শব্দে!
কত দূরে ওরা-
তবু কী তীব্র পিপাসায় আমি ওদের চাইছি!
ছায়াপথের ওড়নার দিকে চেয়ে আমি প্রার্থনা করি
কমলা জ্যেষ্ঠা তারার দিকে চেয়ে আমি প্রার্থনা করি
রাজহংসের পাখা ছাড়িয়ে
ছায়াগ্নির দিকে চেয়ে আমি
প্রার্থনা করি-
এ সীমা টুটে যাক,
ঊর্ধ্বের ঐ প্রজাপতিমন্ডলে,
ধ্যানমগ্ন ব্রহ্মহৃদয়ে মিলে যাক
আমার এ ভঙ্গুর মৃত্তিকাহৃদয়।
***
ছবি: আন্তর্জাল
মন্তব্য
ভীষণ সুন্দর!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এও বহুদিন আগের কথা,সেই কোমলগান্ধারের সময়ের। তখনও সবকিছু হালকা, আলগা, উড়োউড়ো পালকমেঘের মতন। প্রজাপতিডানার রেণুধূলির মতন উড়ে উড়ে এসে লাগতো মুখে,চুলে,চোখের পাতায়।
তবু রয়ে গেলো কিছু, মনে মনে গুণ্ গুণ্ করে গেল সেই সোনালীপিঠ ভোমরাটা, চকচকে শরীরে আলো ঝলকিয়ে কোথায় উড়ে গেলো ফের। অনুরাগবতী সন্ধ্যা মিলিয়ে গেলে আবার সেই অনেককাল আগের মতন রাত এলো, তারার মণিহারে সাজানো সেই অনাদিকালের রাত্রিমাতা। মনে থেকে যাওয়া সেই গুণ গুণ কিছু উকি দিয়ে গেছে হাওয়ার রাতে নক্ষত্রপিয়াসের গল্পে।
অনন্য, অসাধারণ।
ধন্যবাদ উজানগাঁ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কিছু কথার পরে কবিতা শুরু হলো? নাকি কিছু কবিতার পরে কবিতা শুরু হলো? নাকি পুরোটাই একটা নিরবিচ্ছিন্ন কবিতা? উফ্, কবিতা বুঝিনা বলে বড়ই মুশকিলে পড়ি।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
হুমমম।
ডিসক্রীট নাকি কন্টিনুয়াস? গিটকিরি না মুড়কি? বিচ্ছিন্ন না সন্তত?
এসব ভারী কঠিন প্রশ্ন ভায়া।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আপনি তো 'কোমলগান্ধার' নিয়ে বেশ ভালোই লেগেছেন। ভালোও লাগছে প্রতিবারই।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেক ধন্যবাদ তীরুদা।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সময়ের সমুদ্র পারায়ে
যে জীবন গিয়েছে হারায়ে।।।।।।।
সে যদি ফিরেই ফের আসে,
আলো হয়ে মনের আকাশে
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তখন আর অন্য পন্থা নাই
প্রণিধায় কায়ং প্রসন্নতা চাই।।।।।
তখন আর অন্য পন্থা নাই
প্রণিধায় কায়ং প্রসন্নতা চাই।
মাঝে আরো কখান লাইন আছে যে!
"চন্দ্রতারকার সনে, বসে একাসনে-
সে সূর্যস্বরূপ আমাকে দেখাবে বিশ্বরূপ"
এককালে এই বইখানা, "ন হন্যতে" কি ভালো যে লাগতো! এখন ন্যাকার বেহদ্দ লাগে। কালের কি গতি!
কিন্তু কবিতাংশগুলো এখনো ভালো লাগে। মনে হয় কবিতার কালনিরপেক্ষ কোনো আবেদন আছে।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল,
খালি বুইড়া আঙুল দেখাইলে কি বুঝুম?
----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বলার কিছু নাই।
বলেন কি ? আপনি জোছনা রাতের মস্তান!!!!!!
বলি জোছনা রাত তো গান শোনার আর ঢোলার, মানে ঝিমাতে ঝিমাতে কাওয়ালি শোনে যেমন! মাস্তানি কি জোছনারাতে চলে?
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন