প্রান্তরশেষে অরণ্যের শুরু। সমন্তক চলতে থাকে। পথহীন বনে চলতে চলতে সন্ধ্যা হয়ে আসে। সমন্তক নদীতীরের টিলায় এসে পৌঁছায়।
সূর্য ডুবে যায় পশ্চিম দিগন্তে, সন্ধ্যাতারার জ্বলজ্বলে টিপ ফুটে ওঠে আকাশের কপালে। একে একে জ্বলে ওঠে অন্য তারারা, গ্রহেরা, নেবুলারা, গ্যালাক্সিরা ....অনাদি অনন্ত দেশকাল সন্তত হয়ে আছে এই মাটিতে ঐ আকাশে নদীতে অতীতে ভবিষ্যতে জন্মে মরণে সকালে সন্ধ্যায় ... দিনের নীল টুকু পার হয়ে ঐ মধ্যরাত্রিনীলে, লক্ষ লক্ষ কোটি কোটি তারায়, গ্যালাক্সিতে ....
সমন্তক নেমে আসে নদীর কিনারে। আস্তে আস্তে খুলে ফেলতে থাকে আবরণ, একের পর এক। নদীতে অবগাহন করে সে ধুয়ে ফেলবে সমস্ত ক্লান্তি, সমস্ত হতাশা, সমস্ত অস্থিরতা যা এখনো কিনা অস্তিত্বের কোণে কোণে রয়ে গেছে তার। আস্তে আস্তে সে নেমে পড়ে হাল্কা স্রোতে, নদী তাকে মায়ের মতন যত্নে বুকে নেয়, সে স্নান করতে থাকে দেহ ডুবিয়ে ভাসিয়ে ....
পৃথিবী মায়ের মতন, পৃথিবীর মাটি মায়ের গর্ভের মতন, সেই মাতৃগর্ভের উষ্ণ কোমল রহস্যময় স্মৃতি এসে ভরিয়ে দিতে থাকে সমন্তকের অনন্ত স্মৃতিভান্ডার, এই জন্মের বহু বহু আগে আরো আরো অনেক জন্মে সে এসেছিলো এই জগতে, এই আলোছায়ায়, এই হাসিকান্নায়, এই মিলনে বিরহে ...
অবিনশ্বর
কিছুই হারায় নি তো, রয়েছে অটুট
জন্মবলয় ছুঁয়ে গেছে সাত তারা-
ফেনাবালি মেখে মেখে ভেঙেছে ঢেউয়েরা
সীমাহীন সীমা ঘিরে রেখেছে পাহারা।
অশ্রু-ঝাপসা ঘর, বিষাদবিলাসী
কেন এত মিছামিছি গড়া আর ভাঙা?
দিকরেখা ঢাকে মেঘ, বলাকার মালা
ঝড়জল শেষ হলে চাঁদ রাঙাভাঙা।
তবুও কান্না কেন, কেন এত নোনা?
চোখের সীমানা ছোঁয়া এত ঝুলকালি?
মধুমাছি উড়ে গেছে ওপারের বনে
এইপারে পড়ে আছে গৈরিক বালি।
উতলা বাতাসে আজো জেগে থাকে কথা
মোমরাতে জঙ্গলে শন্শন্ সুরে-
নির্মোক ঝেড়ে ফেলে ঘুমভাঙা সাপ
জলকলি গান গায় একা বন্দরে।
কিছুই হারায় না তো, থাকে অবিকল
শুধু সরে সরে যায় আলোর আড়াল,
আছাড়িবিছাড়ি রাতও চলে গেল একা
এইবারে ধীরে ফোটে উজল সকাল।
***
মন্তব্য
অন্ত্যমিল আপনার কবিতায় আগে দেখেছি বলে মনে পড়ে না। তাতে করে মাধুর্য অবশ্য কিছু কমে নি।
"চাঁদ রাঙাভাঙা"টা প্রতিভা বসুর কথা মনে করিয়ে দিলো, সেইটেই কেবল অপছন্দের। ওঁর গদ্য আমার এক্কেবারে সুবিধের লাগে না, বড়ো জোর করে মেয়েলি। যাক, এ তো নেহাৎই বাইরের ব্যাপার, কবিতাটা চমৎকার হয়েছে এইটাই আসল কথা।
ধন্যবাদ মূলত পাঠক।
আগে আগে সচলে অন্ত্যমিলওয়ালাই তো লিখতাম। এই যে এখানে একটা।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভালো লাগলো।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
ধন্যবাদ শামীম রুনা।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সুন্দর, অ্যাজ ইউজুয়াল।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
অনেক ধন্যবাদ ভুতুম।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
মধুমাছি উড়ে গেছে ওপারের বনে
এইপারে পড়ে আছে গৈরিক বালি।
প্রত্যূষা, জ্বরবিকারের ঘোরে এই লাইনটা পড়ে কেমন যেন আনমনা হলাম।
কবিতায় রেটিং দেওয়াটা ভাল্লাগেনা তারপরও---- এটাতে দিলাম ---- ঘোরেই ----
অনেক ধন্যবাদ s-s । কি আর বলবো, এত পাবার প্রত্যাশা কখনো করিনি, তাও
সচলে যা পেলাম, শেষবেলায় সেই তরুণ সৈনিকের মতন(যার পকেটে রবীন্দ্রনাথের কবিতার এই কয়েক লাইন ছিল) বলে যেতে পারবো," যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই।"
ভালো হয়ে উঠুন দ্রুত। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তুলিদি, তোমার পায়ের ধূলো বোতলে করে আমায় একটু পাঠাবে? কল্পকাহিনী, গল্প, কবিতা, আত্মজীবনী সব কিছুতেই এক নাম্বার। হ্যাটস অফ টু ইউ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
বোতলে? না না, এ তো ছোটো ছোটো হোমিওপ্যাথিক শিশিতে চালান যায়!
এটা জোক। কিছু মনে কোরো না।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তানবীরাদি,
তোমার মনটা উদার তাই বলো লেখাগুলো ভালো। নইলে দেখো না মাত্র কয়েকজনে পড়ে, কমেন্ট দেয় আরো কম। আসলে সৌজন্যবোধে বলে না, অনেকের হয়তো এইসব প্যানপ্যানানি লেখা খারাপ লাগে।
তবু যাদের ভালো লাগে তাদের অনেক কৃতজ্ঞতা আর ধন্যতা জানাই।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন