ছুটি নিয়ে দূরে পালাতে গেলেও পারি না। কীসে যেন টানে! এ কী গন্ডগোলের মধ্যে পড়লাম রে বাবা! চিরকাল আমি বেড়া ভাঙা, পাঁচিল টপকানো, দরজা খুলে দৌড় দেওয়া এইসব ভালোবেসে এসেছি, করে এসেছি। আরে কবি বলে গেছেন, বন্ধ খুঁজিয়া ফিরিছে আপন মুক্তি! আমি তো সামান্য মনুষ্য!
অথচ সেই অন্তরবাসী মুক্তিবিলাসী এ কোন "বাঁধনের মাঝে বাসা" বেঁধে ফেললো যে ক'খানা ছবি তুললেও এসে সেগুলো ঘাড়ে ধরে আপলোড করায় আর সচলে দে সচলে দে বলে একেবারে অতিষ্ঠ করে দেয়! আপনারা কেউ এই ব্যধি সারানোর ওষুধ জানলে বলুন, আমি কিরা কেটে বলছি ভিজিট মার যাবে না।
মন্তব্য
কি সুন্দর আকাশের ছবি, মুগ্ধ হয়ে গেলাম তুলিদি।
ধন্যবাদ, প্রজাপতি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তুমিও তো আমার মতোই আকাশ ভালোবাসো দেখছি তুলিদি।
ছবিগুলো খুব ভালো লাগল।
ধন্যবাদ, মামুন ভাই।
আকাশ মাটি জল মানুষ গাছগাছালি পাখপাখালি সবই ভালোবাসি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
হাহাহাহাহাহাহাহা! সচল দেখছি আপনাকে বন্দিত্বের স্বাদ দিচ্ছে!
ছবিগুলো চমৎকার।
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
একেবারে! পাকের পর পাক, গ্রন্থির পর গ্রন্থি। যারে কয় মায়ার বাঁধন।
ছবিগুলো দেখলেন বলে ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তুলি,
এক কথায় অসাধারণ---!
ধন্যবাদ, অনিকেত।
আপনি এল এইচ সি নিয়ে আপডেট দিবেন না গো?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আহ্ কী সুন্দর, কী সুন্দর!
আলোকচিত্রীর ভালো লেগেছে জেনে এই সামান্য চেষ্টা ধন্য।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ছেড়া ছেড়া মেঘ পেঁজা তুলোর মতন ভেসে বেড়ায়...
কোথায় যেন পড়েছিলাম, আহ্ কী দারুণ
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ। আপনার ভালো লেগেছে বললেন বলে মনে বল পেলাম।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
চোখ জুড়ানো সুন্দর !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ, কীর্তিনাশা।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আকাশ ভালবাসি বলেই বোধহয় বড় বেশিই ভাল লাগল...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধন্যবাদ, বালিকা।
আপনার লেখাগুলি পড়ি, ভালো লাগে, মাঝে মাঝে বলা হয় না, এখানে এই চান্সে বলে নিলাম।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সুন্দর আকাশের ছবি।
তিন নম্বরেরটাই শুধু নীল আকাশ। একটা গল্প আছে মনে হয়। কিসের চিমনি?
এ একটা এমনি চিমনি, প্রায় একশো বছর আগে এই চিমনি দিয়ে সত্যিকারের ধোঁয়া বেরুতো, সেই ধোঁয়া মেঘ হয়ে যেতো। এখন এমনি রেখে দিয়েছে শোপীস হিসাবে। এখন এখানে রেস্টুরেন্ট।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অদ্ভুত সুন্দর। ভীষণ ভাল্লাগল। বিশেষ করে তিন নাম্বারটা। দুর্দান্ত ছবি!
ধন্যবাদ প্রহরী।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এমন আকাশের দিকে মুখ করে কত দিন শুয়ে থাকা হয় না। এখন শুধু ঘাড় তুলে এক ঝলক আকাশ দেখি।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
এও ঝলকের দেখাতেই। দোকান থেকে খাবার কিনে ফেরার পথে।
দেশবাড়ীতে ছাদে ওঠা যেতো, কত বিকালসন্ধ্যা ছাদে কেটেছে। তখন ক্যামেরা ছিলো না।
বৈদেশে ছাদে ওঠা যায় না, সেভাবে আকাশের সঙ্গে মিতালিও করা হয় না। অথচ আকাশ চেয়ে থাকে, ছড়িয়ে থাকে মায়াভরা চোখের মতন। মানুষের সময় নেই, ইচ্ছা নেই, তরিকাও নেই।
একদিন হয়তো.... অন্য কোনো জন্মে ... এমন কোনো জায়গা পাবো যেখানে মানুষে আকাশে জলে বাতাসে গাছগাছালিতে পাখপাখালিতে বিচ্ছেদ নেই।
ভালো থাকবেন রুণা।
----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
প্রত্যূষা, "আপনার" ছবি দেখার বড় শখ হলো এই ছবিগুলো দেখে, আপনাকে কেমন দেখতে?
আমাকে কেমন দেখতে?
নিজ মুখে কি আর বলি!
একটা কাছাকাছি বর্ণনা দিয়ে গেছেন শরদিন্দুবাবু- বিঘূর্ণিত রক্তলোচন, সূচির ন্যায় তীক্ষ্ন ও উদ্ধত ক্ষুদ্র ক্ষুদ্র কেশ, যে মৃত্তিকানির্মিত আধারে অন্নরন্ধন হয় তাহার তলদেশের ন্যায় মারাত্মক ঘোর কৃষ্ণবর্ণ।
----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন