হারিয়ে যাওয়া সুতোয় আবার রোদ্দুর জ্বলজ্বল। একটা বিকেল। অদ্ভুত এক লালকমলাগোলাপী রঙ সে বিকেলের। সুরকি ফেলা পুব-পশ্চিম বরাবর রাস্তাটা অস্তসূর্যের আভায় রাঙা হয়ে আছে, দু'পাশের সবুজ মাঠেও চলকে পড়েছে সেই রঙ, নানাবয়সী ছেলেরা ফুটবল খেলছে। তাদের গায়েও জড়িয়ে গেছে সেই বেলাশেষের আলো।
সেসব দিন চলে গেছে, হয়তো যাবারই ছিলো। সময় তো থাকে না, সে কেবলই বয়ে যায়, কোথায় যেন পড়েছিলো সে, কালের সেই অবাধ গতির গল্প? সেই পথের গল্প, যে পথ কেবলই চলে আর চলে, অনির্ব্বাণ তার বীণা শোনে শুধু অনন্ত আকাশ? তবু কোথায় যেন সেই বেলাশেষের মায়াবী আলো লুকিয়ে রয়ে গেছে। ঠিক জায়গায় ছোঁয়া লাগলেই বেরিয়ে আসবে মায়া-আকাশ ভরে।
কোথাও কি সবই থেকে যায়? সময়ের স্রোতকে ফাঁকি দিয়ে? রোদ্দুর হতে চাওয়া সেই অমলকান্তিরা ... তারা তখন সদ্য এসেছে ইচ্ছানন্দময় নন্দনবন থেকে ... পৃথিবীর ধুলামাটিময় রুক্ষতা তখনো ঘষে ঘষে রুখু আর শক্ত করে নি ওদের ... তখনও অনুভূতির ত্বকে কড়া পড়ে নি ওদের, তখনও অমলতাসের মতন নরম দিন ... সেইসব দিন কি কোথাও রয়ে গেছে? কোনো মুক্তোরঙের ভোরবেলার হাওয়াহালকা জালে আটকানো হীরেঝিকমিক শিশিরবিন্দুতে?
স্বপ্ন-আঙ্গুল খুঁজছে আমায় তাই জেনে
আমিও তো কান পেতেছিলাম সাইরেনে-
অন্ধকারে বন্ধ ছিলো সব রবাব,
রাতপেয়ালায় যেই ঢেলেছি ঘুমশরাব,
অমনি আগুন ভরলো সারা দিগন্তর-
ঘুমের থেকে আর তো জেগে হয়নি ভোর।
কালপুরুষের পাশেই ছিলো সাথীর ঘর
শিউলিভোরে ঝরতো সে ফুল উঠানভর-
ঘুমের ভিতর বৃষ্টিদোর
হাত বাড়িয়ে ছুমন্তর
বললো আমায়- এক্ষুনি তুই এ হাত ধর।
কালপুরুষের পাশেই ছিলো সাথীর ঘর ....
বৃষ্টি ছিলো গানের মতন ছন্দবান
অরূপ ছিলো সুরের ভিতর স্পন্দবান,
ওড়নামেঘে উড়ে যেত সব হাসি
হাসিতে আর নোনতাজলে বানভাসি,
বুকের গহীন সাগরনীলে লাগতো টান-
বৃষ্টি ছিলো গানের মতন ছন্দবান....
মন্তব্য
এখনো অপেক্ষায় আছি----
একদিন না একদিন আপনি 'বাজে' লিখবেনই-----
সেদিন ঘর কাঁপিয়ে দস্যুর মত হো হো করে হাসব----
প্রশ্নটা হল, সেদিন কত দূরে??----
অনিকেত,
ভয়ে ভয়ে আপনাকে একটা কথা জিগাই, জিগাই হ্যাঁ?
আমার যেইসব লেখাগুলোতে আপনি কমেন্ট দেন না, সেগুলিতে কি ভদ্রতা করে দেন না বাজে বলতে হবে বলে?
কমেন্ট দেন না আর ঘরের মধ্যে মুহাহাহা করে হাসেন?
আমি তেমন সেন্সিটিভ লোক না, যা মনে হয় বলবেন। খারাপ লাগলে কইষা মাইনাস দিবেন আর কমেন্টে কইবেন। তাইলে আমি বুঝতেও পারবো কোথায় কোথায় কি করতে হবে।
ভালো থাকবেন।
----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
না বস। যেগুলোতে কমেন্ট দেই না---সেগুলো বুঝি নাই বলেই দেই না।
আমি কিঞ্চিৎ মাথা-মোটা আছি। আপনার অনেক লেখাই আমার এই নিরেট খুলি ভেদ করে ভেতরে যেতে পারে না।
আজকের লেখাটা কিছু বুঝতে পেরেছি(অন্তত সেই রকমই আমার ধারণা)।
কাজেই আমার কমেন্ট না পাওয়া মানেই বুঝে নেবেন আমার মাথার অনেক উপর দিয়ে গেছে----
শুভেচ্ছা রইল।
বুঝলাম।
আপনি বিনয়ী মানুষ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভালো হইয়াছে। পেন্নাম, পেন্নাম!!
ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।
আহা হা হা হা, এইসব কি কন?
সাহেবী গোলেমালাইজেশনের যুগ, আসেন হ্যান্ডশেক করি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অন্ধকারে বন্ধ ছিলো সব রবাব,
রাতপেয়ালায় যেই ঢেলেছি ঘুমশরাব,
অমনি আগুন ভরলো সারা দিগন্তর-
ঘুমের থেকে আর তো জেগে হয়নি ভোর।
অন্যরকম এক ভালো লাগায় আচ্ছন্ন এই লেখা।
অনেক ধন্যবাদ কবি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
চমৎকার!
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
ধন্যবাদ ভুতুম।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আচ্ছা দিদি, ছবির ফুলটার নাম যতদুর জানতাম নাগলিঙ্গম। নাগকেশর নাকি নাগলিঙ্গম কোনটা ঠিক, বলবেন কি?
আপনি ঠিক, এইটা নাগলিঙ্গমের ছবি।
তবে লেখাটা নাগকেশর।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
জাদু হ্যায় ত্যারা হী যাদু
যো ম্যারে দিল ম্যা ছানে লাগা ........................
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ছানে লাগা?
একটু ভয় পেয়ে গেলাম।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আমার কেন জানি আপনার লেখা অন্ত্যমিলবিহীন কবিতাগুলো আরো বেশি ভালো লাগে। স্বপ্নে লোকে একটু এলোমেলো হঁাটে বলেই বোধ হয়।
সাবধানে, সাবধানে। খুঊউব খিয়াল কইরা।
স্বপ্নে হাঁটতে গেলে পড়ে যেতে পারেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আমার বুইড়া আঙ্গুলে আবারও ব্যথা হৈলো আজকে। অসহ্য এইসব অতো ভালো ভালো লেখাটেখাবেখাচেখামেখাফেখা!
তবে, "নীল বৃষ্টিকণা"র পরের পর্বের প্রতীক্ষায় আছি কিন্তু। ওইটা আগে চালানোর আব্দার রাখলাম।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হইলে ব্যথা অঙ্গুলি/ ডাকেন তবে গাঙ্গুলি/ কিরিকেট না ডাংগুলি?/ কোন্ খেলাটায় মনগুলি?
"নীল বৃষ্টিকণা" আসবে, আসবে। সময় হইলেই আসবে।
ভালা থাইকেন গো খান ভাই।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বাহ্ রে বাহ্! ক্যায়া বাত হুয়ি!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন