মাঝরাত পার হয়ে ডুবে গেলে চাঁদ -
উপরে তারারা যখন কুয়াশায় আধোঘুমে,
তখন আমরা বেরিয়ে পড়বো।
প্রথম ত্রিস্রোতা পার হবার সময়
শক্ত করে আমার হাত ধরে রেখো,
পা ফসকে ভেসে না যাই।
আলাভোলার মাঠ পার হতে হতে
যখন জড়িয়ে যাবো মাকড়সাজালে,
তুমি যত্ন করে জাল সরিয়ে দিও।
ডাকহরিণের জঙ্গলের কাছে এসে
আমরা প্রথম লেবুরঙের ভোর পাবো।
সেইখানেই নদী, সুনেত্রার ঘাট-
ঐ ঘাটেই আমাদের নৌকো বাঁধা আছে।
নদী টলোমলো, তরী টলোমলো-
আমাকে শক্ত করে ধরো ,
আমি নদীতে পড়ে যেতে পারি।
ডুববো বলে কতবার এসেছি এ ঘাটে
কিন্তু কিছুতেই ডুবতে পারিনি।
স্রোতের গান মায়ের গানের মত মধুর
আমি মরতে পারিনি।
শুদ্ধশীল, এবারে আমাকে নিয়ে চলো
অবিরল অশ্রু রক্ত স্বেদ নখ দাঁত,
সুখ ও দুঃখের শেষ চক্র পার হয়ে,
নীলতারা ঝিলমিল জলবেদন পার হয়ে
নৌকা বেয়ে নিয়ে চলো দূরে, বহুদূরে-
অনেক দূরের এক অন্য ভুবনে।
ছবিসূত্র: আন্তর্জাল
মন্তব্য
এডিট করতে গিয়ে আমার আগের পোস্টটাই উড়ে গেল।
একই লেখা আবার দিলাম।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এখন আমার কি করা উচিত? আগের কমেন্টটাতো ভুলে গেছি
কি অবস্থা দেখুন তো! পোস্ট তো হাওয়া হলোই, কমেন্টও সব হাওয়া হলো!
যাই হোক, কি আর করা, নতুন যা মনে হয় কইয়া দেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কবিতা বড়ই মনোহর হইছে। বিশেষ করে -
এই লাইন গুলো "ভুলো না আমায়" টাইপের কিছু।
------------------------------------------
খুব একটা নতুন মনে হচ্ছে কি?
আপনার হারিয়ে যাওয়া কমেন্টেও এটাই ছিলো।
ভালো থাকবেন আর ধন্যবাদ নেবেন,
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সবাইরে জীবনানন্দে ধরসে নাকি!
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
আরে না! জীবনানন্দ কি সবাইরে ধরতারে?
সবাই গিয়া জীবনানন্দরে চাইপা ধরছে।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
খুব সুন্দর! প্রথম দিকটা পড়তে পড়তে 'বিগ ফিশ' সিনেমার সেই সব পেয়েছির দেশের পথটা মনে পড়ছিলো।
ধন্যবাদ।
সিনেমেটা আমি দেখিনি।
আপনি সিনেমাটার একটা রিভিউ লিখবেন? তাইলে পরে দেখে নেবো।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
খুব ভালো লাগলো!
থ্যাংকস মামুন ভাই।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
খুব সুন্দর কবিতা, খুবই সুন্দর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ কীর্তিনাশা।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বেশ ভালো লাগলো কবিতাটি।
অনেক ধন্যবাদ আপনাকে।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এবারে আমাকে নিয়ে চলো
অবিরল অশ্রু রক্ত স্বেদ নখ দাঁত,
সুখ ও দুঃখের শেষ চক্র পার হয়ে,
নীলতারা ঝিলমিল জলবেদন পার হয়ে
নৌকা বেয়ে নিয়ে চলো দূরে, বহুদূরে-
অনেক দূরের এক অন্য ভুবনে।
অনেক ভাল লাগা কথামালা।
ধন্যবাদ কবি।শুভেচ্ছা।
আপনার শুভেচ্ছা আমার বিরাট পাওয়া, দীর্ঘ পথের পাথেয়।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সুন্দর
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
সুন্দর। ভালো লাগলো।
অনেক ধন্যবাদ। আপনার ভালো লাগা আমার প্রাপ্তির ঘরে যোগ।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
খুব ভালো লাগলো।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
ধন্যবাদ আহির ভৈরব।
আপনার নাম শুনলেই রাগরাগিনীর কথা মনে পড়ে।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
লেবুরঙা ভোর!
এভাবে ব'লে কয়টাকেই আর উদ্ধৃত করবো! কূল পাবো না, কূল পাবো না।
খুব বেশি ইচ্ছে করলো!
আদ্যোপান্ত অসাধারণ, যথাসর্বদা!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আরে ভোর বললেই লেবুরঙ এসে যায়। যায় না?
ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
না, আমার আসতো না আগে। এখন থেকে আসবে।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন