কথা ছিলো দেখা হবে

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ১০/১০/২০০৯ - ৬:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কথা ছিলো দেখা হবে
আকুল দখিন হাওয়ায়
মাতাল বেণুমর্মর রাতে।

কথা ছিলো দেখা হবে
অচেনা সমুদ্রতীরে-
ফেনামাখা ঢেউ ধোয়া
নোনাবালির 'পরে।

আকাশে শেষরাত্রির
তারারা তখনো উজাগর
পুবের মেঘে গোলাপী কাঁপন
শিশিরভেজা আল্পনা ভোর।

কথা ছিলো দেখা হবে
গৌরীশৃঙ্গ কিনারে।
উর্ধ্বমুখ অরণ্য তখন নি:শব্দ মন্ত্রে
আলোর প্রার্থনা গাইছে।

কথা ছিলো দেখা হবে
উন্মুক্ত সমুদ্রের
অতলস্পর্শী বিস্তারে-
যেখানে সব নদী
এসে মিলিয়ে গেছে ঘুমের সময়।

এখনও মায়াবীবেলার রোদে
ছলছলে জ্যোৎস্নাজলে,
বৃষ্টিফোঁটা লেগে থাকা চোখে,
অথবা এসবে নয়, অন্য কোথাও-
তবু কোথায় যেন-
লুকিয়ে রয়ে গেছে সেই কথা।

ছোট্টো নীল পাখি শিমূল চূড়ায়
কেবলই গেয়ে যায় কোমল মায়ায়,
"দেখা হবে, দেখা হবে।"

দেখা হবে বুঝি তবে?
কবে, সে কবে?


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সেই প্রশ্ন আমারো হাসি

তুলিরেখা এর ছবি

এই প্রশ্ন আপনারো? চিন্তিত
আমি ভেবেছিলাম আপনি বুঝি দেখা পেয়ে গেছেন। দেঁতো হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হায় হায় বলে কি? আমিতো দেখা পেয়েছিই.. কবিতার কবির সাথে সুর মেলালাম আরকি দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

বাহ, অদ্ভুত একটা ছড়া হয়েছে !
নির্ভানা
ইমেইল :

তুলিরেখা এর ছবি

ইয়ে মানে বলছিলাম কি এইটাকে কি ছড়া বলা যায়? চিন্তায় পড়লাম। চিন্তিত
তবে আপনাকে ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কথা ছিল দেখা হবে গানটার কথা মনে পড়ে যাচ্ছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তুলিরেখা এর ছবি

গানটা শুনি নাই। মন খারাপ
কার গাওয়া গান? কারই বা লেখা? লিঙ্ক দিবেন?
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

জানি না উনি এ গানটার কথাই বলেছেন কিনা, তবে মহম্মদ রফির এর কাছাকাছি নামের একটা গান আছে।

কথা ছিলো দেখা হলে বিজনে তোমার মনের কথা বলবে,
আমার মুখের পানে তোমার নয়ন দুটি সন্ধ্যাতারার মতো জ্বলবে॥

আমার কাছে আছে গানটা, আপনি চাইলে পাঠাতেও পারি, তবে সুবিধের নয় তেমন, একটু প্যানপ্যানে টাইপের সুর আর কথাও সাধারণ (এই দু লাইনেই দেখুন, দুটি নয়ন নাকি সন্ধ্যাতারা, আকাশে একপিসই সন্ধ্যাতারা থাকে বলেই জানি)।

তুলিরেখা এর ছবি

এই গানটা মনে হয় শুনেছি আগেই।
আরে এমন টেকনিকাল ভুল ধরলে চলে? আকাশে সন্ধ্যাতারা একটাই কিন্তু যিনি
ঘোরের মধ্যে আছেন, তিনি কতগুলো দেখবেন তার ঠিক কি? হাসি
সুমনের একটা ভালো গান আছে, " সন্ধ্যা হলো সন্ধ্যা হলো দেখছি চেয়ে প্রথম তারা "-আপনার কাছে আছে?
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

আছে বোধ হয়, পাঠাবো?

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

এই লন (ফুয়াদ রিমিক্স)

অরিজিনাল:

অনিকেত এর ছবি

@ওয়াইল্ড স্কোপ,

আহা আহা, ফুয়াদের ভার্সনটা শুনে চোখে পানি বাঁধ মানল না-----
কী সুন্দর করে গানটা 'ইয়ে' করেছে---
ভাল কথা চিত্রা সিং কে কি এই ভার্সনটা কোন ভাবে শোনানো যায়?

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

নতুন যুগের পুলাপান উড়াধুরা মিউজিক পছন্দ করে - কি আর করা?
চিত্রা সিং প্রায় ৯০/৯১-এ ছেলে মারা যাবার পর থেকেই সঙ্গীত জগতের থেকে বিছিন্ন, এবছর তার মেয়ে মনিকাও আত্মহত্যা করেছে.

তুলিরেখা এর ছবি

গানের জন্য ধন্যবাদ ওয়াইল্ড-স্কোপ। আমার ওরিজিনালটা ভালো লাগলো।
আর, খবরগুলো শুনে খুব মন খারাপ হলো। প্রার্থনা করি উনি শান্তি খুঁজে পান।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিকেত এর ছবি

@ওয়াইল্ড স্কোপ,

বস খবরটা শুনে মনটা খুব খারাপ হল।
জগজিৎ-চিত্রা এখন পর্যন্ত আমার কাছে সেরা গজল-জুটি। তাদের ছেলের নাম ছিল বিবেক সিং(যতদূর মনে পড়ছে)। একটা বিমান দূর্ঘটনায় ছেলে মারা গেলে পড়ে চিত্রা নিজেকে গান থেকে সরিয়ে নিয়েছিলেন। অন্যদিকে জগজিৎ দুঃখ ভোলার জন্যে আঁকড়ে ধরেন গানকে। ছেলের মৃত্যুর পর পরই তারা একটা এলবাম করেন--Someone somewhere... এইটেই ছিল তাদের শেষ যুগল-সঙ্গীতের এলবাম।

কিন্তু চিত্রার মেয়ের আত্মহত্যার কথা আপনার কাছ থেকেই জানলাম।

কিছু কিছু মানুষকে দুঃখ কেন যে ছেড়ে যায় না------

মূলত পাঠক এর ছবি

ধন্যবাদ, ওয়াইল্ড স্কোপ, গান শেয়ার করার জন্য।

আমার কিন্তু নতুন ভারশনটা বেশ লাগলো। রিমিক্স অনেক ক্ষেত্রেই আতঙ্কজনক হয়, এটা তেমন মনে হলো না, কারণ পরিচিত খানাখন্দগুলো এঁরা এড়িয়ে গেছেন ভালোভাবেই। গায়িকা সুরে গাইলেন (কত রিমিক্সিনীরা যে কী পরিমাণ অফ-টিউন গেয়ে থাকেন সে অভিজ্ঞতা আমাদের সবারই আছে), ইন্টারল্যুড খুব উচ্চকিত নয়, গলা যন্তরে ফেলে দু এক জায়গায় ডিসটর্ট (বিকৃত লিখলাম না) করলেও মোটামুটি মূলানুগভাবেই গেয়েছে, এবং সব মিলিয়ে শুনে আমার ভালোই লাগলো। গায়িকার নাম কী? একটা গান শুনেছিলাম 'ফুয়াদ ফিচারিং কণা', ইনিও কি তিনি?

অনিকেত এর ছবি

হ্যা, মূলোদা, ইনিই কণা।
মেয়েটা ভালই গায়---

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

আপনি ঠিকই ধরেছেন - আমার পছন্দের লিস্টে কণার এই গানটি আছে - "ভ্রান্তি"

মেল ভয়েসে একই এলবামের "ভ্রান্তি"ও কম যায় না

কণার প্রথম দিককার আরেকটি গান - রেডিও ফুর্তিতে অনেক শুনতাম, "তুমি আস নাই":

Get this widget | Track details | eSnips Social DNA

অনিকেত এর ছবি

আমি মিফতার ভার্সনকে অনেক এগিয়ে রাখব কণার ভার্সন থেকে।
বেশ আগে এই এলবামটা নিয়ে লিখেছিলাম। আগ্রহী হলে পড়ে দেখতে পারেন।

শুভেচ্ছা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আপনার কাছে একটা বিনীত প্রশ্ন। প্রায়ই দেখি আপনি কবিতাকে "চিন্তাভাবনা" বা অন্য কোন ক্যাটেগরীতে ফেলে পোস্ট করেন - যেমন এই লেখাটি। এটি কি কবিতা নয়? আর আমাদের সব লেখাইতো আমাদের চিন্তাভাবনার ফসল বা পাঠকের জন্য চিন্তার খোরাক। সেক্ষেত্রে লেখাকে আলাদাভাবে "চিন্তাভাবনা" হিসেবে ট্যাগ করার কি কোন কারণ আছে?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনিন্দ্য রহমান এর ছবি

সেক্ষেত্রে চিন্তাভাবনা ট্যাগটাই বা কেন ?
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

তুলিরেখা এর ছবি

কেন অনিন্দ্য, "চিন্তাভাবনা" তো বেশ সুন্দর একটা জেনেরাইলাজড ট্যাগ! হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

ষষ্ঠ পান্ডব,
না না এত বিনীত টিনিত কিসব বলে আমায় লজ্জায় ফেলছেন!
আসলে এটা চিন্তাভাবনাই, কবিতা হয়তো হয়ে উঠতেও পারে ভবিষ্যতে অথবা এখনই, যিনি পড়লেন তার অনুভবে। আপনার যেমন মনে হয়েছে কবিতা, কারুর মনে হতে পারে কথা, কারুর মনে হতে পারে এলেবেলে, কারুর মনে হতে পারে গান। পাঠকের নিজের ব্যাপার সেটা, তিনি যেভাবে পেতে চান।
(আসলে আপনাকে একটা কথা গোপণে কই, নজরুল ভাইরে কইয়েন না আবার। উনি কইছিলেন ট্যাগে কবিতা দেখলে উনি সটাৎ কইরা সাত হাত দূরে পলাইয়া যান, তাই ওনারে ভুলাইয়া আনতে ট্যাগে অন্য কিছু দেই, চিন্তাভাবনা ক্যাটেগোরিটা তো এ বাবদে চমৎকার! ভুলও হইলো না, নজরুলও পলাইলো না। হাসি )
আপনাকে অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হো হো হো

তুলিরেখা এর ছবি

দেঁতো হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।