ফুলবাণু, তুই বুঝি আজ যাচ্ছিস? সুধাকে বলিস অমল নেই, তার সঙ্গীরাও সবাই চলে গেছে সাগরপাহাড় ডিঙিয়ে। আর ফিরবে না তারা কেউ। অম্বার উঠানে আমগাছের ছায়াটি শুধু একই আছে, সকাল থেকে দুপুর অবধি কমতে থাকে আবার দুপুরের পর পুবের দিকে গড়িয়ে গিয়ে বাড়তে থাকে। মেঘদুপুরে ছায়া পড়ে না, অম্বা সেদিন বসে বসে পাকাচুল ভরা মাথাটা নাড়ে। সেই যে সুমন ফিরে এলো না-সেই থেকে অম্বা....সুমনের কথা মনে আছে তোর ফুলবাণু? তারপর কতবার কত বৃষ্টি এলো, কত বানভাসি, সব রক্ত ধুয়েমুছে গেছে!
ফুলবাণু, তোর মনে আছে আমরা খেলতাম নদীর ধারে আশ্বিনের রোদে কাশফুলের মাঠে? সায়ন শান্তি কল্যাণী সুধা সমীরণ সুমন বাবলি আমি তুই- অমল বসে থাকতো ওর খোলা জানালার পাশে, একদিন সে লুকিয়ে লুকিয়ে এসেছিলো খেলবে বলে? তোর মনে আছে? কেমন ঝকমকে রোদ ছিলো সেদিন , কেমন টলটল নীল ছিলো আকাশটা, কেমন মনকেমন করা শরতের হাওয়া ছিলো! অমন নীল আর দেখা যায় না আর আকাশে, সব ধোঁয়া-ধোঁয়া ধুলো-ধুলো! তেমন রোদ্দুর আর ওঠে না, উঠবে না বুঝি আর!
কিজানি কোথায় ভুল ছিলো! আমাদের স্বপ্নগুলো তো কখনও এত বিষ মাখে নি দু'হাতে! কেন তবু এত পাথুরে বেড়া, এত নির্জল যন্ত্রণা? কোথাও কি ভুল ঢুকে পড়েছিলো? বেহুলার লোহার ঘরে সাপের মতন?
পাত্রভরা নীল বিষ, কেউ কেউ তাকে বলে সুধা
জ্বলেছিলো তৃষ্ণা-আগুন, চাপা পড়ে মরে গেছে ক্ষুধা-
অনন্ত সিঁড়ি উঠে গেছে, শেষ তার কোথায় জানে না
কেউ, সবাই সিঁড়িই খোঁজে, একাকীই ফুরায় বসুধা।
নদীতে গৈরিকজল ছিলো, বাউল এসেছিলো, নেমেছিলো ঘাটে, অশ্বত্থছায়ায়। সে কবেকার কথা? কী গেয়েছিলো বাউল? কারা সাক্ষী ছিলো ? কেউ ছিলো কি ? চন্দ্র তারাও কি লুকিয়ে ছিলো সেইসময়? একতারায় টান দিয়ে বাউল বলে গেল প্রেমে পড়তে, বলে গেল ডুব দিতে সেই রূপসায়রে, তলায় গভীর আন্ধারে নাকি আছে সেই অমূল্যরতন। হায় বাউল, ডুব দিতে যে ভয়! নইলে -
প্রেমে তো পড়েই আছি, আদিগন্ত প্রেম ছলছল
মনমাঝি বৈঠায় টান দিলে তরী টলোমল্-
পশ্চিমের পাহাড়ে এত মায়াবী রঙ কেন?
মেহেন্দি রাঙানো হাত, হাসনুহানার গন্ধ-
আকাশি মেঘের গূঢ় খেলা বোঝো না, ফটিকজল ?
---
মন্তব্য
একাকীই ফুরায় বসুধা......
অসাধারণ! পাঁচতারা কম পড়ে যায়!
ধন্যবাদ মূলত পাঠক।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
পাঠকদার মন্তব্য অনুসরণ করতে এসে লেখাটি পড়ে অনেক ভালো লাগল তুলিরেখা। এমন লেখা পড়ার সুযোগ দেয়ার জন্য (লিখে আর কি) অনেক ধন্যবাদ।
রাজিব মোস্তাফিজ
আপনাকেও অনেক ধন্যবাদ রাজিব।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
পড়তে বেশ লাগলো কাব্যময়তায় জড়ানো এই গদ্যটি।
--------------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
ধন্যবাদ জুয়েইরিয়াহ মউ।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ক্যাটাগরি 'চিন্তা-ভাবনা' দেখে বিভ্রান্ত হয়ার সুযোগ রয়েছে। বস্তুত এটি কবিতা।
মহসীন রেজা
কবিতা! তাই বুঝি?
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
গ্রামের এক কিশোরী প্রেমে পড়েছে বাঁশুরিয়া এক রাখালের । সখি তারে জিগায়, `সেই একই সুরই তো শুনিস প্রত্যেকদিন, তবু তিয়াস মিটে না তোর ?!!`
কিশোরী বলে, ` সুর একই, কিন্তু এমনই তার জাদুজাল, ছিঁড়তে পারি না যে !`
এতো বেশী লিখেন আপনি , তুলিরেখা, খেই হারিয়ে ফেলি । তবু এমনি জাদুজালের এই লেখনি আপনার, ছিঁড়তে পারি না যে !
আবারো হৃদয়-উতলিয়া উঠানো এক লেখা ।
হুম , সোয়া ৫ তারা ।
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
সুমনকবি, আপনাকে আর ধন্যবাদ দিয়ে কি বোঝাতে পারবো! কবির হৃদয় আপনার, তাই সবকিছু সুন্দর দেখেন।
অফটপিক: সচলে লেখা আসার ফ্রিকোয়েন্সি ক'দিন ধরে বেশ কম দেখছি। আগে একেবারে লেখায় লেখায় ভেসে যেতাম নীড়পাতা খুলেই। আবার তেমন হয় না? -----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ক্যাটাগরি চিন্তাভাবনা দেখে ভাবনায় পড়ে গেলাম।
মাঝখানের পঙক্তিজোড়া কি আপনার লেখা? ভাল্লাগছে পড়তে। এটারে গান হিসাবে লিখে ফেলেন।
হ্যাঁ, মাঝখানের আর শেষের পংক্তি কয়টা ।
আপনার ভাল্লাগছে জেনে ভাল্লাগলো।
কিন্তু ভায়া, গান তো আমি পারি না।
আপনেরা সুর, বাজনা আর কন্ঠ দিলে অবশ্য অন্য কথা।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
েবশ একটা কাব্য কাব্য ঘ্রাণ
দিয়েছে আমায় কিছু প্রাণ।
আপনেরে দিলো প্রাণ?
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কবিতার জন্য ধন্যবাদ, ভালো লাগলো।
আপনাকেও ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন