সবুজ দরজা, অবুঝ দরজা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ১৭/১১/২০০৯ - ২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"ভোঁ ও ও ও" শীতের ভোরের কারখানার ভোঁ কেমন অদ্ভুত রকমের, কেমন একটা যেন কুয়াশাভরা নদীর উপর দিয়ে আসা নৌকার মতন, অবয়ব বোঝা যায়, কিন্তু ভালো করে চেনা যায় না। নদী? সেই নদীটাকে শেষ কবে দেখেছে সে? সেই যে পুলের উপর দিয়ে ট্রেনের ঝক্করঝক্কর ঝিঁকঝিঁক, সেই যে দেশ ছেড়ে আসার সময়-কালচে সবুজ রঙের ট্রেনটা তাদের নিয়ে এলো। সে কত বছর হলো? দশ, পনেরো নাকি আরো বেশী? আনা মনে করতে পারে না।

শীতের ভোরে উঠতেও কষ্ট, লেপের ওম ছেড়ে আরেকটু ঘুমপিয়াসী দেহটাকে বিছানা থেকে টেনে তুলতে বেশ খানিকটা নিজের সঙ্গে নিজের যুদ্ধ। তবু উপায় নেই, উঠতেই হবে। ম্যানেজার খুব কড়া। ঠিক সময়ের পাঁচ মিনিট পরে গেলেই হয়তো ওয়ার্নিং দেবে, আরেকদিন একটু দেরি হলেই ছাড়িয়ে দেবে। এরকম অনেককে ফায়ার্ড হতে দেখেছে আনা।

বিছানা ছেড়ে উঠে পড়ে সকালের কাজকর্ম সেরে তৈরী হতে হতেই আনার মনে পড়লো আজ রবিবার, যেতে হবে না। ছুটি। এক কাপ কফি বানিয়ে কাপটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গিয়ে আয়েস করে চুমুক দিতে দিতে মনে হলো একসময় তার নাম ছিলো আন্না। সে কতদিন আগে? কবে সে আন্না থেকে আনা হয়ে গেল?

সূর্য ওঠে, নরম রোদ ঝিকঝিকিয়ে এসে পড়ে আনার কাছে। ঝকঝক করে নীল আকাশ। একটা সবুজ রঙের দরজা মনে পড়ে আনার, বাঁকা হয়ে সকালের সোনালী আলো পড়েছে দরজাটার উপরে। বাইরে পাতাবাহারে আলোছায়ার চিকরিকাটা আল্পনা। কেন জানি আনার স্মৃতির সমস্ত ছুটির মধ্যে ঐ দরজাটার আর পাতাবাহারের ছায়া পড়তেই থাকে, পড়তেই থাকে। ছুটি মানেই যেন ঐ সবুজ দরজা আর পাতাবাহারে আলোছায়া! কোথায় সে দেখেছিলো? কোথাও দেখেছিলো কি? নাকি সবটাই তার স্বপ্নে দেখা?

সেইসব ভেসে যাওয়া মেঘপালকেরা,
পালকের মতন নরম হতে চাওয়ার ইচ্ছেকুসুম-
টিয়াসবুজ সেইসব বনপূর্ণিমা-
সব কোথায় উড়ে গেছে!

সেই যে রবিবারের শীতদুপুরের ছাদ
ভেজা চুল শুকানোর আছিলায় ঘোরাফেরা
দূরের চিলেকোঠার দিকে চেয়ে মনে মনে
কত কী চাওয়া, কত কী পাওয়া
ছোটো ছোটো সেইসব সুখদুঃখ-
কোথায় উড়ে গেছে!

এখন এইসব রঙঝাল দিন
মিছিমিছি রাত, ভুলভাল অস্ত্রঝন্‌ঝনা,
দাবাখেলার ছকের উপরে ঘুটীগুলো
এদিক থেকে ওদিক সরতে থাকে,
হারাতে থাকে, একের পর এক।

নদীর চরে এখনো কি নামে বালিহাঁসেরা?
শীতরাত্রির আকাশের তারাদের পাশ দিয়ে
নতুন ফোটা খইয়ের মতন
ওড়ে কি আজো ওরা?

মেঘপালকের সেই ঘরের দিকে উড়ে যেতে যেতে
একটু থেমে ডেকে গেছিলো মৌরীফুল,
এখনও কি সে অপেক্ষায় আছে?

ভুলভুলাইয়া রাত আর দিন,
ভুলভুলাইয়া দিন আর রাত-
আসে যায়, আসে যায়.....


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো...*তিথীডোর

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ তিথীডোর।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ধুসর গোধূলি এর ছবি
তুলিরেখা এর ছবি

তবে পড়ে আসুন। বলবেন কিন্তু কেমন লাগলো।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

পড়লাম ভালো লাগল। কবিতাটি বেশি ভালো লাগল।
দলছুট।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ দলছুট।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মৃত্তিকা এর ছবি

ভালো লাগলো, লেখা ও কবিতা দুটোই।

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ মৃত্তিকা।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ওডিন এর ছবি

কোনটা লেখা আর কোনটা কবিতা- সবতো মিলেমিশে একাকার। হাসি
সুন্দর!

---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

তুলিরেখা এর ছবি

ফুল না পটকা? কোন্‌টা? চিন্তিত
হো হো হো
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ওডিন এর ছবি

বিভ্রান্তিকর প্রশ্ন।
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

আহির ভৈরব এর ছবি

আহা! কী সুন্দর!

সেই যে রবিবারের শীতদুপুরের ছাদ
ভেজা চুল শুকানোর আছিলায় ঘোরাফেরা
দূরের চিলেকোঠার দিকে চেয়ে মনে মনে
কত কী চাওয়া, কত কী পাওয়া
ছোটো ছোটো সেইসব সুখদুঃখ-
কোথায় উড়ে গেছে!

উদাস করে দিলেন। আজ বড় ব্যাস্ত দিন, কাজের মধ্যে এ লেখাটা পড়া বিরাট ভুল হয়ে গেল!
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

তুলিরেখা এর ছবি

আহা, রবিবারে আবার পড়বেন না হয়। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

এইটা আপনার সবচে' ভালোগুলোর একটা।

তুলিরেখা এর ছবি

তাই বুঝি? চিন্তিত
ধন্যবাদ।
আসলে জানেন, সত্যি গুলো বলা যায় না, সেগুলো খুব কঠিন, খুব তেতো, খুব অশিল্পীসুলভ। তাই তো এত চিনির মোড়ক, তুলোর আবরণ, এত লতাপাতা আর সোনালী হরিণ নকশায় সব কিছু ঢেকে দেওয়া ! দাড়িবুড়ার কথা ছিলো যে, "সহজ কথা যায় না বলা সহজে", আক্ষেপ ছিলো যে "আমারে পাছে সহজে বোঝো তাই তো এত লীলার ছল", সে আজও কত সত্য।
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যথারীতি... আপনার লেখায় মাঝে মধ্যেই কমেন্টানো হয় না... মন্তব্য করতে ভুলে যাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

না না নজরুল এত ভালো কথা নয় মোটে! ভুলে যান? ভুলে যান? বলি ঝাঁটার কথাটা মনে আছে তো? হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জুয়েইরিযাহ মউ এর ছবি

ঘুমপিয়াসী দেহটাকে বিছানা থেকে টেনে তুলতে বেশ খানিকটা নিজের সঙ্গে নিজের যুদ্ধ।
ভালো বলেছেন, আজকের শীতের সকালে ঠিক এমনটাই হল কিনা হাসি
ঘুমপিয়াসী দেহ - উপমাটি বেশ।

-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

তুলিরেখা এর ছবি

কাজের দিনে সকালে ওঠা শীত গ্রীষ্ম চিরকালই খুবই মানে যাকে বলে ইয়ে! বিশেষ করে আগের রাতে ঘুমাতে দেরি হলে।
অথচ ছুটির দিনে বা কোনো পিকনিক টিকনিক থাকলে বা বেড়াতে যাবার কথা থাকলে কিন্তু লাফ মেরে উঠে পড়ে তৈরী হতে শুরু করতে ইচ্ছে করে। হাসি

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।