সারারাত ধরে তুষার ঝরছে, নৃত্যপরা অপ্সরাদের মতন নেমে আসছে আকাশ থেকে মাটিতে। জলের উজ্জ্বল সন্তান। চিকমিকিয়ে উঠছে বৈদ্যুতি আলোয়। মাটির উপরে, ঘাসের উপরে, পথের উপরে, ছাদের উপরে, গাড়ীর উপরে, ঐ দীর্ঘদেহ পাইনের পাতার গোছার উপরে, ঐ মস্ত ছড়িয়ে থাকা ওকের ডালপালাপাতার উপরে জমা হচ্ছে শুভ্র তুলার মতন, সাদা ফুলের পাপড়ির মতন।
তুষারপাতে শব্দ থাকে না, ঐ নি:শব্দ সৌন্দর্য কেবল পরবাসী মনকে মনকেমনে ভরিয়ে দেয়। মনে পড়ে যায় সেইসব কুয়াশা গড়িয়ে আসা শীতসন্ধ্যা, সেই সব সাঁঝউনানের লালকমলা আভা, হাতরুটির ফুলে ওঠা, ঝাল তরকারির খিদে পাওয়ানো গন্ধ। আর কোনোদিন যেসব দৃশ্য দেখা হবে না, যেসব শীতশিরশির আর কোমল ওম কোনোদিন আর অনুভব করা হবে না, যেসব ঘ্রাণ আর পাওয়া হবে না-সেইসব মনে পড়িয়ে দেয় শুধু।
রাত জেগে তুষার ঝরা দেখতে দেখতে কখন যেন ঘুম এসে সব ডুবিয়ে দেয়, স্বপ্নে ফিরে পাওয়া চিলেকোঠা আঁকড়ে ধরে খুঁজে যাই সেই কৌটোটা, যেটার ভিতরে হারানো নীলপুঁতির মালাটা ছিলো, যেটা আর কোনোদিন খুঁজে পাই নি। আমাদের শীতবিকালের সেইসব খেলাগুলো, যা ভালো করে না ফুরাতেই ঝপ করে আঁধার নেমে গেছিলো।
খেলতে খেলতে ফুরায় খেলা মাঠের শেষে
মির্চি হাওয়ায় শীতফসলের ঘ্রাণের দেশে,
হাল্কা পায়ের পলকা মেয়ে সাঁঝউনানে
সেঁকছে রুটি, আগুনআলোয় আলতো হেসে।
হাতরুটিরা ফুলকো ফুলকো গোলচে হয়ে
উঠছে ফুলে, ঘ্রাণ ঠোকা দেয় খিদের নাকে-
তাপের কুসুম, তপের কুসুম অমনি ফোটে
দু'এক কুচি জলের কুঁড়ি জপমালাতে আটকে থাকে।
ডুবজলে নয়, হাতআঁজলার আয়নাজলে
সেই জলে তোর মুখের ছায়া, চোখের বোলে-
একনিমেষে সব ভুলেছি, ঘাট-আঘাটা ঘর ও বাহির
দিন ভুলেছি রাত ভুলেছি গেরস্থালীর হাজার ফিকির
সব সরিয়ে একলাবেলার দুপুরছাদে চুল শুকানো,
শীত আকাশের চিলের ডানায় মন ভাসিয়ে গুণ্গুণানো-
তবুও তো সেই ঘুম ভেঙে যায়, জাগনবেলার রোদের ফলা
মুচকি হেসে কানের কাছে যায় বুঝিয়ে দিনের চলা।
মন্তব্য
তুষারপাত খুবই চমৎকার দৃশ্য, সমস্যা হচ্ছে এরপর হাটা-চলা, গাড়ি চালানো ইত্যাদি করা ঝামেলাপূর্ণ হয়ে যায়...
হ্যাঁ, সে তো বটেই। সবকিছুরই দু'খানা দিক।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
"----,যেসব ঘ্রাণ আর পাওয়া হবে না-সেইসব মনে পড়িয়ে দেয় শুধু।"_______ মনে পড়িয়ে দেয় বলেই না আপনাকে আমরা পাচ্ছি। ভাল থাকবেন!
এস হোসাইন
---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"
ধন্যবাদ এস হোসাইন।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
পদ্যটা আগে লেখেন, না? তারপরে সেটার একটা অপেক্ষাকৃত মৃত্তিকাসংলগ্ন একটা গদ্যবারান্দা সাজান, তাই না?
কী যে এক দৃষ্টি আপনার! কীভাবে আণুবীক্ষণিকের চে'ও অধরা ব্যাপারগুলো ধরেন, দ্যাখেন, এমনকি দ্যাখানও! এ বিস্ময় শেষ হবে না আমার।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ঘরবারান্দা ঘরবারান্দা দোরের ভিতর দোরের বাহির
এমনি করেই দিন কেটে যায় রাত কেটে যায় গেরস্থালীর-
কোথায় সে কোন্ ভিতরমহল আয়নাঘরে
হয়নি যাওয়া হয়নি পাওয়া আজও তারে-
এক কুচি ঐ শিশিরকণায় আকাশ হাসে সূর্য জ্বলে,
হয় কিকরে দেখতে গিয়ে চোখ ঢেকে যায় লবণজলে।
শেকড়বাকড় ঘরগেরস্থি হাজার হাতে জড়িয়ে ধরে
ঘরের ভিতর আর্শিনগর গহন পথের এক কিনারে-
আজও দেখা হয়নি তারে-
আজও দেখা হয়নি তারে-
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
:O
(চলুক)
(গুরু)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
এত রকম ইমো পান কই? :-?
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
স্বপ্নে। ;)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আমার জীবনে একবার হইলেও তুষারপাত দেখার শখ...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হিমালয়ে গেলেই দেখতে পাবেন। বা যেকোনো উচ্চ অক্ষাংশের দেশে।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তুষার কখনো দেখা হয়নি ।আপনার লেখা পড়ে হাত বাড়িয়ে তুষার ধরতে ইচ্ছে করছে!ভীষন ভালো লেখেন আপু!*nokhotro
ধন্যবাদ নক্ষত্র।
তুষার ঐ প্রথম প্রথমই ভালো লাগে, তারপরে একেবারে নীরেট গদ্য! :-)
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আহ্ কদিন ছিলাম না এসে আবার সেই মুগ্ধতা...............
মধুবন্তী মেঘ
আমার ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন