নীল শাড়ীটা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ০৯/১২/২০০৯ - ৬:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দিনগুলো কেমন ছন্দহারা হয়ে যায় কখনো কখনো। একঘেয়ে নাছোড়বান্দা বৃষ্টি ঝরছে তো ঝরছেই। সঙ্গে হাড়কাঁপানো হাওয়া। কেমন কালচে একটা মনখারাপী রঙের আকাশ। এমন সব দিনে সবকিছু কেমন অর্থহীন লাগে, মনে হয় কবে আবার ঝলমলে দিন আসবে, কবে দেখা দেবে প্রিয় সূর্যের মুখ!

কতকাল উপকথা বলা হয় না। বলবো বলবো করেও বলে উঠতে পারি না, কোন্‌টা বলবো বুঝতে পারি না। চারিদিকে উপকথারা ঘুরে বেড়ায় হালকা পায়ে, এত কাছে যে হাত বাড়ালে ছোঁয়া যায় অথচ ধরতে গেলে নাই!

দিনের পর দিন আর্দ্র নক্ষত্র ছুঁয়ে জলের ধারা ঝরছেই ঝরছেই ঝরছেই! এমন সব দিনেই সেই নীল শাড়ীটার আসা যাওয়া মনে পড়ে যায়। সেই মেয়েটা- যার ঘাড়ে পিঠে এলোমেলো ছড়িয়ে থাকতো রোদ্দুররঙের চুল! আকাশচোখের সেই মেয়ে, ভুল ডাঙায় সে কতকাল আটকে ছিলো!

নীল শাড়ীটা আসতো যেত সকাল বিকেল
আঁচলে তার রাজহাঁসেরা ভাসতো দুধেল-
সুতোর জালে বন্দী হয়ে সেই পাখিরা
নীল শাড়ীটার মতই তারা আকাশহারা।

ওরা সবাই উড়বে বলে ভোরের বেলা
রোদ্দুরচুল সেই মেয়েটার আগুনখেলা-
শেষরাতে সে দু'হাত ছড়ায় আলোরপাখি
জানলা দিয়ে দেখেছিলো ভুল জোনাকি।


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- রোদ্দুরচুল বলতে কী বুঝালেন? সোনালী চুল?
আহারে আমার সোনালি বেন্দ্রের কথা মনে পইড়া গেলো! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তুলিরেখা এর ছবি

আহারে! আপনার সোনালিরে কই পাইবেন এখন? বরং জোলিরে লইয়া বেড়াইতে যান। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ধুসর গোধূলি এর ছবি

- না, এই বেটি বেশি লম্বা! তালগাছের লাহান। পর্দায়ই ভাল্লাগে, আমার পাশে তারে মানায় না! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তুলিরেখা এর ছবি

আরে এইডা কোনো সমইস্যা হইলো? হাই বুট পরেন আর ফুলাইন্যা শাম্পু দিয়া মাথা ঘইষা ধুইয়া মাথার চুলগুলিরে ফুলাইয়া রাখেন। মানাইয়া যাইবো! আরে প্রেমের জইন্য মানুষ শহীদ হইতে পারে আর এতো শুধু সামান্য উঁচা হওয়া! হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আশরাফ মাহমুদ এর ছবি

চমৎকার লাগলো পড়তে।
====================================

@ ধূসর গোধূলি
রোদ্দুরচুলের অনেক অর্থ ধরতে পারেন। একটা তো আপনি নিজেই বললেন- সোনালি রঙ।
আগের লাইনে ভোরের কথা আছে। সে হিসেবে মিহি একটা ভাব আসে। ভোরের রোদ যেমন মিহি তেমনি চুল-ও মিহি লাগতে পারে। আবার লক্ষ্য করবেন যে 'আগুনখেলা'র কথা বলা হচ্ছে এবঙ শেষে গিয়ে 'ভুল জোনাকি।' আলো বিষয়ক একটা লিঙক চলে আসে। নয় কি?
একটু বিটলামি করলাম। দেঁতো হাসি
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ আশরাফ মাহমুদ।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

জানলা দিয়ে দেখেছিলো ভুল জোনাকি।

পাঞ্চ লাইন। ভুল জোনাকিদেরকে না দেখলে প্রেম জমেই না। ভুলেরা থাকে বলেইতো তবে শুদ্ধদের এত দাম।

তুলিরেখা এর ছবি

একদম ঠিক বলেছেন।
ভালো থাকবেন কবি।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নৈষাদ এর ছবি

অথবা এই ভুলগুলি আছে বলেই জীবন মাঝে মাঝে আনন্দময় হয়ে উঠে...।
আপনার লেখাটা ভাল লাগল তুলিরেখা।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ নৈষাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

ভুল আছে বলেই আমরা শুদ্ধকে খুঁজি, শুদ্ধের সন্ধানে আমাদের যাত্রা বিরামহীন হয়। ভালো লাগল।
ডি,এম,কামরুজ্জামান (দলছুট)

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ দলছুট।
আগেই একজন দেখলাম এরকম কি একটা বলে দিয়েছেন। দেঁতো হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

"সুতোর জালে বন্দী হয়ে সেই পাখিরা
নীল শাড়ীটার মতই তারা আকাশহারা।"-------------আহারে আপুনি!!!!!!!!
এস হোসাইন

-------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

তুলিরেখা এর ছবি

ভাবেন দেখি কি অবস্থা! আমাদের প্রায় সবারই আকাশবিলাস, কিন্তু বিধি পাঙ্খা তো দেয়ই নাই, তাতেও নিশ্চিন্ত না হইয়া আবার চারপাশে খাঁচা বানাইছে। মন খারাপ
লেখাটা পড়ার জন্য ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জুয়েইরিযাহ মউ এর ছবি

ওরা সবাই উড়বে বলে ভোরের বেলা
রোদ্দুরচুল সেই মেয়েটার আগুনখেলা-
শেষরাতে সে দু'হাত ছড়ায় আলোরপাখি
জানলা দিয়ে দেখেছিলো ভুল জোনাকি।

বাহ! বেশতো আপু হাসি

-------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ মউ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

ভালোলাগাটুকু রেখে গেলাম।
মধুবন্তী মেঘ

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ মধুবন্তী মেঘ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।