কবি তাকে ডেকেছিলো অতন্দ্রপ্রান্তরে
রতিদীর্ঘ রাতের রেশমী আবেশ ছিঁড়ে-
তাই সে বেরিয়ে এসেছিলো কৃষ্ণপক্ষ পথে।
ধারালো বাতাসের সাথে যুদ্ধ করতে করতে
সে এগিয়ে যাচ্ছিলো দেবদারু অরণ্যের দিকে।
কোথাও যুদ্ধ চলছিলো, শুভ ও অশুভের দ্বন্দ্ব-
আলো ও আঁধারের সংগ্রাম,
সমানে সমানে লড়াই, শেষহীন শক্তিপরীক্ষা।
সে ও লড়লো, ভুলে গেল কার পক্ষে লড়াই।
তারপরে সবকিছু ভুলে তার ভ্রমে চলে যাওয়া-
দূরে আরও দূরে, অশেষ ভ্রমের ভিতরে ভ্রমণ।
শ্রমণ উদাসীন, সে সবকিছু ভুলে গেল কীকরে?
সে ভুলে গেল যুদ্ধ নিরন্তর-
এক যুদ্ধের শেষে থাকে আরেক যুদ্ধের মুখ,
সামনে সশঙ্ক জীবনের বীজ,
মরণের বাড়ানো আঙুলের সামনে উড়ন্ত ফড়িং!
সে ঢুকে পড়লো ভুলভুলাইয়ার ভিতরে,
তারপরে বহুদিন সেখান থেকে বেরুবার পথ পেলো না-
সেখানে আলো ছিলো না, সে জ্বালিয়ে নিল পঞ্জরাস্থি
ইতস্তত ছড়িয়ে থাকা মৃত মানুষের অগণিত অস্থির একটি।
পথ খুঁজে বাইরে এসে সে দেখলো চির-উদাসীন আকাশ
ভুল-ঠিক সত্য-মিথ্যা ভালোবাসা-ঘৃণা কিছুরই পরোয়া না করে
নিজের মতন ঘর সাজাচ্ছে তারাবাতি দিয়ে-
যেমন সাজিয়েছে কোটি কোটি বছর।
কবি তাকে ডেকেছিলো অতন্দ্রপ্রান্তরে-----
মন্তব্য
এই রকমের বাক্যবন্ধ আপনাকে বিশেষায়িত করে তুলিরেখা।
এই রকমের প্রায়-অসম্ভব অভিব্যক্তি আপনার হাত ধরেই নামে ধরার ধুলিতে।
আর সবকিছুর পরও এমন অসাধারণ কবিতাকে ট্যাগ দেন 'চিন্তা-ভাবনা'--
আফসোস!
এত অসাধারণ প্রশংসার যোগ্য অবশ্যই আমি নই। তবু অনেক ধন্যবাদ। অনুচিত প্রশংসা যদিও তবু ভালো তো লাগেই! আজকাল খুব স্টার ট্রেক দেখছি প্রতিদিন, মি: স্পক এরকম অনুচিত ভালোলাগা শুনলে বলবেন ইললজিকাল হিউম্যান।
যদিও তিনিও নাকি খানিকটা হিউম্যান!
ট্যাগে কী আসে যায়? তবু বদলে দিলাম ট্যাগ, করে দিলাম সাহিত্য/কবিতা । এবারে খুশী?
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কবিতা ক্যাটেগোরি দিলে কী সত্যিই পাঠকেরা পালায় নাকি?
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
'ধর্ম' আর 'বিশেষ গিয়ান' ক্যাটাগরির পোস্টগুলো বাদে সবকিছুতেই কিন্তু চোখ বুলাই!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন