মুক্তধারার জন্য

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বিষ্যুদ, ০৩/০৬/২০১০ - ৫:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মুক্তধারায় বাঁধন পড়েছে। শত শত পাক, শত শত গ্রন্থি ! জলের নূপুরে বেজে উঠতো যে রহস্যকথাগুলো, তারা থেমে গেছে। ঘুমিয়ে পড়েছে যেন নর্মধাত্রী হাওয়াও। অন্ধ অন্ধকারে বাতির খোঁজ নাই। তবু ভোর হবে আবার, ভোর হবেই। মোহরলতার ফুলের মতন সোনালী ভোর।

তর্জনীতে রেখেছি আগুন,
অনামিকায় টুকরো আলো-
অস্থির ভিতরে ডমরুধ্বনি,
পিনাকপানি, তোমার পিনাকে আজো ওঠে টঙ্কার?
তবে এখনও কেন চুপ?

শীতাই গাঁয়ে আমাদের ঘর...মুক্তধারায় বাঁধন পড়েছে। শত শত পাক, শত শত গ্রন্থি ! জলের নূপুরে বেজে উঠতো যে রহস্যকথাগুলো, তারা থেমে গেছে। ঘুমিয়ে পড়েছে যেন নর্মধাত্রী হাওয়াও। অন্ধ অন্ধকারে বাতির খোঁজ নাই। তবু ভোর হবে আবার, ভোর হবেই। মোহরলতার ফুলের মতন সোনালী ভোর।

তর্জনীতে রেখেছি আগুন,
অনামিকায় টুকরো আলো-
অস্থির ভিতরে ডমরুধ্বনি,
পিনাকপানি, তোমার পিনাকে আজো ওঠে টঙ্কার?
তবে এখনও কেন চুপ?

শীতাই গাঁয়ে আমাদের ঘর ছিলো
আর ছিলো দিগন্তলীন শস্যভূমি-
মুক্তধারার জল মায়ের মতন যত্নে
তাদের বুকে ক্ষীর ভরে তুলতো।

আজ সব ধারা বাধা পড়েছে বিভূতিকৌশলে
অভিজিৎ সঞ্জয় রাধা কেউ কোথাও নেই,
অম্বা কি শেষে তার সুমনকে খুঁজে পেয়েছিলো
বনমর্মর ভরা দখিণ হাওয়ার রাতে?

বৈরাগী হয়তো কোথাও আছে আজও
এখনও হয়তো তার একতারার তারে
রয়ে গেছে কিছু লুকানো সুর।
একদিন হয়তো সে গেয়ে উঠবে আবার।

আমাদের অঞ্জলি ভরে গেছে রক্তে
সব জানালা শক্ত করে বন্ধ-
বাইরে নক্ষত্রপিয়াসী রাত ডাকে, আয় আয়-
অপেক্ষা করো, আমরা আসছি মনসুন্দর
আশ্চর্যময়ী, আমরা আসছি, আসছি-ই-ই


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চলুক

- মুক্ত বিহঙ্গ

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রখর-রোদ্দুর এর ছবি

আমরা কাটিয়েছি প্রভার রাত্রি গেয়ে সবুজের গান
প্রয়োজন পড়ে তো আগুন ছড়াবো লুটায় যদি প্রাণ
এসে যদি হাক দেয় মানুষ বান্দা কোন
আমরা আজো বেচে আছি তোমরা সকলে যেনো -

ভালো লাগলো কবি -

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ প্রখর রোদ্দুর।
কিন্তু কবি বললে কান বেগুনী হয়ে যায় যে! হাসি

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রভা প্রহেলিকা [অতিথি] এর ছবি

খুব সুন্দর.........চলুক চলুক

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ প্রভা প্রহেলিকা।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ আফসার এর ছবি

লেখাটি ভাল লেগেছে আমার।
ভালো থাকুন।

_________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ সৈয়দ আফসার।
আপনার ভালো লাগাটুকু আমারও প্রাপ্তির ঘরে যোগ। হাসি
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ নজরুল।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বাইরে নক্ষত্রপিয়াসী রাত ডাকে, আয় আয়-
কেন ডাকে বলুন তো....?

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

কেন ডাকে সেই জানে।
কখন সে ডাক কারুর "কানের ভিতর দিয়া মরমে পশিল রে/ আকুল করিল মোর প্রাণ" করে দেবে বলে বুঝি। গড়বন্দীপুরের পাথুরে দেওয়ালের ভিতরে সেই আশ্চর্য কিশোর ঝমঝম করে বজাতে থাকা তারাদের স্বপ্ন দেখে চমকে জেগে উঠবে বলে বুঝি।
কখন সে ডাক আসে কেজানে! অমলও তো সেই ডাকের অপেক্ষাতেই বসে থাকতো বন্ধ জানালার ধারে। তবেই না একদিন এলো রাজার চিঠি!
সোনার খাঁচায় আটকে থাকা কুমার সিদ্ধার্থও তো একদিন সে ডাক শুনতে পেয়ে সব ছেড়ে চলে গেল নৈরঞ্জনাতীরে!
কেন যে সে ডাকে, সে সেই জানে।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।