মগ্ন অন্তরীপ

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বিষ্যুদ, ২৯/০৭/২০১০ - ৮:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সময় চলে দ্রুতগতি পাহাড়ী নদীর মতন। বুঝে ওঠা যায় না ছবি। এত দ্রুত গেলে সব ছবিই চলছবি হয়ে যায়, কখনো হুঁশ করে ধোঁয়া হয়ে যায়। মগজে ধরা পড়ার আগেই যা:, চলে গেল!

গতি নেশার মতন, ভুলিয়ে রাখে, ভুলিয়ে দেয়। যা ভোলার ছিলো না, যাকে অনেক অনেক সকাল দুপুর বিকেল রাত্রি ধরে ফিরে ফিরে দেখার কথা ছিলো, তাকেও ভুলিয়ে দেয়। বিস্মৃতির ঢাকনায় ঢাকা পড়ে থাকে সব মণিহার, ফুলসাজি, জলবিন্দু, আলোঘর। সত্য হয়ে থাকে মিছামিছি ধূলা দৌড়। ধূলা থেকেই এসে আবার ধূলার ঘরেই তো ফেরা! তবু মাঝে কি কোনোদিন কোনো সোনাঝরা ভোর গানের মতন সত্য হবে না? অথবা কোনো গভীর নীল বিকাল?

সেইসব মৃত্যুকথা, সেইসব মগ্ন অন্তরীপ-
সেইসব নীলজল, সেইসব স্বর্ণরেখ মৎস্যেরা,
পুরাকালে যারা কথা কইতো মানুষের সঙ্গে।

অলীক মন্দরপর্বতে অগণিত অগ্নি-সন্তানেরা
পিঠে ডানা বেঁধে সূর্যের দিকে ঝাঁপ দেবার প্রস্তুতি নিতে নিতে
হঠাৎ করে যাদের মনে পড়ে যায় নদীর নাম অঞ্জনা।

ভুলে যাওয়া স্বর্ণবেলাভূমি, ঝিনুকের খোলা-
মুক্তোখোঁজা পাখিরা, নিষাদের তীক্ষ্ণ তীর,
বহ্নিপর্বতের চূড়ায় সন্ধ্যামেঘ লেগে থাকা।

সেইসব জন্মকথা, সেইসব নিগূঢ় বিষাদ
সেইসব গভীর বিকাল, বৃষ্টিশেষ নীল-
আকাশে প্রথম তারাটির চোখ।


মন্তব্য

শ্যাজা এর ছবি

সময় চলে দ্রুতগতি পাহাড়ী নদীর মতন। বুঝে ওঠা যায় না ছবি। এত দ্রুত গেলে সব ছবিই চলছবি হয়ে যায়, কখনো হুঁশ করে ধোঁয়া হয়ে যায়। মগজে ধরা পড়ার আগেই যা:, চলে গেল!

কপি পেষ্টো করে দিলাম, দিব্য হাসি

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ শ্যাজাদি।

কেমন আছো? অনেকদিন খবরাখবর কিছু পাই না। এখন তো চেনা পাতাগুলোতে বেশী যাওয়াও আমার হয় না।

ভালো থেকো।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিন্দ্য রহমান এর ছবি

বৃষ্টিশেষ নীল-
আকাশে প্রথম তারাটির চোখ
- দারুণ।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ অনিন্দ্য রহমান।

ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তিথীডোর এর ছবি

চমংকার!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তুলিরেখা এর ছবি

হাসি

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

গদ্যের পর পদ্য দারুণ লাগলো।

কামরুজ্জামান স্বাধীন।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জুয়েইরিযাহ মউ এর ছবি

সেইসব জন্মকথা, সেইসব নিগূঢ় বিষাদ -
তাই তো তুলিদি... ঠিক তাই...
সেই কবেকার কথাগুলো ভুলে চলা কিংবা ফিরে ফিরে দেখা...

ভালো লাগার কথা জেনো কিন্তু ... হাসি

----------------------------------------------------------------

নির্জলা নৈবেদ্য


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ মউ।
তুমি ভালো থেকো।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।